প্রেরিত 19
19
1আপোল্লো যখন করিন্থে ছিলেন তখন পৌল স্থলপথে বিভিন্ন অঞ্চল পরিদর্শন করে বেড়াচ্ছিলেন। পরের তিনি ইফিসাসে গিয়ে পৌঁছালেন। সেখানে কয়েকজন নবদীক্ষিত শিষ্যের সঙ্গে তাঁর দেখা হল।#প্রেরিত 18:24 2তিনি তাদের জিজ্ঞাসা করলেন, তোমরা যখন খ্রীষ্টে বিশ্বাস করেছিলে তখন কি পবিত্র আত্মা লাভ করেছিলে? তারা বলল, না।
পবিত্র আত্মার কথা আমরা কখনও শুনিনি।#প্রেরিত 2:38; 10:44; 11:15
3তিনি জিজ্ঞাসা করলেন, তাহলে কি ধরণের বাপ্তিষ্ম তোমরা গ্রহণ করেছ? তারা বলল, দীক্ষাগুরু যোহনের প্রবর্তিত বাপ্তিষ্ম।
4পৌল বললেন, দীক্ষাগুরু যোহন পাপের জন্য অনুতাপ ও হৃদয় পরিবর্তন সূচন বাপ্তিষ্ম দান করতেন। লোকদের তিনি বলতেন যে তাঁর পরে যিনি আসছেন তাঁর অর্থাৎ যীশুর উপরে যেন তারা বিশ্বাস স্থাপন করে।#মথি 3:11
5এ কথা শুনে তারা সকলে প্রভু যীশুর নামে বাপ্তিষ্ম গ্রহণ করল। 6পৌল যখন তাদের উপরে হস্তার্পণ করলেন, পবিত্র আত্মা এসে তাদের উপর অধিষ্ঠান করলেন। তারা তখন বিভিন্ন ভাষায় কথা বলতে লাগল এবং ভবিষ্যদ্বাণী করতে লাগল।#প্রেরিত 2:4; 8:17; 9:17; 10:44-46 7সেখানে তারা ছিল সর্বমোট বারোজন।
8এরপর পৌল তিন মাস ইহুদী সমাজভবন সমূহে মুক্ত কণ্ঠে যুক্তি প্রমাণসহ ঈশ্বরের রাজ্যের কথা প্রচার করতে লাগলেন। 9কিন্তু শ্রোতাদের মধ্যে কিছু লোক ছিল একগুঁয়ে ধরণের। তারা এ সবে বিস্বাস করল না। উপরন্তু শ্রোতৃমণ্ডলীর কাছে খ্রীষ্টের প্রদর্শিত নতু পথ সম্বন্ধে অপপ্রচার করতে লাগল। পৌল তখন তাঁর নবদীক্ষিত শিষ্যদের নিযে সেই স্থান পরিত্যাগ করে চলে গেলেন। টাইরানাসের সভাগৃহে গিয়ে তিনি প্রতিদিন শাস্ত্রের যুক্তিনিষ্ঠ আলোচনা করতে লাগলেন।#প্রেরিত 9:2; 19:23; 22:4-19; 24:14-22; ২ করি 6:17 10এইভাবে দুবছর কেটে গেল, ফলে এশিয়া প্রদেশের সমস্ত অধিবাসী, গ্রীক এবং ইহুদী নির্বিশেষে সকলেই প্রভুর বাণী শ্রবণ করল।
পুরোহিত স্কেবার সাত পুত্র
11পৌলেরর মাধ্যমে ঈশ্বর অনন্য সাধারণ অলৌকিক কার্য সাধন করতে লাগলেন।#প্রেরিত 2:43; 5:12-15; 14:3 12লোকে তাঁর রুমাল বা পরণের আলখাল্লা নিয়ে গিয়ে রোগীদের অঙ্গে স্পর্শ করাত। তাতেই তারা সুস্থ হয়ে যেত এবং অপদেবতা বেরিয়ে যেত তাদের মধ্যে থেকে। 13সেই সময় কয়েকজন ভ্রাম্যমান ইহুদী ওঝা ভূত ছাড়ানোর কাজে প্রবু যীশুর নাম ব্যবহার করতে আরম্ভ করল। তারা বলত, ‘পৌল যাঁর নামে প্রচার করেন, সেই যীশুর নামে তোমাকে আমি আদেশ দিচ্ছি।’#মার্ক 9:38; লুক 9:49 14স্কেবা নামে এক পুরোহিত প্রধানের সাতজন ছেলে এই কাজ করছিল।
15কিন্তু অপদেবতা তাদের বলল, যীশুকে আমি স্বীকার করি, পৌলকেও জানি। কিন্তু তোমরা কারা?#মার্ক 1:34; লুক 4:41
16অপদেবতাগ্রস্ত লোকটি তাদের উপর ঝাঁপিয়ে পড়ে প্রচণ্ড মারদোর করে বিপর্যস্ত করে তুলল। ক্ষতবিক্ষত হয়ে নগ্ন অবস্থায় তারা তার বাড়ি থেকে দৌড়ে পালাল। 17এ ঘটনার কথা গ্রীক-ইহুদী নির্বিশেষে ইফিসাসের সকলের কাছে ছড়িয়ে পড়ল। সকলে তখন সন্ত্রস্ত হয়ে উঠল এবং প্রভুর যীশুর নাম মহিমান্বিত হল।#প্রেরিত 5:5-11 18তাদের মধ্যে এমন অনেকে ছিল যারা খ্রীষ্টে বিশ্বাস স্থাপন করেছিল তারা তখন এসে প্রকাশ্যে স্বীকার করে বলল যে তারা তন্ত্রমন্ত্রের সাহায্যে নানা কাজ করছিল। 19এদের মধ্যে অনেকেই তাদের যাদুবিদ্যার বইগুলো এনে সকলের সামনে পুড়িয়এ ফেলল। পোড়ানো বইগুলির আনুমানিক মূল্য ছিল পঞ্চাশ হাজার রৌপ্যমুদ্রা। 20এইভাবে প্রভুর বাণীর পরাক্রম প্রকাশিত হল এবং তা আরও ব্যাপক ও সক্রিয়ভাবে প্রসার লাভ করতে লাগল।#প্রেরিত 6:8; 12:24 21এই সমস্ত ঘটনার পর পৌল ম্যাসিডন ও আখায়া পরিদর্শন করে জেরুশালেমে যাওয়া স্থির করলেন। তিনি বললেন, সেখান থেকে আমি রোমেও যাব।#প্রেরিত 23:11; রোমীয় 1:10-13; 15:24-28 22তিনি তাই তাঁর দুজন সহকারী তিমথি আর ইরাস্টাস্কে ম্যাসিডনে পাঠিয়ে দিলেন এবং তিনি নিজে আরও কিছুদিন এশিয়াতে থেকে গেলেন।#রোমীয় 16:23; ২ তিম 4:20
রৌপ্যশিল্পীদের বিক্ষোভ
23খ্রীষ্টধর্ম প্রচারের ফলে এই সময় এক গুরুতর বিপত্তির উদ্ভব হল।#প্রেরিত 19:9; ২ করি 1:8-9 24সেখানে ডিমিট্রিয়াস নামে একজন রৌপ্যশিল্পী বাস করত। সে ডায়না দেবীর বিগ্রহ তৈরীর ব্যবসা করত। এতে শিল্পীদের প্রচুর লাভ হত।#প্রেরিত 16:16 25ডিমিট্রিয়াস সেখানকার অন্যান্য রৌপ্য-শিল্পীদের একত্রিত করে বলল, মহোদয়গণ, আপনারা জানেন যে এই ব্যবসার উপরেই আমাদের জীবনযাত্রা ও সমৃদ্ধি নির্ভরশীল। 26আপনারা দেখতেই পাচ্ছেন এবং শুনছেনও যে, শুধু ইফিসাসে নয়, প্রায় সারা এশিয়া জুড়ে এই পৌল প্রচার করে বেড়াচ্ছে, বলছে, মানুষের হাতে গড়া দেবতা কোন মতেই দেবতা নয়।’ এ কথায় বহুলোক বিশ্বাস করেছে এবং তার কথা মেনে নিয়েছে।#প্রেরিত 17:29 27এর ফলে আমাদের ব্যবসা মার খেতে বসেছে। কিন্তু বিপদ শুধু এখানেই নয়, সেই সঙ্গে আমাদের মহাদেবী ডায়ানার মন্দিরেরও মর্যাদা হ্রাস পাচ্চে। সমগ্র এশিয়া তথা সারা পৃথিবী যাঁর আরাধনা করে, তাঁর আর কোন মাহাত্ম্যই থাকবে না।
28একথা শুনে তারা ক্রুদ্ধ হয়ে চীৎকার করে উঠল, ইফিসাসবাসীর আরাধ্য দেবী ডায়না মহীয়সী। 29সারা শহরে হৈ চৈ বেধে গেল। জনতা পৌলের সহযাত্রী দুই ম্যাসিডনবাসী গাইয়াস ও আরিস্টারকাসকে ধরে টানতে টানতে নিয়ে গেল পৌর রঙ্গমঞ্চে।#রোমীয় 16:23; প্রেরিত 20:4; 27:2; কল 4:10 30পৌল জনতার সামনে যেতে চাইলেন কিন্তু শিষ্যেরা তাঁকে যেতে দিলেন না। 31তাঁর কয়েকজন বন্ধুস্থানীয় প্রাদেশিক শাসনকর্তাও তাঁকে অনুরোধ করে পাঠালেন যেন তিনি রঙ্গমঞ্চের দিকে না যান। 32ইতিমধ্যে সভার সমস্ত লোক বিভ্রান্ত হয়ে পড়েছিল। বিভিন্ন জন বিভন্ন ধরণের কথা বলে চীৎকার করছিল। তাদের অধিকাংশ লোকই জানত না যে কেই এই সমাবেশ। 33আলেকজাণ্ডার নামে একটি লোককে ইহুদীরা তখন জনতার সামনে এগিয়ে দিল। তাদের কয়েকজন তার কাছে বিক্ষোভের কারণ খুলে বলল। সে তখন হাতের ইঙ্গিতে জনতাকে শান্ত হতে বলে জনসমাবেশের কাছে কিছু বলতে চেষ্টা করল। 34কিন্তু জনতা যখন চিনতে পারল যে সে একজন ইহুদী, তখন তারা সমস্বরে চীৎকার করে বলতে লাগল, ইফিসাসবাসীর দেবী ডায়না মহীয়সী। —এইভাবে প্রায় দুঘণ্টা চীৎকার চলল।
35অবশেষে নগর সচিব জনতাকে শান্ত করে বললেন, ইফিসাসবাসী নাগরিকবৃন্দ! ইফিসাস নগরী যে মহাদেবী ডায়নার ও স্বর্গ থেকে পতিত সেই প্রতীক প্রস্তরের পীঠস্থান —এ কথা কে না জানে? 36কেউ অস্বীকার করতে পারে না এ কথা। সুতরাং শান্ত হও তোমরা হঠকারিতাবশে কিছু করো না। 37যাদের তোমরা ধরে এনেছ, তারা মন্দির অপবিত্র করেনি কিম্বা আমাদের দেবীর কোন নিন্দাও করেনি। 38অবশ্য ডিমিট্রিয়াস ও তার কারিগরদের যদি এদের বিরুদ্ধে কোন অভিযোগ থাকে, তাহলে আদালত খোলা আছে, সেখানে বিচারকরাও আছেন। সেখানে তারা নালিশ করুক। 39কিন্তু তা ছাড়াও যদি তোমাদের অন্য কোন প্রশ্ন থাকে, তাহলে আইনসঙ্গত সমাবেশে তার নিষ্পত্তি করা উচিত। 40আজকের এই উন্মত্ত আন্দোলনের জন্য আমাদেরই বিরুদ্ধে অভিযোগ আসতে পারে। এই অকারণ গোলযোগের জন্য আমরা কোনও যুক্তি দেখাতে পারব না। 41এ কথা বলে তিনি সভাভঙ্গের নির্দেশ দিলেন।
Currently Selected:
প্রেরিত 19: BENGALCL-BSI
Highlight
Share
Copy

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Bengali C.L. Bible, পবিএ বাইবেল C.L.
Copyright © 2016 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.