YouVersion Logo
Search Icon

গালাতীয় 4

4
1আমার বক্তব্য এই, উত্তরাধিকারী যতদিন নাবালক থাকে, সমস্ত সম্পত্তির মালিক হলেও ক্রীতদাসের সঙ্গে তার কোন পার্থক্য থাকে না। 2পিতার দ্বারা নির্দিষ্ট কাল পর্যন্ত সে অভিভাবক ও অছির অধীন। 3আমাদের ক্ষেত্রেও সে কথা প্রযোজ্য। আমরা যখন নাবালক ছিলাম, বিশ্বের আদিম শক্তিগুলির ক্রীতদাস ছিলাম আমরাও।#গালা 3:23; 4:9; 5:1; কল 2:20 4কিন্তু ঈশ্বর আপন পুত্রকে পাঠালেন, যিনি জন্ম নিলেন এবং জীবন যাপন করলেন বিধানের অধীন#মার্ক 1:15; ইফি 1:10 5যেন তিনি সেই বিধানের অধীন লোকদের উদ্ধার করতে পারেন এবং আমরা ঈশ্বরের সন্তান হতে পারি।#গালা 3:13-26
6তোমরা তাঁর সন্তান বলে ঈশ্বর আপন পুত্রের আত্মাকে আমাদের অন্তরে প্রেরণ করেছেন, তাঁরই জন্য আমরা ঈশ্বরকে ‘আব্বা, পিতা’ বলে ডাকি।#রোমীয় 8:15 7তাই তুমি আর ক্রীতদাস নও, তুমি তাঁর সন্তান, সেইজন্যই ঈশ্বর তোমাকে উত্তরাধিকারী মনোনীত করেছেন।#গালা 3:29; রোমীয় 8:16-17
পৌলের দুশ্চিন্তা
8একদা তোমরা, ঈশ্বরকে জানতে না বলে যারা প্রকৃতপক্ষে দেবতা নয়, তাদের সেবা করতে। 9এখন তোমরা ঈশ্বরকে জেনেছ বরং বলা যায় ঈশ্বর তোমাদের গ্রহণ করেছেন। তাহলে কেমন করে সেই দুর্বল, নগণ্য আদিম শক্তিগুলির দিকে আকৃষ্ট হচ্ছ এবং আবার তাদের সেবা করতে চাইছ?#১ করি 8:3; গালা 4:3 10তোমরা দিনক্ষণ, তিথি-নক্ষত্র মেনে চলেছ!#রোমীয় 14:5; কল 2:16 11আমার ভয় হচ্ছে, হয়তো তোমদের জন্য আমি বৃথাই পরিশ্রম করেছি।#গালা 2:2; ফিলি 2:16; ১ থিষ 3:5; ২ যোহন 1:8
12বন্ধুগণ, তোমাদের কাছে আমার অনুরোধ, তোমরা আমার মত হও কারণ আমি যে তোমাদেরই একজন হয়েছি। আমার কোন ক্ষতি তোমরা করনি। 13তোমরা জান, আমি প্রথমবার অসুস্থ হয়ে পড়ায় তোমাদের কাছে এসেছিলাম, তখন সুসমাচার প্রচারের সুযোগ পেয়েছিলাম।#প্রেরিত 16:6; ১ করি 2:3 14সেই শারীরিক অবস্থায় তোমরা আমাকে অবজ্ঞা কিম্বা ঘৃণা করনি, বরং আমাকে গ্রহণ করেছিলে ঈশ্বরের দূতের মত স্বয়ং যীশু খ্রীষ্টের মত।#২ করি 5:20 15তোমাদের সেদিনের সেই আনন্দ আজ কোথায় গেল? তোমাদের সম্বন্ধে আমি বলতে পারি, সম্ভব হলে তখন তোমরা নিজেদের চোখ উপড়ে নিয়ে আমাকে দান করতে। 16তাহলে তোমাদের কাছে সত্য কথা বলাতেই কি আজ আমি তোমাদের শত্রু হলাম?#আমোস 5:10
17তারা তোমাদের মন জয় করতে চায় কিন্তু তাদের উদ্দেশ্য সৎ নয়। তারা আসলে আমার কাছ থেকে তোমাদের বিচ্ছিন্ন করে রাখতে চায় যাতে তোমরা তাদের অনুগত হয়ে ওঠ।#গালা 1:7-19; ১ করি 4:15 18তোমাদের জন্য কারো সহানুভূতি যদি সবসময় সদুদ্দেশ্যে হয় তবে তা ভাল, কিন্তু তা যেন শুধু আমি যখন উপস্থিত থাকি, তখনকার জন্য না হয়। 19আমার বৎসগণ, খ্রীষ্ট যতদিন না তোমাদের মধ্যে মূর্ত হয়ে ওঠেন, ততদিন আমি তোমাদের নিয়ে প্রসববেদনাতুরা জননীর মতই কষ্ট পাচ্ছি। 20ইচ্ছে হয়, এই মুহূর্তে তোমাদের কাছে গিয়ে ভিন্ন সুরে কথা বলি, কারণ তোমাদের নিয়ে আমি কি করব কিছুই ভেবে পাচ্ছি না।
হাগার ও সারার রূপক
21বল তো, তোমরা যারা বিধান মেনে চলতে চাও, তোমরা কি বিধানের কথা শোননি? 22লেখা আছে, অব্রাহামের দুই পুত্র ছিল। একজনের মা ক্রীতদাসী, অন্য জনের মা স্বাধীন।#আদি 16:5-15; 21:2 23যে দাসীর পুত্র, সে জৈব কামনাজাত, আর যে স্বাধীন নারীর পুত্র তার জন্ম হয়েছে প্রতিশ্রুতি অনুসারে।#গালা 3:29; রোমীয় 9:7-9; আদি 17:16 24এর একটা রূপক অর্থ আছেঃ এই নারীরা হল দুটি চু্ক্তির প্রতীক। একটি সিনাই পর্বতে হাগারের সঙ্গে সম্পাদিত। দাসত্বে আবদ্ধ করাই ছিল সেই চুক্তির উদ্দেশ্য।#রোমীয় 8:15 25সেই হাগার হল আরব দেশের সিনাই পর্বাত, বর্তমান জেরুশালেমের প্রতীক। 26কিন্তু স্বর্গীয় জেরুশালেম স্বাধীন, সে-ই আমাদের জননী।#হিব্রু 12:22 27শাস্ত্রে আছেঃ
আনন্দ কর, হে সন্তানহীনা বন্ধ্যা নারী,
উল্লাসে করর জয়ধ্বনি, যদিও তুমি সন্তান করনি ধারণ!
কারণ স্বামী সোহাগিনীর চেয়ে পরিত্যক্তা হবে
সেই স্ত্রী যে অধিক সন্তানের জননী।#যিশা 54:1
28বন্ধুগণ, তোমরা ইসহাকের মতই প্রতিশ্রুতির সন্তান। 29সেদিন যেমন জৈবিক নিয়মে জাত সন্তান আধ্যাত্মিক সন্তানকে নিগ্রহ করত, আজও তাই করে। 30কিন্তু শাস্ত্র কী বলে? ‘দূর করে দাও ক্রীতদাসী আর তারা পুত্রকে। কারণ দাসীর পুত্র পাবে না স্বাধীনার পুত্রের সঙ্গে উত্তরাধিকার।’#আদি 21:10-12; যোহন 8:35 31কাজেই বন্ধুগণ, আমরা স্বাধীনারই সন্তান, ক্রীতদাসীর নয়।

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

YouVersion uses cookies to personalize your experience. By using our website, you accept our use of cookies as described in our Privacy Policy