YouVersion Logo
Search Icon

প্রেরিত 24

24
পৌলের বিরুদ্ধে ইহুদীদের অভিযোগ
1পাঁচদিন পরে প্রধান পুরোহিত অননিয় কয়েকজন প্রধান নেতা ও টারটুলাস নামে একজন উকিলকে সঙ্গে নিয়ে গেলেন এবং পৌলের বিরুদ্ধে রাজ্যপালের কাছে অভিযোগ দায়ের করলেন। 2পৌলকে ডেকে আনা হলে টারটুলাস তাঁর মামলার সওয়াল শুরু করলেন, মহামান্য ফেলিক্স, আপনার সুশাসনে আমরা অখণ্ড শান্তি ভোগ করছি। আপনার দূরদর্শিতায় দেশের মঙ্গলের জন্য অনেক সংস্কার সাধন করা হয়েছে। 3সর্বস্থানে সর্বতোভাবে কৃতজ্ঞচিত্তে আমরা তা গ্রহণ করেছি। 4আমি আপনার বেশি সময় নষ্ট করতে চাই না। শুধু নিবেদন এই, দয়া করে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শুনুন, 5আমরা দেখেছি এই লোকটি খুবই বিপজ্জনক। এ নাসরতী সম্প্রদায়ের একজন সর্দার বিশেষ। সারা পৃথিবী জুড়ে এই ব্যক্তি ইহুদীদের মধ্যে অন্তর্বিরোধের ইন্ধন জোগাচ্ছে।#প্রেরিত 17:6; 24:14; 28:22; লুক 23:2; মথি 2:23 6এমন কি আমাদের মন্দিরকে পর্যন্ত অশুচি করতে এ চেষ্টা করেছিল।* 7কিন্তু আমরা ওকে গ্রেপ্তার করেছি।#প্রেরিত 21:27-29 8আমরা ওর বিরুদ্ধে যে অভিযোগ এনেছি, আপনি স্বয়ং ওকে জেরা করলে তার সত্যতা জানতে পারবেন।#প্রেরিত 23:30 9এতে অন্য ইহুদীরাও তাদের সঙ্গে যোগ দিয়ে সেই অভিযোগ সমর্থন করল।
পৌলের আত্মপক্ষ সমর্থন
10রাজ্যপাল পৌলকে তাঁর বক্তব্য বলতে ইঙ্গিত করলে পৌল বলতে আরম্ভ করলেন,আমি জানি, বহু বছর ধরেই আপনারা এই দেশের উপর ন্যায়বিচার করছেন। তাই আমি নির্ভয়ে আত্মপক্ষ সমর্থন করছি। 11আপনি নিজেই ঘটনার সত্যতা যাচাই করতে পারবেন। আজ থেকে বারোদিনের বেশি হয়নি আমি জেরুশালেমে গিয়েছিলাম উপাসনা করতে। 12তখন এরা মন্দিরে বা ইহুদী সমাজভবনে অথবা শহরের কোথাও আমাকে কারো সঙ্গে তর্কবিতর্ক করতে বা জনতাকে উত্তেজিত করতে দেখেনি। 13ওরা আমার বিরুদ্ধে যে অভিযোগ এনেছে তার প্রমাণ ওরা দিতে পারবে না। 14কিন্তু আমি আপনার কাছে স্বীকার করছি যে, ওরা যাকে সম্প্রদায় বলছে, খ্রীষ্টপন্থী সেই নতুন মতাদর্শের আমি অনুরাগী। সেই মত অনুযায়ী আমি আমাদের পিতৃপুরুষের আরাধ্য ঈশ্বরের উপাসনা করি। মোশির বিধানশাস্ত্রে এবং নবীদের লেখা গ্রন্থের সবকিছু আমি বিশ্বাস করি,#প্রেরিত 19:9; 24:5 15ওদেরই মত আমি ঈশ্বরে নির্ভর করি ও এই প্রত্যাশা পোষণ করি যে ধার্মিক অথবা অধার্মিক সকলেই পুনরুত্থিত হবে। 16সেজন্য ঈশ্বর ও মানুষের কাছে আমি সর্বদাই আমার বিবেক নির্মল রাখতে চেষ্টা করি।#প্রেরিত 23:1; ১ করি 10:32; ফিলি 1:10; হিব্রু 13:18
17বেশ কয়েক বছর পরে আমি আমার স্বজাতীয়দের জন্য কিছু ত্রাণসামগ্রী নিয়ে এসেছিলাম এবং মন্দিরে বলি উৎসর্গ করতে গিয়েছিলাম।#রোমীয় 15:25-26,31; ১ করি 16:1; ২ করি 8:4; 9:1; গালা 2:10 18আমি আনুষ্ঠানিকভাবে শুদ্ধ হয়ে উপাসনায় রত ছিলাম সেই অবস্থায় এরা আমাকে গ্রেপ্তার করেছে। আমার সঙ্গে কোন লোকজন ছিল না বা তখন কোন গোলমালও ছিল না।#প্রেরিত 21:27 19কিন্তু এশিয়া প্রদেশ থেকে আগত কয়েকজন ইহুদী সেখানে ছিল। আমার বিরুদ্দে তাদের যদি কোন অভিযোগ থেকে থাকে তাহলে আপনার কাছে তাদেরই আসা উচিত। 20তা যদি না হয় তাহলে এখানে যারা উপস্থিত আছে, তারাই বলুক যে, সমাজপতি পরিষদের সমমুখে আমাকে উপস্থিত করার আগে তারা আমার কোন অপরাধ আবিষ্কার করেছিল কি না? 21কেবলমাত্র সভার মাঝখানে দাঁড়িয়ে সেদিন খোলাখুলিভাবে ঘোষণা করেছিলাম যে, আমি মৃতদের পুনরুত্থানে বিশ্বাস করি। তাই আজ আমি আপনাদের বিচারাধীন।#প্রেরিত 23:6
22ফেলিক্স সেই নতুন খ্রীষ্টপন্থী আদর্শ সম্বন্ধে বিশেষভাবে অবহিত ছিলেন বলেই অভিযোগকারীদের বিদায় দিয়ে বললেন, সেনাপতি লিসিয়াস এলে আমি আপনাদের মামলার নিষ্পত্তি করব।#প্রেরিত 19:9; 23:26 23তারপর হাবিলদারদের আদেশ দিলেন যেন পৌলকে নজরবন্দী করে রাখা হয় এবং তাঁর বন্ধু-বান্ধবদের তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে ও সাহায্য করতে বাধা দেওয়া না হয়।#প্রেরিত 27:3; 28:16
24কয়েকদিন পরে ফেলিক্স তাঁর স্ত্রী দ্রুসিল্লাকে নিয়ে সেখানে গেলেন। দ্রুসিল্লা ছিলেন ইহুদী। তিনি পেলকে ডেকে পাঠিয়ে তাঁর কাছে যীশু খ্রীষ্টে বিশ্বাস স্থাপন সম্বন্ধে তাঁর কথা শুনলেন। 25আলোচনা প্রসঙ্গে যখন নীতিবোধ, আত্মসংযম এবং আগামী বিচারের দিনের কথা উঠল তখন ফেলিক্স সন্ত্রস্ত হয়ে বললেন, আচ্ছা, আজ এই পর্যন্ত থাক। সময় সুযোগ মত আমি আবার তোমায় ডেকে পাঠাব। 26তিনি আশা করেছিলেন, পৌল হয়তো তাঁকে কিছু ঘুষ দেবেন। তাই তিনি প্রায়ই তাঁকে ডেকে পাঠিয়ে কথাবার্তা বলতেন।
27দুবছর এভাবে কেটে গেল। এর মধ্যে পোর্সিয়াস ফেস্টাস ফেলিক্সের পদে অধিষ্ঠিত হলেন। ফেলিক্স ইহুদীদের খুশী করার জন্য পৌলকে কারারুদ্ধ রেখেই চলে গেলেন।

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in