আমোস 9
9
বেদীর পাশে প্রভু
1আমি আবার দেখলাম প্রভু বেদীর পাশে দাঁড়িয়ে আছেন। তিনি বললেনঃ তুমি স্তম্ভের চূড়ায় আঘাত হানো যেন চৌকাঠগুলো কেঁপে ওঠে। চূড়া ভেঙ্গে সকলের মাথার উপরে নিক্ষেপ কর। অবশিষ্ট যারা থাকবে তাদের আমি তরবারির আঘাতে বধ করব। তাদের কেউ-ই পালাতে পারবে না, রক্ষা পাবে না একজনও। 2তারা যদি গর্ত খুঁড়ে পাতালে গিয়ে আশ্রয় নেয় আমার হাত সেখান থেকেও তাদের ধরে আনবে। যদি তারা আকাশে ওঠে সেখান থেকেও আমি তাদের টেনে নামাব। 3কার্মেল পাহাড়ের চূড়ায় গিয়ে যদি তারা লুকায় আমি সেখানেও সন্ধান করে তাদের ধরে আনব। আমার সম্মুখ থেকে পালিয়ে গিয়ে তারা যদি সমুদ্রের তলদেশেও আশ্রয় নেয়, আমার নির্দেশে মহানাগ সেখানে তাদের দংশন করবে। 4শত্রুহস্তে বন্দী হয়ে তারা যদি নির্বাসনে যায়, আমার নির্দেশে তরবারি সেখানে তাদের নিধন করবে। আমার দৃষ্টি তাদের উপরে থাকবে অমঙ্গলের জন্য, মঙ্গলের জন্য নয়।
5সর্বাধিপতি প্রভুর স্পর্শে ধরণী বিগলিত হয়,
মর্ত্যবাসী সকলেই হয় শোকে ম্রিয়মান,
সারা পৃথিবী নীলনদের মত হয়ে ওঠে উত্তাল,
নীলনদের মতই আবার স্তিমিত হয় ভাটার টানে।
6তিনি অন্তরীক্ষে নির্মাণ করেছেন সোপান শ্রেণী,
পৃথিবীর উপর স্থাপন করেছেন চন্দ্রাতপ,
সাগরের জলরাশিকে আহ্বান করে তিনি
ধরাকে করেন প্লাবিত,‘ইয়াহ্ওয়ে’ তাঁর নাম।
7প্রভু বলছেনঃ হে ইসরায়েলকুল,তোমরা কি আমার দৃষ্টিতে সুদানবাসীদের#9:7 সুদানবাসী: মতান্তরে কুল জাতি। মত নও? আমিই কি মিশর থেকে ইসরায়েলীদের, ক্রীট দ্বীপ#9:7 ক্রীটের পুরানো নাম ‘কাফতোর'। থেকে ফিলিস্তিনীদের এবং কীর থেকে সিরীয়দের উদ্ধার করে আনিনি? 8দেখ, সর্বাধিপতি প্রভু পরমেশ্বরের দৃষ্টি এই পাপকলুষিত রাজ্যের প্রতিনিবদ্ধ রয়েছে। ধরাপৃষ্ঠ থেকে আমি এই রাজ্য নিশ্চিহ্ন করব, তবে যাকোবকুলকে নিঃশেষে উচ্ছেদ করব না। প্রভু বলেছেন এ কথা।
9প্রভু বলেছেনঃ আমার নির্দেশ ঘোষিত হবে, দেখ, কুলাতে করে যেমন শস্য ঝাড়া হয় সর্বজাতির মাঝে আমি তেমনি করেই ইসরায়েলকুলকে ঝাড়াই করব, কিন্তু তাদের একটি কণাও মাটিতে পড়বে না। 10আমার প্রজাদের মধ্যে যারা পাপী, যারা বলে ‘কোনও অমঙ্গল আমাদের কাছে ঘেঁষবে না, আমাদের কোনও অনিষ্ট হবে না’—তারা সকলেই অসিমুখে প্রাণ হারাবে।
ইসরায়েলের ভাবী পুনরুদ্ধার
11সেদিন আমি দাউদের ভেঙ্গে পড়া কুটিরআবার গড়ে তুলব, আবার গাঁথব তাদের ভাঙ্গা প্রাচীর। তার ধসে পড়া স্থানগুলি সারিয়ে দেব, আগের মতই সেগুলিকে আবার গড়ে তুলব,#প্রেরিত 15:16-18 12যেন তারা অবশিষ্ট ইদোমী এবং অন্যান্য জাতি, যারা আমার প্রজা বলে পরিচিত, তাদের উপর জয়লাভ করতে পারে। যিনি এই সকল কার্য সাধন করবেন, সেই ‘ইয়াহ্ওয়ে'ই বলেছেন এ কথা।
13প্রভু বলেছেনঃ দেখ, এমন দিন ঘনিয়ে আসছে যখন ফসল কাটা শেষ না হতেই চাষের কাজ শুরু হবে,
আঙুর পেষাই শেষ হবার আগেই আঙুরবীজ বোনার মরশুম এসে যাবে।
শৈলচূড়া থেকে ঝরে পড়বে সুমিষ্ট মদিরা,
পাহাড়ের গা বেয়ে বইতে থাকবে দ্রাক্ষারসের ধারা।
14সেদিন আমি আমার প্রজা ইসরায়েলীদের বন্দিত্ব মোচন করব,
তারা তাদের বিধ্বস্ত জনপদগুলি
পুনর্গঠন করে সেখানে বসতি করবে,
তারা দ্রাক্ষাকুঞ্জ তৈরী করে দ্রাক্ষারসপান করবে,
15তাদের নিজেদের দেশে আমি তাদের প্রতিষ্ঠিত করব,
আর যে দেশ আমি তাদের দান করেছি সেখান থেকে তারা আর কখনও উৎখাত হবে না।
তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর বলেছেন এ কথা।
Currently Selected:
আমোস 9: BENGALCL-BSI
Highlight
Share
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Bengali C.L. Bible, পবিএ বাইবেল C.L.
Copyright © 2016 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.