YouVersion Logo
Search Icon

যোয়েল 2

2
পঙ্গপালের আক্রমণের মাধ্যমে প্রভু পরমেশ্বরের শেষ বিচারের দিনের সাবধান বাণী
1সিয়োনে তুরী বাজাও,
আমার পবিত্র শৈলে ঘোষণা কর সাবধান বাণী,
যিহুদীয়াবাসী হোক কম্পমান,
কারণ প্রভুর সেই নির্দিষ্ট দিন এগিয়ে আসছে, আর দেরী নেই।
2ঘোর তমসাবৃত, অন্ধকারাচ্ছন্ন সেই দিন ঘন মেঘ ও গাঢ় কুয়াশায় ঢাকা।
মহাশক্তিশালী অসংখ্য পঙ্গপালের ঝাঁক এগিয়ে আসছে,
নিবিড় মেঘের মত ঢেকে ফেলেছে গিরিশ্রেণী।
এমনটি কখনও দেখা যায়নি, আর যাবেও না কখনও।
3তারা যেন সর্বগ্রাসী অগ্নি, তৃণগুল্ম,
গাছপালা গ্রাস করে চলে,
এদন উদ্যানের মত সবুজ শ্যামল
দেশ করে দেয় ঊষর মরুভূমি।
4তাদের মুখ অশ্বের মত,
যুদ্ধের ঘোড়ার মত তারা দৌড়ায়#প্রকা 9:7-9
5পাহাড়ের উপর দিয়ে তারা উড়ে চলে,
তাদের ডানার আওয়াজ যেন রথচক্রের ধ্বনি।
তারা যত এগিয়ে আসে, তাদের ডানা
ওঠে বিকট আওয়াজ, মনে হয় যেন শুকনো খড়-পাতায় আগুন ধরেছে।
রণক্ষেত্রে বিশাল সেনাবাহিনীর মত সারিবদ্ধ হয়ে তারা এগিয়ে চলে।
6তাদের সম্মুখে সমস্ত জাতি ভীত সন্ত্রস্ত,
সবার মুখে নামে ভয়ের কালো ছায়া।
7যোদ্ধার মত তারা আক্রমণ করে রণনিপুণ
সেনানীর মত অবলীলায় তারা প্রাচীর পার হয়ে যায়,
নির্দিষ্ট পথ ধরে চলে তাদের শৃঙ্খলাবদ্ধ অভিযান।
তারা দিক পরিবর্তন করে না,
8লক্ষ্যপথে এগিয়ে চলে তারা
পরস্পরের গায়ে ছোঁয়া পর্যন্ত লাগে না।
অস্ত্র তাদের কোন ক্ষতি করতে পারে না,
কিছুই পারে না তাদের গতিরোধ করতে।
9তারা নগরের উপর ঝাঁপিয়ে পড়ে
প্রাচীরের উপর দিয়ে দৌড়ায়
চোরের মত জানালা দিয়ে ঘরে ঢোকে।
10তারা যত এগিয়ে চলে,
পৃথিবী কাঁপতে থাকে, শিউরে ওঠে আকাশ,
সূর্য-চন্দ্র আঁধারে ঢেকে যায়,
নক্ষত্রপুঞ্জ হয় দীপ্তিহীন।
11প্রভু পরমেশ্বর গুরুগম্ভীর গর্জনে
আদেশ দেন তাঁর সেনাবাহিনীকে,
সেনাবাহিনী তাঁর আদেশ পালন করে।
প্রভুর সেই নির্দিষ্ট দিন মহাভয়ঙ্কর,
এর হাত থেকে কারো রেহাই নেই।
12তবু, প্রভু পরমেশ্বর এখনও বলছেন,
তোমরা সর্বান্তঃকরণে অনুতাপ কর,
উপবাস, ক্রন্দন ও বিলাপ কর, ফিরে এস আমার কাছে।
13শুধু পরণের কাপড় নয়, হৃদয় চিরে দেখাও তোমার দুঃখরাশি,
ফিরে এস তোমাদের প্রভু, পরমেশ্বরের কাছে।
তিনি দয়াময় ও স্নেহশীল, সহজে তিনি ক্রুদ্ধ হন না,
অবিচল তাঁর প্রেম, শাস্তি নয়, ক্ষমাদানে তিনি চির আগ্রহী।
14তোমাদের প্রভু পরমেশ্বর মত পাল্টাতেও পারেন,
আশীর্বাদে অভিষিক্ত করে তোমাদের দিতে পারেন অঢেল শস্যসম্ভার।
তখন তোমরা তাঁকে নিবেদন করতে পারবে ভোগ ও পেয় নৈবেদ্য।
15সিয়োনে তুরী বাজাও দেশবাসীকে উপবাসের নির্দেশ দাও,
ধর্মসভা আহ্বান কর।
16যিহুদীয়ার প্রজাবৃন্দকে একত্র কর
প্রবীণ নেতাদের ডাক
ডাক আবাল–বৃদ্ধবণিতা—সবাইকে
বাসর ছেড়ে বেরিয়ে আসুক বর,
কন্যাও বেরিয়ে আসুক অন্তঃপুর থেকে।
17মন্দিরের বেদীর কাছে
প্রভুর যাজকেরা কেঁদে কেঁদে বলুক,
হে প্রভু পরমেশ্বর, তোমার প্রজাদের প্রতি দয়া কর
অন্য জাতির হাতে তোমার আপন জনদের অপমানিত হতে দিও না
তারা আমাদের উপহাস করে যেন বলতে না পারে
—কোথায় তোমাদের ঈশ্বর?
ঈশ্বর ভূমিকে আবার উর্বরতা দিলেন
18প্রভু পরমেশ্বর আবার যিহুদীয়া দেশের প্রতি প্রসন্ন হলেন,
প্রজাদের প্রতি মমতায় ভরে গেল তাঁর মন।
19তাদের আবেদনে সাড়া দিয়ে তিনি বললেনঃ
দেখ, আমি তোমাদের শস্য,
দ্রাক্ষারস ও তেল দেব তাতে তোমরা তৃপ্ত হবে,
আমি আর কখনও তোমাদের অন্যান্য জাতির কাছে
বিদ্রূপের পাত্র করব না।
20তোমাদের কাছে থেকে আমি দূর করে দেব উত্তর দিক থেকে আগত পঙ্গপালের ঝাঁক।
তাদের কিছু অংশকে তাড়াব মরুভূমিতে আর কিছু অংশকে তাড়াব মরুসাগরে,
বাকী অংশকে তাড়িয়ে নিয়ে ভূমধ্যসাগরে ফেলে দেব।
তাদের গলিত দেহ থেকে উঠবে দুর্গন্ধ, এ-ই তাদের কর্মফল!
21হে দেশবাসী ভয় করো না আনন্দ কর,
উল্লসিত হও প্রভু পরমেশ্বর তোমাদের জন্য
অসাধারণ কীর্তি সাধন করেছেন
22পশুপাল ভয় করো না,
প্রান্তরের চরাণী আবার হয়েছে তৃণশ্যামল
বৃক্ষরাজি হয়েছে ফলবান্‌
ডুমুর বৃক্ষ ও দ্রাক্ষালতা ফলসম্ভারে হয়েছ সমৃদ্ধ
23হে সিয়োনের অধিবাসী আনন্দ কর,
তোমাদের প্রভু পরমেশ্বর তোমাদের জন্য যা করেছেন,
তার জন্য উল্লসিত হও। তোমাদের রক্ষা করার জন্য
তিনি পর্যাপ্ত বর্ষা দিয়েছেন,
মরশুমের প্রথমে ও শেষে আগের মতই বৃষ্টি হয়েছে।
24এবার খামারগুলি শস্যে পরিপূর্ণ হবে
দ্রাক্ষারস ও তেলের পাত্রগুলি উপচে পড়বে।
25বিগত বছরগুলিতে পঙ্গপালের ঝাঁক
তোমাদের যত শস্যহানি করেছিল,
সব আমি ফিরিয়ে দেব,তোমাদের বিরুদ্ধে আমিই পাঠিয়েছিলাম
এই পঙ্গপালবাহিনী।
26তোমাদের জন্য প্রচুর খাদ্য থাকবে,
খাদ্যে পরিতৃপ্ত হবে তোমরা। যিনি তোমাদের জন্য পরমাশ্চর্য কীর্তি সাধন করেছেন,
সেই প্রভু পরমেশ্বরের নাম কীর্তন করবে তোমরা
আমার প্রজারা আর কখনও হতমান হবে না,
27তখন হে ইসরায়েলী,তোমরা জানবে যে
আমি তোমাদের মাঝে আছি এবং আমি প্রভু পরমেশ্বরই
তোমাদের ঈশ্বর আর কেউ নয়,
আমার প্রজারা আর কখনও হতমান হবে না।
প্রভুর দিন
28আগামী দিনে আমি প্রতিটি মানুষের উপর আমার আত্মা বর্ষণ করব,
তোমাদের পুত্রকন্যারা ভাবোক্তি করবে,
তোমাদের প্রবীণেরা স্বপ্ন দেখবে,
আর তরুণেরা লাভ করবে দিব্যদর্শন।#প্রেরিত 2:17-21
29সেদিন আমি দাসদাসীদের উপরেও
বর্ষণ করব আমার আত্মা।
30আমি আকাশ ও পৃথিবীতে সাবধানবাণী রূপে নানা অলৌকিক নিদর্শন দেখাব।
সেখানে দেখা যাবে ধোঁয়ার কুণ্ডলী,
আগুন আর রক্তপাত।
31প্রভুর নির্দিষ্ট মহাভয়ঙ্কর দিন
আবির্ভাবের আগে সূর্য অন্ধকার হয়ে যাবে,
চন্দ্র হয়ে যাবে রক্তিম।#মথি 24:29; মার্ক 13:24-25; লুক 21:25; প্রকা 6:12-13
32সেদিন পরমেশ্বরের নামে যে ডাকবে সে-ই রক্ষা পাবে।
প্রভু পরমেশ্বর বলেছেনঃ সিয়োন পর্বত শালেম হবে মুক্তি প্রাপ্তদের আশ্রয়স্থল
প্রভুর মনোনীত লোকেরাও বাস করবে তাদের মাঝে।#রোমীয় 10:13

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in