YouVersion Logo
Search Icon

যাত্রাপুস্তক 37

37
চুক্তি সিন্দুক নির্মাণ
(যাত্রা 25:12-22)
1বৎসলেল শিটিম কাঠের একটি সিন্দুক তৈরী করলেন। এটি ছিল আড়াই হাত লম্বা, দেড় হাত চওড়া এবং দেড় হাত উঁচু। 2এর ভিতরে ও বাইরে খাঁটি সোনা দিয়ে মুড়ে দেওয়া হল এবং চারিধারে সোনার বেড় গড়ে দেওয়া হল। 3তিনি এর চারটি পায়ার জন্য চারটি সোনার আঙটা ঢালাই করে তৈরী করলেন এবং দুটি করে আঙটা এর দুইপাশে লাগিয়ে দিলেন। 4সিন্দুকটি বয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি শিটিম কাঠের দুটি দণ্ড তৈরী করে সোনা দিয়ে মুড়লেন। 5সিন্দুকটি বয়ে নিয়ে যাওয়ার জন্য ঐ দণ্ড দুটি সিন্দুকের দুই পাশের আঙটার মধ্যে ঢুকিয়ে দেওয়া হল।
6তিনি খাঁটি সোনা দিয়ে সিন্দুকের জন্য আড়াই হাত লম্বা ও দেড় হাত চওড়া একটি ঢাকনা তৈরী করলেন। 7-8পেটাই করা সোনা দিয়ে ঢাকনাটি দুই প্রান্তে দুটি করূব মূর্তি সমেত তৈরী করা হল। 9করূব মূর্তি দুটি উপরের দিকে পাখা বিস্তার করে ঢাকনাটি আড়াল করে রেখেছিল। মূর্তি দুটি মুখোমুখিভাবে স্থাপিত ছিল এবং তাদের দৃষ্টি ঢাকনার উপরে নিবন্ধ ছিল।
ঈশ্বরের কাছে নৈবেদ্যের রুটি রাখার বেদী
(যাত্রা 25:23-30)
10এর পরে বৎসলেল শিটিম কাঠের একটি বেদী তৈরী করলেন। এটি ছিল দুই হাত লম্বা, এক হাত চওড়া ও দেড় হাত উঁচু। 11তিনি নিখাদ সোনা দিয়ে বেদীটি মুড়ে দিলেন এবং তার চারি ধারে সোনার বেড় তৈরী করে দিলেন। 12টেবিলের চারিদিকে তিনি চার আঙ্গুল চওড়া কাঠের বেড় তৈরী করে দিলেন এবং সোনার পাত দিয়ে বেড়ের চারিধার মুড়ে দিলেন। 13তারপর সোনার চারটি আঙটা ঢালাই করে টেবিলের চার কোণে চারটি পায়ার সঙ্গে লাগিয়ে দিলেন। 14আঙটাগুলি বেড়ের কাছাকাছি লাগানো হল। বেদীটি বয়ে নিয়ে যাওয়ার দণ্ড দুটি ঢোকানোর জন্য এই আঙটাগুলি লাগানো হল। 15বেদীটি বয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি শিটিম কাঠের দুটি দণ্ড তৈরী করে সোনা দিয়ে মুড়ে দিলেন।
16এর পরে বেদীর উপরে যে পাত্রগুলি রাখা হবে সেগুলি তৈরী করলেন। খাঁটি সোনা দিয়ে তিনি থালা, বাটি, কলসী ও পানীয় নৈবেদ্য ঢালবার জন্য গামলা ইত্যাদি তৈরী করলেন।
দীপাধার
(যাত্রা 25:31-40)
17তার পর তিনি পেটাই করা খাঁটি সোনা দিয়ে দীপাধার তৈরী করলেন। এর কাণ্ড, শাখা, কুঁড়ি ও ফুল এক সঙ্গে অখণ্ড ভাবে নির্মিত হল। 18দীপাধারের কাণ্ড থেকে দুই পাশে তিনটি করে মোট ছয়টি শাখা নির্গত ছিল। 19কাণ্ড থেকে নির্গত ছয়টি শাখার প্রত্যেকটিতে কুঁড়ি ও ফুল সমেত বাদাম ফুলের মত তিনটি পাত্র ছিল। 20দীপাধারের কাণ্ডে কুঁড়ি ও ফুল সমেত বাদাম ফুলের মত চারটি ফুল ছিল। 21দীপাধার থেকে নির্গত ছয়টি শাখার প্র্যতেক জোড়া শাখার নীচে একটি করে কুঁড়ি ছিল। 22শাখা ও কুঁড়িগুলি কাণ্ডের সঙ্গে অখণ্ডভাবে যুক্ত ছিল এবং সব কিছুই পেটাই করা খাঁটি সোনা দিয়ে তৈরী করা হয়েছিল। 23তিনি দীপাধারের জন্য খাঁটি সোনা দিয়ে সাতটি প্রদীপ, চিমটা ও অঙ্গারপাত্র তৈরী করলেন। 24এক তালন্ত পরিমাণ খাঁটি সোনা দিয়ে তিনি দীপাধার ও তার সরঞ্জামগুলি তৈরী করলেন।
ধূপবেদী নির্মাণ
(যাত্রা 30:1-5)
25এর পরে তিনি শিটিম কাঠের ধূপবেদী নির্মাণ করলেন। এই বেদীটি ছিল চৌকো, এক হাত লম্বা, এক হাত চওড়া এবং দুই হাত উঁচু। এর শৃঙ্গগুলি অখণ্ডভাবে একই সঙ্গে নির্মিত হয়েছিল। 26বেদীর উপরিভাগ, চারিধার ও শৃঙ্গগুলি তিনি খাঁটি সোনা দিয়ে মুড়ে দিলেন এবং চারপাশে সোনার বেড় তৈরী করে দিলেন। 27বেদীটি বয়ে নিয়ে যাওয়ার দণ্ড ঢোকানোর জন্য তিনি বেড়ের নীচে দুই পাশে দুই কোণে দুটি করে সোনার আঙটা লাগিয়ে দিলেন 28এবং এটি বয়ে নিয়ে যাওয়ার জন্য শিটিম কাঠের দুটি দণ্ড তৈরী করে সোনা দিয়ে মুড়ে দিলেন।
অভিষেকের তেল ও ধূপ
(যাত্রা 30:22-38)
29তারপর তিনি গন্ধদ্রব্য প্রস্তুতকারকদের পদ্ধতি অনুযায়ী অভিষেকের পবিত্র তেল ও সুগন্ধি ধূপ প্রস্তুত করলেন।

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in