হবক্কুক 1
1
দিব্যদর্শনে নবী হবক্কুকের ঐশী বাণী লাভ
1দিব্যদর্শনে প্রবক্তা নবী হবক্কুকের কাছে প্রভু পরমেশ্বরের এই বাণী প্রকাশিত হয়:
হবক্কুকের অভিযোগ
2হে প্রভু পরমেশ্বর, আর কতকাল আমি আর্তনাদ করব, আর কতকাল তুমি থাকবে বধির হয়ে? নির্যাতনে জর্জরিত আমি আর কতকাল তোমায় ডাকব, কতকাল তুমি নিষ্ক্রিয় হয়ে থাকবে প্রভু, আমায় করবে না উদ্ধার? 3তুমি কেন আমার চোখের উপর অন্যায় ঘটতে দিচ্ছ? কেন আমায় দেখতে হচ্ছে এত অবিচার? আমার চারিদিকে চলেছে কত অত্যাচার ও ধ্বংসের লীলা, বেড়ে চলেছে বিরোধ ও কলহ। 4দেশের আইন-কানুন মানে না কেউ, ন্যায়বিচার বলতেও কিছু নেই। আজ দুর্জনেরই জয় সর্বত্র, পরাজিত ন্যায়নিষ্ঠেরা, ন্যায়বিচারের নামে চলেছে শুধুই প্রহসন।
পরমেশ্বরের উত্তর
5প্রভু পরমেশ্বর তাঁর প্রজাদের বললেনঃ তোমাদের চারিদিকে যে সব জাতি আছে, লক্ষ্য রাখ তাদের দিকে। আমি এমন এক কাজ করতে চলেছি, যা জানলে তোমরা বিস্ময়ে হতবুদ্ধি হয়ে যাবে, বিশ্বাস করতে চাইবে না।#প্রেরিত 13:41 6দেখ, আমি কলদীয়দের#1:6 কলদীয় অর্থাৎ ব্যাবিলনবাসী উত্থান ঘটাচ্ছি, তারা নিষ্ঠুর, হঠকারী এক জাতি। অন্যের দেশ দখল করার জন্য তারা অভিযান চালায় পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে।#২ রাজা 24:2 7তারা হিংস্র ও ভয়ঙ্কর, ক্ষমতার দর্পে আপন খেয়ালখুশীতে চলে তাদের বিচার ও শাসন।
8চিতাবাঘের চেয়েও দ্রুতগামী তাদের অশ্বগুলি, ক্ষুধার্ত নেকড়ের চেয়েও দুরন্ত। তাদের অশ্বারোহীবাহিনী এগিয়ে আসছে সদর্পে। ঈগলপাখি যেমন শিকারের উপর ঝাঁপিয়ে পড়ে, তারাও তেমনই ছুটে আসে বহুদূর থেকে।
9বলপূর্বক দখল করার জন্যই তাদের এই অভিযান, তাদের দেখে সকলেই ভীত ও সন্ত্রস্ত। বালুকারাশির মত অগণিত মানুষ বন্দী তাদের হাতে। 10নৃপতিদের বিদ্রূপ করে তারা, শাসকেরা তাদের উপহাসের পাত্র। তাদের রোধ করতে পারে না কোনও দুর্গ, প্রাকারের গায়ে মাটির স্তূপ গড়ে নিয়ে তারা দূর্গ অধিকার করে, 11তারপর, এগিয়ে যায় ঝড়ের বেগে। দুরাচার তারা, নিজেদের বলবিক্রমই তাদের ঈশ্বর।
হবক্কুকের দ্বিতীয় অভিযোগ
12হে প্রভু, আমার আরাধ্য ঈশ্বর, পবিত্রতম, নিত্য শাশ্বত তুমি। হে প্রভু পরমেশ্বর, আমাদের রক্ষক, আমাদের দণ্ডদানের জন্যই তুমি এদের মনোনীত করেছ, দিয়েছ প্রচুর ক্ষমতা। 13তুমি মহাপবিত্র, সহ্য কর না কোনও অন্যায়, তবে কেমন করে তুমি সহ্য করছ এই মন্দ লোকদের? এদের তুলনায় যারা ভাল, তাদের এরা গ্রাস করছে! কি করে নীরব রয়েছ তুমি?
14কেন তুমি তোমার প্রজাদের সমুদ্রের মাছের মত, অসহায় কীট-পতঙ্গের মত রক্ষকহীন করেছ? 15কলদীয়েরা সকলকে বড়শিতে গেঁথে তুলেছে, জাল ফেলে ধরেছে, আবদ্ধ করেছে বেড়াজালে, তারপর ফেটে পড়ছে আনন্দে ও উল্লাসে। 16তাই তারা তাদের জালের উদ্দেশে বলিদান করে, পূজা করে ধূপদীপ জ্বেলে। কারণ এগুলি তাদের সমৃদ্ধি এনে দেয়, করে দেয় সুস্বাদু খাদ্যের সংস্থান।
17এভাবেই কি চলবে তাদের জালের মাছে পেট ভরানো? এইভাবেই কি তারা সর্বজাতিকে হনন করতে থাকবে নির্দয়ভাবে চিরকাল?
Currently Selected:
হবক্কুক 1: BENGALCL-BSI
Highlight
Share
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Bengali C.L. Bible, পবিএ বাইবেল C.L.
Copyright © 2016 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.
হবক্কুক 1
1
দিব্যদর্শনে নবী হবক্কুকের ঐশী বাণী লাভ
1দিব্যদর্শনে প্রবক্তা নবী হবক্কুকের কাছে প্রভু পরমেশ্বরের এই বাণী প্রকাশিত হয়:
হবক্কুকের অভিযোগ
2হে প্রভু পরমেশ্বর, আর কতকাল আমি আর্তনাদ করব, আর কতকাল তুমি থাকবে বধির হয়ে? নির্যাতনে জর্জরিত আমি আর কতকাল তোমায় ডাকব, কতকাল তুমি নিষ্ক্রিয় হয়ে থাকবে প্রভু, আমায় করবে না উদ্ধার? 3তুমি কেন আমার চোখের উপর অন্যায় ঘটতে দিচ্ছ? কেন আমায় দেখতে হচ্ছে এত অবিচার? আমার চারিদিকে চলেছে কত অত্যাচার ও ধ্বংসের লীলা, বেড়ে চলেছে বিরোধ ও কলহ। 4দেশের আইন-কানুন মানে না কেউ, ন্যায়বিচার বলতেও কিছু নেই। আজ দুর্জনেরই জয় সর্বত্র, পরাজিত ন্যায়নিষ্ঠেরা, ন্যায়বিচারের নামে চলেছে শুধুই প্রহসন।
পরমেশ্বরের উত্তর
5প্রভু পরমেশ্বর তাঁর প্রজাদের বললেনঃ তোমাদের চারিদিকে যে সব জাতি আছে, লক্ষ্য রাখ তাদের দিকে। আমি এমন এক কাজ করতে চলেছি, যা জানলে তোমরা বিস্ময়ে হতবুদ্ধি হয়ে যাবে, বিশ্বাস করতে চাইবে না।#প্রেরিত 13:41 6দেখ, আমি কলদীয়দের#1:6 কলদীয় অর্থাৎ ব্যাবিলনবাসী উত্থান ঘটাচ্ছি, তারা নিষ্ঠুর, হঠকারী এক জাতি। অন্যের দেশ দখল করার জন্য তারা অভিযান চালায় পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে।#২ রাজা 24:2 7তারা হিংস্র ও ভয়ঙ্কর, ক্ষমতার দর্পে আপন খেয়ালখুশীতে চলে তাদের বিচার ও শাসন।
8চিতাবাঘের চেয়েও দ্রুতগামী তাদের অশ্বগুলি, ক্ষুধার্ত নেকড়ের চেয়েও দুরন্ত। তাদের অশ্বারোহীবাহিনী এগিয়ে আসছে সদর্পে। ঈগলপাখি যেমন শিকারের উপর ঝাঁপিয়ে পড়ে, তারাও তেমনই ছুটে আসে বহুদূর থেকে।
9বলপূর্বক দখল করার জন্যই তাদের এই অভিযান, তাদের দেখে সকলেই ভীত ও সন্ত্রস্ত। বালুকারাশির মত অগণিত মানুষ বন্দী তাদের হাতে। 10নৃপতিদের বিদ্রূপ করে তারা, শাসকেরা তাদের উপহাসের পাত্র। তাদের রোধ করতে পারে না কোনও দুর্গ, প্রাকারের গায়ে মাটির স্তূপ গড়ে নিয়ে তারা দূর্গ অধিকার করে, 11তারপর, এগিয়ে যায় ঝড়ের বেগে। দুরাচার তারা, নিজেদের বলবিক্রমই তাদের ঈশ্বর।
হবক্কুকের দ্বিতীয় অভিযোগ
12হে প্রভু, আমার আরাধ্য ঈশ্বর, পবিত্রতম, নিত্য শাশ্বত তুমি। হে প্রভু পরমেশ্বর, আমাদের রক্ষক, আমাদের দণ্ডদানের জন্যই তুমি এদের মনোনীত করেছ, দিয়েছ প্রচুর ক্ষমতা। 13তুমি মহাপবিত্র, সহ্য কর না কোনও অন্যায়, তবে কেমন করে তুমি সহ্য করছ এই মন্দ লোকদের? এদের তুলনায় যারা ভাল, তাদের এরা গ্রাস করছে! কি করে নীরব রয়েছ তুমি?
14কেন তুমি তোমার প্রজাদের সমুদ্রের মাছের মত, অসহায় কীট-পতঙ্গের মত রক্ষকহীন করেছ? 15কলদীয়েরা সকলকে বড়শিতে গেঁথে তুলেছে, জাল ফেলে ধরেছে, আবদ্ধ করেছে বেড়াজালে, তারপর ফেটে পড়ছে আনন্দে ও উল্লাসে। 16তাই তারা তাদের জালের উদ্দেশে বলিদান করে, পূজা করে ধূপদীপ জ্বেলে। কারণ এগুলি তাদের সমৃদ্ধি এনে দেয়, করে দেয় সুস্বাদু খাদ্যের সংস্থান।
17এভাবেই কি চলবে তাদের জালের মাছে পেট ভরানো? এইভাবেই কি তারা সর্বজাতিকে হনন করতে থাকবে নির্দয়ভাবে চিরকাল?
Currently Selected:
:
Highlight
Share
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Bengali C.L. Bible, পবিএ বাইবেল C.L.
Copyright © 2016 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.