YouVersion Logo
Search Icon

দ্বিতীয় বিবরণ 23

23
প্রভু পরমেশ্বরের প্রজা হওয়ার অন্তরায়
1যার অণ্ডকোষ পিষ্ট অথবা যার পুরুষাঙ্গ ছিন্ন এমন কোন ব্যক্তি প্রভু পরমেশ্বরের উদ্দেশে আহূত সমাবেশে যোগদান করতে পারবে না। 2জারজ ব্যক্তিও প্রভু পরমেশ্বরের উদ্দেশে আহূত সমাবেশে যোগদান করবে না। এমন কি দশম পুরুষ পর্যন্ত তার কোন বংশধরেরও এই অধিকার থাকবে না। 3আম্মোনী ও মোয়াবী জাতির কোন ব্যক্তি এমন কি তার দশম পুরুষ পর্যন্ত কোন বংশধরও প্রভু পরমেশ্বরের সমাবেশে যোগদান করতে পারবে না।#মথি 13:1-2 4কেননা মিশর থেকে বেরিয়ে আসার পথে তারা তোমাদের খাদ্য ও জল দিয়ে সাহায্য করে নি এবং তোমাদের অভিশাপ দেওয়ার জন্য তারা অরাম-নহরায়িমের অন্তর্গত পিয়োর নিবাসী বিয়োরের পুত্র বিলিয়মকে ভাড়া করে এনেছিল।#গণনা 22:1-6 5কিন্তু তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর বিলিয়মের কথায় কর্ণপাত না করে বরং তার অভিশাপকে তোমাদের পক্ষে আশীর্বাদে পরিণত করেছিলেন, কারণ তিনি তোমাদের ভালবাসেন।#গণনা 23:7—24:9 6তোমরা জীবনে কোনদিন তাদের শান্তি কিম্বা কল্যাণ কামনা করবে না।
7তোমরা কোন ইদোমীকে ঘৃণা করবে না, কারণ সে তোমাদের ভাই। মিশরীদেরও ঘৃণা করবে না কারণ তাদের দেশে তোমরা প্রবাসী ছিলে। 8তাদের তৃতীয় পুরুষের বংশধরেরা প্রভু পরমেশ্বরের সমাবেশে যোগদান করতে পারবে।
সৈন্য শিবিরের শুচিতা
9শত্রুদের বিরুদ্ধে যুদ্ধের জন্য তোমরা যখন শিবির সন্নিবেশ করবে তখন সর্বপ্রকার অনাচার সম্পর্কে সাবধান হবে। 10তোমাদের মধ্যে কেউ যদি রাত্রে বীর্যস্খলন হওয়ার ফলে অশুচি হয় তাহলে শিবির থেকে বেরিয়ে যাবে, শিবিরে সে প্রবেশ করতে পারবে না। 11বেলা শেষে সে স্নান করবে এবং সূর্যাস্তের পর শিবিরে প্রবেশ করবে। 12তোমরা শিবির সন্নিবেশের বাইরে মলমূত্র ত্যাগের জন্য একটি স্থান নির্দিষ্ট করবে। 13তোমাদের সাজসরঞ্জামের সঙ্গে একটি খন্তা থাকবে, মলত্যাগের জন্য সেটি দিয়ে একটি গর্ত খুঁড়বে এবং তার মধ্যে মলত্যাগ করে মাটি ঢাকা দেবে। 14তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর তোমাদের রক্ষণাবেক্ষণ ও তোমাদের হাতে শত্রুদের সমর্পণ করার জন্য শিবিরের মধ্যে গমনাগমন করেন, সেই জন্য তোমাদের শিবিরকে শুচি রাখতে হবে, তোমাদের কোন অশুচিতা, যেন তিনি দর্শন না করেন তাহলে তোমাদের প্রতি তিনি বিরূপ হবেন।
বিবিধ বিধি-নিষেধ
15কোন ক্রীতদাস যদি তার মনিবের কাছ থেকে পালিয়ে এসে তোমাদের কাছে আশ্রয় নেয় তাহলে তোমরা তাকে তার মনিবের কাছে ধরিয়ে দেবে না। 16সে তোমাদেরই কোন এক নগরে, যেখানে তার ভাল লাগে, তার পছন্দমত সেই স্থানে তোমাদের সঙ্গে বাস করবে। তোমরা তার উপর কোন অত্যাচার করবে না।
17ইসরায়েল জাতির কোন পুরুষ বা নারী মন্দিরের বেশ্যাবৃত্তিতে নিযুক্ত হবে না।#লেবীয় 19:29 18মানত শোধের জন্য গণিকার মজুরী কিংবা পুরুষের বেশ্যাবৃত্তির অর্থ তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের মন্দিরে তোমরা আনবে না। কারণ এ দুই-ই তাঁর ঘৃণাস্পদ।
19তোমার স্বজাতীয় ভাইকে টাকাপয়সা, খাদ্যশস্য কিংবা অন্য কিছু ধার দিয়ে সুদ আদায় করবে না।#যাত্রা 22:25; লেবীয় 25:36-37; দ্বি.বি. 15:7-11 20বিদেশীকে তোমরা সুদে ধার দিতে পার, কিন্তু তোমাদের স্বজাতীয় ভাইকে সুদে ধার দেবে না, তাহলে যে দেশ তোমরা অধিকার করতে যাচ্ছ সেই দেশে সর্ববিষয়ে তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর তোমাদের আশীর্বাদ করবেন। 21তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের উদ্দেশে কোন মানত করলে শোধ করতে দেরী করবে না। কারণ তিনি অবশ্যই তা তোমার কাছ থেকে আদায় করবেন, অন্যথায় তোমার পাপ হবে।#গণনা 30:1-16; মথি 5:33 22তুমি যদি মানত না কর তাহলে কোন পাপ হবে না, 23কিন্তু যদি তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের কাছে স্বেচ্ছায় কোন মানত কর তবে সেই প্রতিশ্রুতি অবশ্যই পালন করবে। 24তোমরা প্রতিবেশীর দ্রাক্ষাকুঞ্জে গেলে ক্ষুধা নিবৃত্তির জন্য তুমি যত খুশী আঙুরফল খেতে পারবে কিন্তু ঝুড়িতে কিছু সংগ্রহ করে নিতে পারবে না। 25তোমরা প্রতিবেশীর শস্যক্ষেত্রে গিয়ে হাত দিয়ে শীষ ছিঁড়তে পারবে কিন্তু কাস্তে দিয়ে প্রতিবেশীর ফসল কাটতে পারবে না।

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in