YouVersion Logo
Search Icon

প্রেরিত 21

21
পৌলের জেরুশালেম যাত্রা
1তাদের কাছ থেকে বিদায় নিয়ে আমরা সোজা চলে গেলাম কোস দ্বীপে, পরের দিন পৌঁছালাম রোডস দ্বীপে। 2সেখান থেকে গেলাম পাতারা বন্দরে। সেখানে ফিনিসিয়াগামী একটা জাহাজ পেয়ে তাতেই রওনা হয়ে গেলাম আমরা । 3পথে পড়ল সাইপ্রাস দ্বীপ। সাইপ্রাসের পাশ কাটিয়ে আমরা চললাম দক্ষিণে সিরিয়া অভিমুখে। সিরিযার টায়ার বন্দরে গিযে নামলাম আমরা। সেখানে জাহাজের সব মালপত্র নামানো হবে। 4কয়েকজন শিষ্যের সঙ্গে সেখানে আমাদের দেখা হল। তাঁদের সঙ্গে আমরা সাতদিন থাকলাম। পবিত্র আত্মার কাছ থেকে তাঁরা সাবধান বাণী পেয়ে পৌলকে জেরুশালেমে যাওয়ার পরিকল্পনা ত্যাগ করতে বললেন।#প্রেরিত 10:19 5কিন্তু আমাদের জাহাজ ছাড়ার সময় হয়ে যাওয়ায় আবার আমরা যাত্রা শুরু করলাম। তাঁরা সকলে স্ত্রী এবং ছেলেমেয়ে নিয়ে আমাদের সঙ্গে শহরের শেষ পর্যন্ত এলেন এবং সেখানকার সমুদ্রতীরে নতজানু হয়ে আমরা প্রার্থনা করে পরস্পরের কাছ থেকে বিদায় নিলাম।#প্রেরিত 20:36 6তারপর আমরা গিয়ে জাহাজে উঠলাম আর তাঁরাও নিজেদের বাড়ীতে ফিরে গেলেন।
7টায়ার থেকে আমরা পৌঁছালাম টোলেমিস-এ। সেখানকার শিষ্যদের সঙ্গে সাক্ষাৎ করে তাঁদের সঙ্গে থাকলাম একদিন। 8পরেরদিন আবার বেরিয়ে পড়লাম, উপস্থিত হলাম সীজারিয়াতে। সেখানে সুসমাচার প্রচারক ফিলিপের বাড়ীতে গেলাম এবং তাঁর কাছেই থাকলাম। ইনি ছিলেন জেরুশালেমে মনোনীত সাতজন পরিচারকের অন্যতম।#প্রেরিত 8:40 9তাঁর চারটি কুমারী কন্যা ছিল। এঁরা সকলেই পবিত্র আত্মার বরে ভবিষ্যদ্বাণী করতে পারতেন।#প্রেরিত 2:17 10সেখানে আমাদের কয়েকদিন কাটার পর যিহুদীয়া থেকে আগাবাস নামে একজন নবী এসে পৌঁছালেন।#প্রেরিত 11:28 11তিনি আমাদের কাছে এসে পৌলের কোমর বন্ধনীটা নিয়ে নিজের হাত ও পা বেঁধে বললেন, পবিত্র আত্মা বলেছেন, এই কোমরবন্ধনী যাঁর তাঁকে জেরুশালেমে ইহুদীরা এইভাবে বেঁধে অইহুদীদের হাতে তুলে দেবে।#প্রেরিত 10:19; 9:16; 20:23
12আমরা এবং সেখানকার সকলে এ কথা শুনে পৌলকে একান্তভাবে আনুরোধ করে বলতে লাগলাম যেন তিনি জেরুশালেমে যান।#মথি 16:22 13পৌল বললেন, এ কি করছ তোমরা? কান্নাকাটি করে আমার মনোবল ভেঙে দিচ্ছ কেন? আম শুধু বন্দীদশাই নয় কিন্তু প্রভু যীশুর নামের জন্য জেরুশালেমে মৃত্যুবরণ করতে পর্যন্ত প্রস্তুত।#প্রেরিত 15:26; 20:24; যোহন 21:18
14তাঁকে আমরা কিছুতেই রাজী করাতে পারলাম না। শেষে আমরা হাল ছেড়ে দিয়ে বললাম, প্রভুর ইচ্ছাই পূর্ণ হোক!#মথি 6:10
15সেখানে আরও কয়েকদিন কাটিয়ে আবার জিনিসপত্র গুছিয়ে নিযে জেরুশালেমের পথে রওনা হলাম 16সীজারিয়া থেকে কয়েকজন শিষ্যা আমাদের সঙ্গে এসেছিলেন। তাঁরা সাইপ্রাস নিবাসী ম্নাসোন নামে একজন শিষ্যের বাড়ীতে আমাদের নিয়ে গেলেন। ইনি খ্রীষ্টধর্ম প্রচারের প্রথম দিকে শিষ্যত্ব গ্রহণ করেছিলেন। তাঁর বাড়ীতেই আমাদের থাকার ব্যবস্থা হযেছিল।
17জেরুশালেমে আমরা যখন পৌঁছালাম, মণ্ডলীর শিষ্যেরা আমাদের খুব আনন্দের সঙ্গে অভ্যর্থনা করে নিয়ে গেলেন। 18পরের দিন পৌল আমাদের সঙ্গে নিয়ে যাকোবের সঙ্গে দেখা করতে গেলেন। সেখানে সমস্ত প্রবীণ নেতারা উপস্থিত ছিলেন।#প্রেরিত 12:17; 15:13 19তাঁদের অভননন্দন জানানোর পর ইহুদীদের মধ্যে তাঁর সেবাব্রতের মাধ্যমে ঈশ্বর যে কর্মসাধন করেছেন, পৌল একে একে সমস্ত বলে গেলেন। 20সব শুনে তাঁরা ঈশ্বরের মহিমা কীর্তন করলেন। তাঁরা পৌলকে বললেন, আচ্ছা ভাই, আপনি জানেন যে, ইহুদীদের মধ্যে কত সহস্র লোক প্রভুতে বিশ্বাস স্থাপন করেছে।#প্রেরিত 5:14; 15:1; 16:3; রোমীয় 10:4; গালা 3:12-15 21তারা সকলেই মোশি প্রদত্ত বিধানেরর গোঁড়া সমর্থক। তারা আপনার সম্বন্ধে এ কথা জেনেছে যে, অইহুদী অধ্যুষিত অঞ্চলে যে সমস্ত ইহুদীরা আচে, তাদের সকলকে আপনি নাকি মোশির বিধানশাস্ত্রর পরিত্যাগ করতে শিক্ষা দিয়েছেন, তাদের সুন্নত সংস্কার এবং সমস্ত আচার-অনুষ্ঠান পালন করতে নিষেধ করেছেন? 22এখন তাহলে কি করা যাবে? তারা নিশ্চয়ই আপনার আগমন সংবাদ পেয়ে গেছে। 23সুতরাং আমরা যা বলি, তাই করুন। আমাদের মধ্যে চারজন মানত করেছে। 24আপনি্য এদের সঙ্গে গিয়ে শুচিকরণের অনুষ্ঠান পালন করুন এবং এর জন্য যা খরচপত্র লাগে দিন। তাহলেই তারা মস্তক মুণ্ডন করতে পারবে। এর দ্বারাই তারা বুঝবে যে আপনার সম্বন্ধে যা কিচু বলা হয়েছে সব মিথ্যা। কারণ আপনি নিজেই বিধানশাস্ত্র অনুসারে চলেন।#প্রেরিত 18:18 25কিন্তু যে সমস্ত অইহুদী প্রভুতে বিশ্বাস স্থাপন করেছে, তাদের কাছে আমরা লিখে পাঠিয়েছি, তারা যেন প্রতিমার কাছে উৎসর্গিত কোন দ্রব্য, রক্ত এবং গলা টিপে হত্যা করা কোন প্রাণীর মাংস গ্রহণ না করের এবং ব্যভিচার থেকে যেন বিরত থাকে।#প্রেরিত 15:20-29
26পৌল পরের দিন এই চারজনের সঙ্গে সুচিকরণ অনুষ্ঠান পালন করার পরে মন্দিরের ভেতরে গেলেন এবং এই শুদ্ধি অনুষ্ঠানের মেয়াদ তাঁদের প্রত্যেকের জন্য নৈবেদ্য উৎসর্গ করা হবে সে কথা জানিয়ে দিলেন।#গণনা 6:2-5,13-17; ১ করি 9:20
জেরুশালেম থেকে রোম
27সাতদিন প্রায় শেষ হতে চলেছে, এমন সময় একদিন এশিয়া প্রদেশ থেকে আগত কয়েকজন ইহুদী পৌলকে মন্দিরে দেখতে পেল। তারা সমস্ত জাতিকে উত্তেজিত করে তুলে শৌলকে ঘিরে ধরল এবং চীৎকার করে বলতে লাগল, 28হে ইসরায়েলী ভাইসব, এই লোকটাকে ধর। এই লোকটা সারা দুনিয়ায় আমাদের জাতি, বিধানশাস্ত্র এবং এই মন্দিরের বিরুদ্ধে অপপ্রচার করে বেড়াচ্ছে। উপরন্তু এখন কয়েকজন অইহুদীকে মন্দিরের ভিতরে এনে এই পবিত্র স্থান অশুচি করছে।#প্রেরিত 6:13; যিহি 44:7 29(তারা ইফিসাসের এফিমাসকে শহরে পৌলের সঙ্গে দেখেছিল। তাই তারা মনে করেছিল যে পৌল তাঁকেও মন্দিরের মধ্যে এনেছেন)।#প্রেরিত 20:4; ২ তিম 4:20
30সারা শহরে গণ্ডগোল ছড়িয়ে পড়ল। চারিদিক থেকে লোক ছুটে আসতে লাগল। পৌলকে তারা মন্দির থেকে টেনে বাইরে নিয়ে এল এবং সঙ্গে সঙ্গে মন্দিরের সমস্ত দরজা বন্ধ করে দেওয়া হল। 31উন্মত্ত জনতা যখন পৌলকে হত্যা করতে উদ্যত হয়েছিল, সেই সময় রোমক সেনাবাহিনীর সেনানায়কের কাছে সংবাদ গেল যে জেরুশালেমে দাঙ্গা বেধেছে। 32তিনি সঙ্গে সঙ্গে কয়েকজন সেনাপতি ও সৈন্যদের নিয়ে ছুটে গেলেন জনতার মাঝখানে। তারা সেননায়কসহ সৈন্যদের দেখে পৌলকে প্রহার করা বন্ধ করল। 33সেনানায়ক তখন পৌলের কাছে গিয়ে তাঁকে গ্রেপ্তার করলেন এবং দুটো শিকল দিয়ে তাঁকে বাঁধবার হুকুম দিলেন। তারপর তিনি জিজ্ঞাসা করলেন, এই লোকটা কে? এ কি করেছে?#প্রেরিত 21:11; 20:23 34জনতার মধ্যে থেকে এক একজন এক একরকম কথা চীৎকার করে বলতে লাগল। হট্টগোলের মধ্যে তিনি আসল ঘটনা কিছুই বুঝতে পারলেন না। 35তিনি তখন পৌলকে দুর্গে নিয়ে যাবার আদেশ দিলেন। পৌল যখন সিঁড়ির কাছে এলেন তখন জনতা ক্রোধে এত মারুখী হয়ে উঠেছিল যে সৈন্যরা তাঁকে কাঁধে তুলে নিয়ে যেতে বাধ্য হল। 36‘ওকে মেরে ফেল’ বলে জনতা চীৎকার করতে করতে তাদের পিছনে পিছনে যেতে লাগল।#প্রেরিত 22:22; 25:24; লুক 23:18
37দুর্গের মধ্যে পৌলকে আনা হলে তিনি সেনানায়ককে বললেন, আমি কি আপনাকে কিছু বলতে পারি? সেনাপতি তাঁকে জিজ্ঞাসা করলেন,
তুমি গ্রীক ভাষা জান দেখছি। 38তাহলে তুমি সেই মিশরী লোক নও, যে কিছুদিন আগে বিদ্রোহী হয়ে চার সহস্র সন্ত্রাসবাদীকে মরুভূমিতে নিয়ে গিয়েছিলে।#প্রেরিত 5:36-37
39পৌল উত্তর দিলেন, আমি একজন ইহুদী। সিলিসিয়ার তার্ষ নগরের অধিবাসী, কোন অখ্যাত নগরের নাগরিক নই। দয়া করে আমাকে জনতার সামনে কথা বলার অনুমতি দিন।#প্রেরিত 9:11
40সেনানায়ক তাঁকে অনুমতি দিলে তিনি সিঁড়ির ধাপের উপরে দাঁড়িয়ে জনতার দিকে হাত তুলে ইসারা করলেন। স্তব্ধতা নেমে এলে তিনি হিব্রু ভাষায় বলতে আরম্ভ করলেনঃ

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in