YouVersion Logo
Search Icon

হোশেয় ভূমিকা

ভূমিকা
খ্রীস্টপূর্ব 721 অব্দে শমরিয়ার পতনের পূর্বে নবী আমোসের পরবর্তীকালে দেশে সমস্যা ও অনাচারে জর্জরিত সময়ে নবী হোশেয় ইসরায়েল রাজ্যের উত্তরখণ্ডে প্রচারের কাজ করেছিলেন। তাঁর প্রচারের বিষয় ছিল বিশেষতঃ দেশের মানুষের ব্যভিচার ও ঈশ্বরের প্রতি বিশ্বাসহীনতা। হোশেয় এই বিশ্বাসহীনতাকে এক বিশ্বাসঘাতিনী নারীর সঙ্গে তাঁর বিবাহের ফলে তাঁর নিজের বিপর্যস্ত বৈবাহিক জীবনের যন্ত্রণার রূপকল্প দিয়ে দৃঢ়ভাবে ফুটিয়ে তুলেছেন। তাঁর স্ত্রী গোমের যেভাবে তাঁর দিক থেকে মুখ ফিরিয়ে অবিশ্বস্ত হয়েছিল, ঠিক সেইভাবে ঈশ্বরের প্রজারা তাঁকে পরিত্যাগ করেছিল। এই জন্য ইসরায়েলের উপর বিচারের দণ্ড নেমে এসেছিল। কিন্তু তা সত্ত্বেও প্রজাদের জন্য ঈশ্বরের অন্তহীন ভালবাসা বজায় থেকেছে এবং তিনি ইসরায়েল জাতিকে জয় করে আবার নিজের কাছে ফিরিয়ে এনেছেন এবং তাঁর সঙ্গে তাদের সম্বন্ধকে পুনরায় স্থাপন করেছেন। এই ভালবাসা এই আবেগমথিত কথার মধ্যে প্রকাশ পেয়েছে:
বিষয়বস্তুর রূপরেখা
হোশেয়র বিবাহ ও পরিবার 1:1—3:5
ইসরায়েলের বিরুদ্ধে বার্তা 4:1—13:16
অনুতাপ ও প্রতিশ্রুতির বার্তা 14:1-9

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in