YouVersion Logo
Search Icon

হবক্‌কুক 3

3
হবক্‌কুকের স্তুতি(সুর–শিগিয়োনোৎ)
1প্রবক্তা নবী হবক্‌কুকের স্তুতি এইরূপ:
2হে প্রভু পরমেশ্বর, আমি শুনেছি তোমার কীর্তির কথা,
তাই আমি ভীত তটস্থ। আজকের দিনেও তোমার সেই মহান কীর্তির পুনরাবৃত্তি কর,
আবার প্রকাশ কর তোমার স্বরূপ।
কিন্তু হে প্রভু, তুমি ক্রুদ্ধ হলেও
তোমার কৃপাদৃষ্টি রেখো আমাদের প্রতি।
3ইদোম দেশ#3:3 ইদোম: পুরোনো অনুবাদে আছে ‘তেমান'। থেকে ঈশ্বর আবার আসছেন,
আবির্ভূত হচ্ছেন সেই পবিত্র শৈলমালার দেশ পারাণ থেকে।
আকাশমণ্ডল তাঁর মহিমায় উদ্ভাসিত,
বিশ্ববাসী উচ্ছ্বাসিত তাঁর প্রশস্তিতে।
4তীব্র বিদ্যুতের আলোক বিচ্ছুরণে তাঁর আগমন,
তাঁর করতল থেকে বিচ্ছুরিত হয় আলোকচ্ছটা,
সেখানেই নিহিত তাঁর মহাশক্তি।
5তাঁর পুরোভাগে চলে রোগ-মহামারী,
মৃত্যু চলে তাঁর পায়ে পায়ে।
6তাঁর চলা যখন থেমে যায়, ধরাতল কেঁপে ওঠে থরথর করে।
তাঁর রক্তচক্ষু দেখে ত্রস্ত হয় মানবজাতি।
চির অটল শৈলরাজি হয় বিদীর্ণ,
তাঁর পদভারে মাটিতে বসে যায় অনড় পর্বতমালা।
এ পথেই পড়েছিল তাঁর পদচিহ্ন সুদূর অতীতে।
7আমি দেখেছি শিবিরবাসী যাযাবর কুশন#3:7 ‘কুশন’ ও,
দুর্দশাগ্রস্ত মিদিয়ন#3:7 ‘মিদিয়ন’ সম্ভবতঃ একই দেশ। দেশের মানুষও ভীত ও কম্পিত।
8হে প্রভু পরমেশ্বর, কার প্রতি তুমি এত ক্রুদ্ধ?
সে কি নদীকুল? কার উপর তোমার এত রোষ?
সে কি সমুদ্র? মেঘবাহনে তুমি এসেছিলে,
এসেছিলে ঝঞ্ঝার বায়ুরথে,
প্রজাদের জন্য তুমি করেছিলে বিজয়-অভিযান।
9-11তুমি উদ্যত করলে তোমার ধনুক,
শর-সংযোগ করলে সেই ধনুকে।
তীব্রবেগে ধাবমান শররাজির ঝলকে,
তোমার বর্শার দীপ্ত তেজেসূর্য চন্দ্র নিজ নিজ কক্ষপথে হল নিশ্চল।
তোমার দর্শনে পর্বতরাজি হল কম্পমান,
পৃথিবীর পক্ষ বিদীর্ণ করে ধাবিত হল তোমার সৃষ্ট নদ-নদী।
প্রবাহিত হল প্রচণ্ড জলোচ্ছ্বাস, সগর্জনে জলধি হল উত্তাল।
12তুমি দৃপ্তরোষে ধরাপৃষ্ঠে করলে অভিযান,
ক্রোধভরে দলন করলে সর্বজাতিকে।
13তোমার প্রজাবৃন্দের উদ্ধারকল্পে,
অভিষিক্তজনের পরিত্রাণের জন্যই তোমার এই অভিযান।
তুমি দুষ্টের দলপতিকে নিধন করেছ,
সমূলে উৎখাত করেছ তার অনুচরদের।
14নিরীহ অসহায়ের উপর নির্দয় পীড়নের নিষ্ঠুর
উল্লাসে মেতে উঠে তারা যখন আমাদের উপর ঝড়ের মত ঝাঁপিয়ে পড়ে প্রায় ছিন্নভিন্ন করে ফেলেছিল,
ঠিক সেই মুহূর্তে তোমার সুতীক্ষ্ণ শরজাল বিদ্ধ করেছিল তার সৈন্যাধ্যক্ষকে।
15অভিযানকালে তোমার বাহনের পদ
তাড়নায় মহাসিন্ধু হল ফেনায়িত।
16সেই শব্দে আমি শিহরিত হলাম,
কম্পিত হল আমার ওষ্ঠাধর, অবশ হল আমার সমস্ত দেহ,
পা দুখানিও শিথিল হয়ে গেল। তবু আমি থাকব সেদিনের প্রতীক্ষায়,
যেদিন আমার আক্রমণকারীদের উপর নেমে আসবে ঈশ্বরের ক্রোধ ও অভিশাপের দণ্ড।
17ডুমুর গাছে যদি ফল না ধরে দ্রাক্ষালতা যদি হয় নিষ্ফলা,
ফলবতী না হয় যদি জলপাই তরু, যদি ক্ষেতেও ফসল না ফলে,
উজাড় হয়ে যায় মেষপাল,
গোয়ালে না থাকে ধেনু,
18তবু প্রভু পরমেশ্বরই থাকবে আমার পরম আনন্দ,
কারণ তিনিই আমার পরিত্রাণ, আমার মুক্তিদাতা।
19প্রভু পরমেশ্বরই শক্তিদাতা আমার,
তিনি চকিত-চরণ হরিণীর মত ক্ষিপ্র করবেন আমার পদযুগল,
সুউচ্চ শৈলমালার আশ্রয়ে আমায় রাখবেন নিরাপদে।#২ শমু 22:34; গীত 18:33

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Video for হবক্‌কুক 3