যাত্রাপুস্তক 33
33
1প্রভু পরমেশ্বর মোশিকে বললেন, যে লোকদের তুমি মিশর থেকে এনেছ তাদের নিয়ে এখান থেকে যাত্রা কর। অব্রাহাম, ইস্হাক ও যাকোবের কাছে আমি তাদের বংশধরদের যে দেশ দেবার প্রতিশ্রুতি দিয়েছিলাম, সেই দেশে যাও।#আদি 12:7; 26:3; 28:13 2তোমাদের আগে আমি আমার দূতকে পাঠাব এবং কনানী, ইমোরী, হিত্তীয়, পরিষী, এবং যিরুথীয় প্রভৃতি জাতিকে আমি বিতাড়িত করব। 3শস্য শ্যামলা প্রাচুর্যময় এক দেশে তোমরা যাবে, কিন্তু আমি তোমাদের সঙ্গে যাচ্ছি না, কারণ তোমরা অত্যন্ত অবাধ্য এক জাতি, পথেই হয়তো আমি তোমাদের সংহার করব। 4ইসরায়েলীরা এই দুঃসংবাদ শুনে বিলাপ করতে লাগল। তারা কেউ অলঙ্কার পরলো না। 5প্রভু পরমেশ্বর মোশিকে বলেছিলেন, ইসরায়েলীদের তুমি বল: তোমরা অত্যন্ত অবাধ্য এক জাতি। যদি আমি তোমাদের সঙ্গে যাই তাহলে মুহূর্তে হয়তো আমি তোমাদের সমূলে ধ্বংস করে ফেলব। তোমরা এখন সমস্ত অলঙ্কার খুলে ফেল, তারপর তোমাদের সম্পর্কে কি করা যায় তা আমি স্থির করব। 6তাই ইসরায়েলীরা তাদের সমস্ত অলঙ্কার খুলে ফেলল। হোরেব পর্বত ছেড়ে যাওয়ার পর তারা আর সেগুলি পরলো না।
সম্মিলন শিবিরের বৈশিষ্ট্য
7মোশি শিবিরটি সঙ্গে নিয়ে যেতেন এবং ইসরায়েলীদের ছাউনির বাইরে কিছুটা দূরে সেটি স্থাপন করতেন। তিনি এই শিবিরের নাম দিয়েছিলেন সম্মিলন শিবির। প্রভু পরমেশ্বরের কাছে কারও কিছু নিবেদন করার প্রয়োজন হলে সে ছাউনির বাইরে সম্মিলন শিবিরে যেত। 8মোশি ঐ শিবিরের দিকে গেলে যতক্ষণ না তিনি শিবিরে প্রবেশ করতেন ততক্ষণ ইসরায়েলীরা যে যার তাঁবুর মুখে দাঁড়িয়ে তাঁকে লক্ষ্য করত। 9মোশি শিবিরে প্রবেশ করলে এক মেঘস্তম্ভ নেমে এসে শিবিরের দ্বারে অবস্থান করত। তখন প্রভু পরমেশ্বর মোশির সঙ্গে কথা বলতেন। 10শিবিরদ্বারে সেই মেঘস্তম্ভ দেখামাত্র ইসরায়েলীরা সকলে নিজেদের তাঁবুর দরজায় থেকে প্রণিপাত করত। 11বন্ধুর সঙ্গে লোকে যেভাবে কথা বলে সেইভাবে প্রভু পরমেশ্বর মোশির সঙ্গে মুখোমুখি হয়ে কথা বলতেন। তারপর মোশি ছাউনিতে ফিরে আসতেন। কিন্তু তাঁর তরুণ সহকরী নূনের পুত্র যিহোশূয় সম্মিলন শিবির ছেড়ে বাইরে যেতেন না।
প্রভু পরমেশ্বরের উপস্থিতির প্রতিশ্রুতি
12মোশি প্রভু পরমেশ্বরকে বললেন, তুমি আমাকে এই লোকদের পরিচালনা করে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছ, কিন্তু কাকে আমার সঙ্গী করে পাঠাবে, সেকথা তো বল নি। তুমি আমাকে বলেছ, তোমাকে আমি ভাল করেই জানি, আমার অনুগ্রহ তুমি লাভ করেছ। 13যদি সত্যিই আমি তোমার অনুগ্রহ লাভ করে থাকি, তাহলে দয়া করে তোমার পথ আমাকে চিনিয়ে দাও যেন আমি তোমাকে জানতে পারি এবং তোমার অনুগ্রহ সর্বদা লাভ করতে পারি। দয়া করে বিবেচনা করে দেখ, এই জাতি তোমারই প্রজা। 14প্রভু পরমেশ্বর তাঁকে বললেন, বেশ, আমি নিজেই তোমার সঙ্গে যাব এবং তোমাকে স্বস্তি দেব।
15মোশি প্রভু পরমেশ্বরকে বললেন, তুমি যদি আমাদের সঙ্গে না যাও তাহলে এখান থেকে আমাদের যেতে বলো না। 16কারণ তুমি সঙ্গে না গেলে কি করে লোকে জানবে যে আমি ও তোমার এই প্রজারা তোমার অনুগ্রহ লাভ করেছি এবং পৃথিবীর সকল জাতির মধ্যে আমরাই তোমার বিশেষ প্রজারূপে মনোনীত হয়েছি? 17প্রভু পরমেশ্বর মোশিকে বললেন, তুমি যা বললে আমি তা-ই করব, কারণ তুমি আমার অনুগ্রহভাজন, তোমাকে আমি অন্তরঙ্গভাবে জানি। 18মোশি তখন প্রভুকে বললেন, দয়া করে আমার কাছে তোমার মহিমা প্রকাশ কর। 19প্রভু পরমেশ্বর বললেন, আমার পূর্ণ ঐশ্বর্যের মহিমা তোমাকে প্রদর্শন করব এবং আমিই যে প্রভু পরমেশ্বর— তোমার কাছে তার পরিচয় দেব। আমার যাকে ইচ্ছা তাকে অনুগ্রহ করব, যাকে ইচ্ছা তাকে করব স্নেহ।#রোমীয় 9:15 20তিনি আরও বললেন, তুমি আমার মুখ দেখতে পাবে না, কারণ কোন মানুষ আমার মুখ দেখলে জীবিত থাকতে পারবে না। 21প্রভু পরমেশ্বর মোশিকে বললেন, আমার কাছে এই পাহাড়ে এসে তুমি দাঁড়াও। 22আমার মহিমা যখন প্রদর্শিত হবে তখন তোমাকে আমি এই পাহাড়ের ফাটলে রাখব এবং আমি এই স্থান অতিক্রম করে না যাওয়া পর্যন্ত হাত দিয়ে তোমাকে আড়াল করে রাখব। 23তারপর হাত সরিয়ে নিলে তুমি আমার পৃষ্ঠদেশ দেখতে পাবে, কিন্তু আমার মুখ দেখতে পাবে না।
Currently Selected:
যাত্রাপুস্তক 33: BENGALCL-BSI
Highlight
Share
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Bengali C.L. Bible, পবিএ বাইবেল C.L.
Copyright © 2016 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.