YouVersion Logo
Search Icon

যাত্রাপুস্তক 35

35
বিশ্রাম দিবস সংক্রান্ত বিধি
1মোশি ইসরায়েলী সমাজের সকলকে ডেকে একত্র করে তাদের বললেন, প্রভু পরমেশ্বর তোমাদের এই নির্দেশ পালন করতে বলেছেনঃ 2সপ্তাহে ছয়দিন তোমরা কাজ করবে কিন্তু সপ্তমদিন হবে পবিত্র বিশ্রাম দিবস। প্রভু পরমেশ্বরের সম্মানে সেই দিন বিশ্রাম দিবসরূপে গণ্য হবে। এই দিনে যে কাজ করবে তার প্রাণদণ্ড হবে।#যাত্রা 20:8-11; 23:12; 31:15; 34:21; লেবীয় 23:3; দ্বি.বি. 5:12-14 3বিশ্রাম দিবসে তোমাদের বাড়িতে আগুণ পর্যন্ত জ্বালাবে না।
পবিত্র সম্মিলন শিবিরের উপহার সামগ্রী
(যাত্রা 25:1-9)
4মোশি সমগ্র ইসরায়েলী সমাজকে বললেন, প্রভু পরমেশ্বর এই নির্দেশ দিয়েছেন 5তোমরা প্রত্যেকে প্রভুর উদ্দেশে অর্ঘ্য নিবেদন করবে। প্রভু পরমেশ্বরের উদ্দেশে যারা স্বেচ্ছায় অর্ঘ্য নিবেদন করবে তারা অর্ঘ্যস্বরূপ সোনা, রূপো, পিতল 6নীল, বেগুনী ও লাল সুতো, সূক্ষ্ম রেশমী বস্ত্র, ছাগলের লোম, 7ভেড়ার পাকানো চামড়া, উৎকৃষ্ট চামড়া, শিটিম কাঠ, 8প্রদীপের তেল, অভিষেকের তেল ও সুগন্ধি ধূপের মশলা, প্রধান পুরোহিতের 9এফোদ ও বক্ষাবরণ খচিত করার জন্য গোমেদ এবং অন্যান্য মণি দান করবে।
সম্মিলন শিবিরের জন্য উপকরণ
(যাত্রা 39:32-43)
10তোমাদের মধ্যে যারা কারিগর তারা সকলে মিলে প্রভু পরমেশ্বরের নির্দেশ অনুযায়ী সব কিছু তৈরী করবে। 11সম্মিলন শিবির ও তার আচ্ছাদন, আঙটা, তক্তা, খিল, খুঁটি ও সেগুলির খাপ, 12কাষ্ঠাধার ও সেটি বয়ে নিয়ে যাওয়ার দণ্ড, আচ্ছাদন, পর্দা, 13টেবিল, সেটি বয়ে নিয়ে যাওয়ার দণ্ড এবং অন্যান্য সরঞ্জাম, প্রভু পরমেশ্বরের সাক্ষাতে নিবেদনের রুটি, 14আলোর জন্য দীপাধার, প্রদীপ ও প্রদীপের তেল, 15সুগন্ধি ধূপদাহের বেদী ও তা বয়ে নিয়ে যাওয়ার দণ্ড, অভিষেকের তেল, সুগন্ধি ধূপ, সম্মিলন শিবিরের প্রবেশপথের পর্দা। 16পিতলে মোড়া হোমবেদী, সেটি বয়ে নিয়ে যাওয়ার দণ্ড এবং অন্যান্য আসবাবপত্র, প্রক্ষালন পাত্র ও তার পায়া। 17প্রাঙ্গণের চারিধারের পর্দা, সেগুলি টাঙ্গানোর খুঁটি ও খাপ, প্রবেশপথের পর্দা, 18সম্মিলন শিবির ও প্রাঙ্গনের খোঁটা ও দড়িদড়া, 19পবিত্র স্থানে যজনের জন্য প্রয়োজনীয় পুরোহিতদের শিল্পশোভিত পরিচ্ছদ, অর্থাৎ যজনকালে পুরোহিত হারোণ ও তাঁর পুত্রদের পরিধেয় পবিত্র পোষাক।
ইসরায়েলীদের নিবেদিত অর্ঘ্য
20সমগ্র ইসরায়েলী জনতা তখন মোশির কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। 21তাদের প্রত্যেকেই স্বেচ্ছাপ্রণোদিত হয়ে সম্মিলন শিবির ও সেখানকার ক্রিয়াকর্মের জন্য প্রয়োজনীয় সব আসবাবপত্র ও পবিত্র পোষাক তৈরীর জন্য প্রভু পরমেশ্বরের উদ্দেশে উপহারসামগ্রী দান করল। 22নারীপুরুষ নির্বিশেষে সকলেই এসে স্বেচ্ছায় প্রভুর উদ্দেশে তাদের হাতের বালা, কানের দুল আংটি, হার ইত্যাদি সোনার অলঙ্কার উৎসর্গ করল। 23যাদের কাছে নীল, বেগুনী ও লাল রঙের ও সাদা মিহি সুতো, ছাগলের লোম,ভেড়ার পাকানো চামড়া ও দামী চামড়া ছিল, তারা সকলেই সেই সব জিনিস নিয়ে এল। 24প্রভু পরমেশ্বরের উদ্দেশে যারা রূপো ও পিতলের জিনিসপত্র পৃথক করে রেখেছিল, তারা সেগুলি এনে উপহার দিল। যাদের কাছে কাজের উপযোগী শিটিম কাঠ ছিল তারা তা নিয়ে এল। 25সুতো পাকানোর কাজে দক্ষ মেয়েরা নীল, বেগুনী, লাল ও সাদা মিহি সুতো তৈরী করে নিয়ে এল। 26পশম বোনার কাজে দক্ষ মেয়েরা ছাগলের লোমের সুতো তৈরী করল। 27নেতৃস্থানীয় ব্যক্তিরা এফোদ ও বক্ষাবরণ খচিত করার জন্য গোমেদ ও অন্যান্য মণি, 28প্রদীপের ও অভিষেকের তেল ও তার মশলা এবং সুগন্ধি দ্রব্য উপহার দিলেন। 29প্রভু পরমেশ্বর মোশিকে যে সব কাজ করার নির্দেশ দিয়েছিলেন, তা সম্পন্ন করার জন্য প্রত্যেকটি ইসরায়েলী নারী ও পুরুষ স্বেচ্ছায় তাদের উপহারসামগ্রী প্রভু পরমেশ্বরের উদ্দেশে দান করল।
সম্মিলন শিবির নির্মাণের কারিগরবৃন্দ
(যাত্রা 31:1-11)
30মোশি ইসরায়েলীদের বললেন, যিহুদা বংশের হুরের পৌত্র এবং উরির পুত্র বৎসলেলকে প্রভু পরমেশ্বর এই কাজের জন্য মনোনীত করেছেন। 31তিনি তাকে ঐশ্বরিক আত্মার অবদানে বুদ্ধিমান, বিচক্ষণ ও সর্বপ্রকার শিল্পকর্মে পারদর্শী করেছেন। 32সে সোনা, রূপো ও পিতলের সব রকমের কাজের নকশা তৈরী, 33মণিকারের কাজ, কাঠ খোদাইয়ের কাজ ইত্যাদি সর্বপ্রকার শিল্পকর্মে দক্ষ। 34অন্যান্য সকলকে এই সব কাজ শিখানোর যোগ্যতা প্রভু তাকে এবং দান বংশের অহিষামকের পুত্র অহলিয়াবকে দিয়েছেন। 35খোদাইয়ের কাজ, নকশা তৈরী, নীল, বেগুনী, লাল ওসূক্ষ্ম সাদা সুতো ও পশম বোনার কাজ, তাঁতের কাজ ইত্যাদি সব রকমের শিল্পকর্মের নৈপুণ্য তিনি তাদের দান করেছেন। সর্ববিধ শিল্পকর্ম ও নকশা তৈরীর কাজে তারা দক্ষ।

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in