YouVersion Logo
Search Icon

মথি 1

1
প্রভু যীশুখ্রীষ্টের বংশাবলি পত্র
1যীশুখ্রীষ্টের বংশাবলি পত্র: যীশু খ্রীষ্ট দাউদের সন্তান, দাউদ অব্রাহামের সন্তান।#লুক 3:23-38; ১ বংশা 17:11; আদি 5:1
2অব্রাহামের পুত্র ইসহাক, ইসহাকের পুত্র যাকোব , যাকোবের পুত্র যিহুদা ও তাঁর ভাইয়েরা;#আদি 21:3-12; 25:26; 29:35; 49:10; ১ বংশা 1:34 3যিহুদার পুত্র পেরস ও সেরহ, তামরের গর্ভজাত, পেরসের পুত্র হিষরোণ, হিষরোণের পুত্র রাম;#১ বংশা 2:5-9; আদি 38:29; ১ বংশা 2:10-12 4রামের পুত্র অম্মীনাদব, অম্মীনাদবের পুত্র নহশোন, নহশোনের পুত্র সলমোন; 5সলমোনের পুত্র বোয়স, রাহাবের গর্ভজাত; বোয়সের পুত্র ওবেদ, রুথের গর্ভজাত; ওবেদের পুত্র যিশয়;#২ শমু 12:24; ১ বংশা 3:10-14; ১ বংশা 3:15-16 6যিশয়ের পুত্র রাজা দাউদ। দাউদের পুত্র শলোমন, উরিয়ের বিধবার গর্ভজাত। 7শলোমনের পুত্র রহবিয়াম, রহবিয়ামের পুত্র অবিয়, অবিয়ের পুত্র আসা; 8আসার পুত্র যিহোশাফট, যিহোশাফটের পুত্র যোরাম, যোরামের পুত্র ঊষিয়; 9ঊষিয়ের পুত্র যোথম, যোথমের পুত্র, আহসের পুত্র হিষ্কিয়; 10হিষ্কিয়ের পুত্র মনঃশি, মনঃশির পুত্র আমোন, আমোনের পুত্র যোশিয়; 11যোশিয়ের পুত্র যিকনিয় ও তাঁর ভাইয়েরা, ব্যাবিলনে নির্বাসনের সময়ে জাত; 12যিকনিয়ের পুত্র শল্টীয়েল, ব্যাবিলনে নির্বাসনের সময়ের পরে জাত; শল্টীয়েলের পুত্র সরুব্বাবিল;#১ বংশা 3:17; ইষ্রা 3:2; মথি 27:17-22; লুক 1:35 13সরুব্বাবিলের পুত্র অবীহূদ, অবীহূদের পুত্র ইলীয়াকীম, ইলীয়াকীমের পুত্র আসোর; 14আসোরের পুত্র সাদোক, সাদোকের পুত্র আখীম, আখীমের পুত্র ইলীহূদ; 15ইলীহূদের পুত্র ইলিয়াসর, ইলিয়াসরের পুত্র মত্তন, মত্তনের পুত্র যাকোব ; 16যাকোবের পুত্র যোষেফ, ইনি মরিয়মের স্বামী; এই মরিয়মের গর্ভে যীশুর জন্ম হয়, যাঁকে খ্রীষ্ট#1:16 খ্রীষ্ট অর্থাৎ ‘অভিষিক্ত’; ইহুদীদের ভাষায় ‘মশীহ্’। বলে।
17এইভাবে অব্রাহাম থেকে দাউদ পর্যন্ত মোট চোদ্দ পুরুষ, দাউদের সময় থেকে ব্যাবিলনে নির্বাসনের সময় পর্যন্ত চোদ্দ পুরুষ, এবং ব্যাবিলনে নির্বাসনের সময় থেকে খ্রীষ্ট পর্যন্ত চোদ্দ পুরুষ।
যীশুখ্রীষ্টের জন্ম
(লুক 2:1-7)
18যীশুখ্রীষ্টের জন্মের বিবরণ এই : তাঁর জননী মরিয়মের সঙ্গে যোষেফের বিবাহের সম্বন্ধ স্থির হয়েছিল। কিন্তু তাঁদের বিবাহ এর পূর্বেই জানা গেল যে মরিয়ম পবিত্র আত্মার প্রভাবে গর্ভবতী হয়েছেন। 19তাঁর ভাবী স্বামী যোষেফ ছিলেন সজ্জন ব্যক্তি। তিনি মরিয়মকে লোক চক্ষে হেয় করতে চাইলেন না। তাই গোপনে তাঁকে ত্যাগ করার সংকল্প করলেন। 20এই সমস্যা নিয়ে তিনি যখন বিব্রত সেই সময়ে প্রভু পরমেশ্বরের এক দূত স্বপ্নে তাঁকে দর্শন দিয়ে বললেন, হে দাউদ কুলজাত যোষেফ, মরিয়মের তোমার স্ত্রীরূপে গ্রহণ করতে দ্বিধা করো না, কারণ পবিত্র আত্মার প্রভাবেই সে গর্ভধারণ করেছে। 21তার একটি পুত্র সন্তান হবে, তুমি তার নাম রেখো যীশু, কারণ তিনি তাঁর প্রজাদের পাপের কবল থেকে উদ্ধার করবেন।#লুক 1:31; 2:21; প্রেরিত 4:12; যিশা 7:14; লুক 2:7
22-23প্রভু পরমেশ্বর তার নবীদের মাধ্যমে ব্যক্ত করেছিলেন : একটি কুমারী গর্ভবতী হয়ে প্রসব করবে পুত্র সন্তান, পরিচিত হবে সে ইন্মানুয়েল#1:22-23 খ্রীষ্ট অর্থাৎ ‘অভিষিক্ত’; ইহুদীদের ভাষায় ‘মশীহ্’। নামে। - প্রভুর এই বাণী সফল করার জন্যই ঘটেছিল এই ঘটনা।
24ঘুম থেকে উঠে যোষেফ প্রভুর নির্দেশ মতই কাজ করলেন। মরিয়মকে তিনি পত্নীরূপে গ্রহণ করলেন, 25কিন্তু সন্তান ভূমিষ্ঠ না হওয়া পর্যন্ত তাঁর সঙ্গে মিলিত হলেন না। তিনি সেই শিশুর নাম রাখলেন যীশু।

Currently Selected:

মথি 1: BENGALCL-BSI

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in