YouVersion Logo
Search Icon

ইফিসীয় 5

5
আলোকিত জীবনাচরণ
1তোমরা ঈশ্বরের প্রিয় সন্তান, কাজেই তোমরা তাঁর অনুকরণ কর।#মথি 5:48 2খ্রীষ্ট যেমন তোমাদের ভালবেসেছেন তেমনি তোমাদের জীবনও ভালবাসায় ভরে উঠুক। তিনি আমাদের হয়ে ঈশ্বরের উদ্দেশ্য সুরভি নৈবেদ্য ও বলিরূপে নিজেকে উৎসর্গ করেছেন।#গালা 2:20; কল 3:12-13; হিব্রু 10:16; গীত 40:6; যাত্রা 29:18; লেবীয় 1:9; যিহি 20:41
3তাই ঈশ্বরভক্তদের উপযুক্ত আচরণ তোমরা করবে। লাম্পট্য, কোনপ্রকার অশুচিতা কিম্বা দুষ্কর্ম তোমাদের মধ্যে না থাকুক, এমনকি সে সব কথা উচ্চারণও তোমরা করবে না।#ইফি 4:19; কল 3:5 4কোন রকম কুৎসিত আচরণ, বাচালতা বা স্থূল রসিকতা নয়, কারণ এ সবই অসঙ্গত, বরং তোমরা ঈশ্বরের বন্দনায় মুখর হও।#ইফি 4:29; কল 3:8 5তোমরা নিশ্চিত জেনো যে যারা লম্পট, অনাচারী ও লোভী —লোভ পৌত্তলিকতার নামান্তর —খ্রীষ্ট ও ঈশ্বরের রাজ্যে তাদের প্রবেশের কোন অধিকার নেই।#১ করি 6:9-10; গালা 5:19-21; কল 3:5; প্রেরিত 8:21
6অতিরঞ্জিত অসার কথায় কেউ যেন তোমাদের প্রভাবিত না করে, কারণ এইসব অনাচারের জন্যই ঈশ্বরের অবাধ্য সন্তানদের উপর তাঁর ক্রোধের দণ্ড নেমে আসে।#রোমীয় 1:18; ২ করি 11:3; ইফি 2:2; কল 2:4-8; 3:6 7তাদের সঙ্গে তোমরা কোন সম্পর্ক রেখো না। 8কারণ তোমরা আগে অন্ধকালে ছিলে, কিন্তু এখন প্রভুর জ্যোতিতে জ্যোতিষ্মান হয়েছ,#ইফি 2:13; রোমীয় 13:13; ১ পিতর 2:9; লুক 16:8; যোহন 12:36; যিশা 2:5 9তাই জ্যোতির সন্তানের মত আচরণ কর। কারণ যা কিছু শুভঙ্কর, ন্যায় ও সত্য, তা জ্যোতি থেকেই উদ্ভূত।#গালা 5:22 10কোন কাজে প্রভু সন্তুষ্ট হন তা জানার চেষ্টা কর।#রোমীয় 12:2 11তামসিক কার্যকলাপের সঙ্গে জড়িত হয়ো না বরং সেগুলির স্বরূপ প্রকাশ কর।#যোহন 16:8; ১ তিম 5:20; লেবীয় 19:7 12কারণ ওরা গোপনে যেসব কাজ করে, সেসব উচ্চারণ করতেও লজ্জা বোধ হয়। 13আলোকে সব কিছুর স্বরূপ প্রকাশিত হয় এবং#যোহন 3:20-21 14যা কিছু স্বপ্রকাশ তাই আলোকিত। এইজন্যই বলা হয়েছে,
“জাগো হে নিদ্রামগ্ন,
উঠে এস মৃতদের মধ্য থেকে
খ্রীষ্ট তোমাকে করবেন জ্যোতিষ্মান।”#যিশা 26:19; 60:1; রোমীয় 13:11; 6:13; ১ করি 11:30; ১ থিষ 5:6
15সুতরাং তোমাদের আচরণ সম্পর্কে বিশেষভাবে সাবধান হও। নির্বোধের মত নয়, তোমাদের জীবনাচরণ হোক জ্ঞানবানের মত।#মথি 10:16; 15:16; কল 4:5 16তোমরা সময় সুযোগের সদ্ব্যবহার কর, কারণ এই যুগ মন্দ। 17তাই মূর্খের মত কাজ করো না, বরং প্রভুর ইচ্ছা জানার চেষ্টা কর।#রোমীয় 12:2
18সুরা পানে মত্ত হয়ো না, যা মানুষকে ধ্বংসের পথে ঠেলে দেয়, বরং পবিত্র আত্মায় পরিপূর্ণ হও।#হিতো 23:31; লুক 21:34; রোমীয় 13:13 19গীত , স্তোত্র ও সংকীর্তনে নিজেদের মধ্যে ভাব বিনিময় কর। মনে মনে প্রভুর উদ্দেশে গাও স্তুতিগান।#কল 3:16-17; গীত 33:2-3 20সর্বদা সর্ববিষয়ে আমাদের প্রভু যীশু খ্রীষ্টের নামে পিতা ঈশ্বরকে জানাও ধন্যবাদ।#গীত 34:1; কল 3:17; ১ থিষ 5:18
খ্রীষ্টীয় পরিবার
21খ্রীষ্টের প্রতি সম্ভ্রমে একে অন্যের অনুগত হও।#১ পিতর 5:5
22গৃহিণীরা, তোমরা যেমন প্রভুর বাধ্য তেমনি নিজেদের স্বামীর বাধ্য হও।#আদি 3:16; ১ করি 14:34; কল 3:18; ১ পিতর 3:1; তীত 2:5 23কারণ স্বামী স্ত্রীর মস্তকস্বরূপ, যেমন খ্রীষ্ট মণ্ডলীর মস্তক এবং তিনিই তাঁর দেহরূপ মণ্ডলীর পরিত্রাতা।#১ করি 11:3; ইফি 1:22; 4:15; কল 1:18 24মণ্ডলী যেমন খ্রীষ্টের অনুগত তেমনি পত্নীরাও সর্ববিষয়ে নিজ নিজ স্বামীর অনুগত হোক।
25খ্রীষ্ট যেমন মণ্ডলীকে ভালবেসেছেন এবং তার জন্য আত্মদান করেছেন, স্বামীরা, তোমরাও সেইভাবে স্ত্রীকে ভালবাস।#কল 3:19 26-27তিনি মণ্ডলীকে পবিত্র ও নিষ্কলঙ্ক করার রজন্য বাণী উচ্চারণ করে অবগাহন দ্বারা তাকে শুচিশুদ্ধ করে পবিত্র করেছেন, যাতে সর্বপ্রকার কলঙ্ক, বিকৃতি ও কলুষমুক্ত মণ্ডলীকে গৌরবান্বিত করে আপন করে নিতে পারেন।#তীত 3:5; গীত 45:13; পরম 4:7; ২ করি 11:2; কল 1:22 28স্বামীরও উচিত এইভাবে নিজের দেহজ্ঞানে স্ত্রীকে ভালবাসা। বস্তুতঃ স্ত্রীকে যে ভালবাসে সে নিজেকেই ভালবাসে। 29কেউ কখনে নিজের দেহকে ঘৃণা করে না, বরং তার পরিপোষণ ও যত্ন করে। খ্রীষ্টও মণ্ডলীকে তা-ই করেছেন। 30কারণ আমরা তাঁর দেহের অঙ্গপ্রত্যঙ্গ।#১ করি 6:15; 10:17; 12:27; ইফি 1:23; আদি 2:23 31“এই কারণে মানুষ পিতামাতাকে পরিত্যাগ করে স্ত্রীর প্রতি আসক্ত হবে এবং তারা দুজনে হবে একাঙ্গ”, –#আদি 2:24; মথি 19:5 32এই শাস্ত্রবচনে নিহিত আছে অতি গভীর নিগূঢ়তত্ত্ব, আমি এই তত্ত্ব খ্রীষ্ট ও তাঁর মণ্ডলী সম্পর্কে প্রয়োগ করছি।#প্রকা 19:7 33একথা তোমাদের সকলের প্রতি প্রযোজ্য। প্রত্যেক স্বামীর উচিত নিজের স্ত্রীকে নিজের মত ভালবাসা এবং প্রত্যেক স্ত্রীরও উচিত তার স্বামীকে শ্রদ্ধা কর।

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

YouVersion uses cookies to personalize your experience. By using our website, you accept our use of cookies as described in our Privacy Policy