আমোস 9:13-14
আমোস 9:13-14 BENGALCL-BSI
প্রভু বলেছেনঃ দেখ, এমন দিন ঘনিয়ে আসছে যখন ফসল কাটা শেষ না হতেই চাষের কাজ শুরু হবে, আঙুর পেষাই শেষ হবার আগেই আঙুরবীজ বোনার মরশুম এসে যাবে। শৈলচূড়া থেকে ঝরে পড়বে সুমিষ্ট মদিরা, পাহাড়ের গা বেয়ে বইতে থাকবে দ্রাক্ষারসের ধারা। সেদিন আমি আমার প্রজা ইসরায়েলীদের বন্দিত্ব মোচন করব, তারা তাদের বিধ্বস্ত জনপদগুলি পুনর্গঠন করে সেখানে বসতি করবে, তারা দ্রাক্ষাকুঞ্জ তৈরী করে দ্রাক্ষারসপান করবে





