হোশেয় 11
11
ইসরায়েলের প্রতি ঈশ্বরের বাৎসল্য
1প্রভু পরমেশ্বর বলেন,
ইসরায়েলকে তার অতি শৈশবকাল থেকেই আমি ভালবেসেছি।
মিশর থেকে আমার পুত্ররূপে আমি আহ্বান করে এনেছিলাম তাদের।#যাত্রা 4:22; মথি 2:15
2কিন্তু আমি যতই তাদের কাছে ডেকেছি ততই তারা দূরে সরে গেছে আমার কাছ থেকে। তারা বেলদেবের উদ্দেশে বলিদান,প্রতিমার কাছে ধূপ নিবেদন করেই চলেছে।
3আমি ইসরায়েলকে হাঁটতে শিখিয়েছিলাম, কোলে তুলে নিয়েছিলাম তাদের, কিন্তু তারা বুঝল না যে, আমিই লালন পালন করেছি তাদের।
4স্নেহের ডোরে, ভালবাসার বাঁধনে বেঁধে আমিই তাদের আমার কাছে টেনে এনেছি, তাদের কুড়িয়ে এনে ঠাঁই দিয়েছি আমার বুকে। আমিই অবনত হয়ে তাদের মুখে জুগিয়েছি অন্ন।
5তবু তারা আমার কাছে ফিরে আসতে চাইল না। তাই তাদের আবার মিশরে ফিরে যেতে হবে, এবং আসিরিয়া হবে তাদের অধিপতি। 6তাদের নগরসমূহের বিরুদ্ধে আন্দোলিত হবে তরবারি, ধ্বংস করবে তাদের তোরণের অর্গলগুলি, কারণ তারা স্বেচ্ছাচারী। 7আমার প্রজারা আমার কাছ থেকে দূরে সরে যেতে বদ্ধপরিকর, তারা জোয়ালে বদ্ধ হয়ে কাঁদবে কিন্তু কেউ তা সরিয়ে দিতে পারবে না।
8হে ইসরায়েল কি করে তোমায় আমি ত্যাগ করব?
কি করে আমি সরে যাব তোমার কাছ থেকে?
আমি কি আদমার#11:8 আদমা: দ্বি.বি. 29:23 পদ দ্রষ্টব্য। মত তোমাকে ধ্বংস করতে পারি?
কিম্বা সেবোয়িমের প্রতি যেমন করেছি তোমার প্রতি কি তেমনই আচরণ করতে পারি?
আমার অন্তর আলোড়িত,
করুণায় কোমলও বিগলিত।#দ্বি.বি. 29:23
9ক্রোধের বশবর্তী হয়ে আমি তোমাকে দণ্ড দেব না,
ধ্বংস করব না আর ইসরায়েলকে,
কারণ আমি ঈশ্বর, মানুষ নই। আমি সেই পরম সত্তা,
তোমাদেরই মাঝে বিরাজমান,
ক্রোধভরে হবে না আমার আগমন।
10যখন আমি তাদের শত্রুর বিরুদ্ধে তেজদৃপ্ত কণ্ঠে সিংহের মত হুঙ্কার দেব, তখন আমার প্রজাবৃন্দ আমার অনুসরণ করবে। তখন পশ্চিম থেকে কম্পিত পদে ছুটে আসবে আমার সন্তানেরা। 11মিশর থেকে পাখির মত, আসিরিয়া থেকে কপোতের মত উড়ে আসবে তারা, আমিই তাদের ফিরিয়ে আনব তাদের আপন দেশে। প্রভু পরমেশ্বর বলেন এ কথা।
ইসরায়েলের পূর্ব অভিজ্ঞতা
12ইসরায়েল#11:12 বা ইফ্রয়িম। ছলনায় ও প্রতারণায় আমাকে ঘিরে রেখেছে, যিহুদা এখনও ঈশ্বর সম্বন্ধে অস্থিরমতি, তার বিশ্বস্ত ও পবিত্র ঈশ্বরের বিরুদ্ধাচরণ করেছে সে।
Currently Selected:
হোশেয় 11: BENGALCL-BSI
Highlight
Share
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Bengali C.L. Bible, পবিএ বাইবেল C.L.
Copyright © 2016 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.