YouVersion Logo
Search Icon

২ করিন্থীয় 13

13
উপসংহার
1আমি তৃতীয়বার তোমাদের কাছে যাচ্ছি। ‘দুই কিম্বা তিনজন সাক্ষীর কথায় প্রত্যেকটি অভিযোগের নিষ্পত্তি হবে’।#দ্বি.বি. 19:15; মথি 18:16; ১ তিম 5:19 2যারা অতীতে পাপ করেছিল তাদের এবং অন্যান্য সকলকে আমি আগেও যেমন বলেছিলাম এখনও বলছি, —আমি দ্বিতীয়বার ওখানে গিয়ে যা বলেছিলাম, এখন অনুপসক্থিত থেকেও তেমনি বলছি যে আমি আবার যখন যাব তখন কাউকে নিষ্কৃতি দেব না।#২ করি 2:1; ১ করি 4:21 3খ্রীষ্ট আমার মধ্য দিয়ে কথা বলেন কি না তার প্রমাণ তোমরা চাইছ? তেআমরা তাঁর কোন অক্ষমতা দেখনি বরং তোমরা তাঁর শক্তির পরিচয়ই পেয়েছ। 4কারণ তিনি দুর্বলের মত ক্রুশে বিদ্ধ হলেও ঈশ্বরের পরাক্রমে জীবিত। আমরা তাঁরই দুর্বলতার অংশীদার। কিন্তু ঈশ্বরের পরাক্রমে আমরা তাঁরই সঙ্গে তোমাদের জন্য জীবনধারণ করব।#ফিলি 2:7-8; ১ পিতর 3:18; রোমীয় 6:4-8; ইফি 1:19-20
5তোমরা আত্মসমীক্ষা করে দেখ, বিশ্বাসে অবিচল আছ কি না। নিজেদের বিচার কর। তোমরা কি জান না যে যীশু খ্রীষ্ট তোমাদের অন্তরে আছেন? অবশ্য যদি তোমরা অযোগ্য হও তাহলে আলাদা কথা।#১ করি 11:28; রোমীয় 8:10; গালা 4:19 6আশা করি তেআমরা বুঝতে পারবে যে আমরা অযোগ্য পাত্র নই। 7ঈশ্বরের কাছে এই আমাদের প্রার্থনা, যেন তোমরা কোন অন্যায় না কর —আমাদের যোগ্যতা প্রমাণ করতে চাই না, আমাদের অযোগ্য বলে মনে হলেও তোমরা যাতে সদাচরণ কর তারই জন্য এই প্রার্থনা। 8কারণ সত্যের বিরুদ্ধে যাবার ক্ষমতা আমাদের নেই, সত্যের পক্ষে কাজ করার ক্ষমতাই শুধু আছে। 9তোমরা যখন সবল হও তখন আমরা দুর্বল হয়েও আনন্দলাভ করি। তোমাদের সিদ্ধিলাভের জন্যই আমরা প্রার্থনা করি।#১ করি 4:10 10দূরে থেকে এইজন্যই আমি এইসব বিষয় লিখলাম যাতে আমি যখন তোমাদের কাছে উপস্থিত হব তখন আমাকে যেন কঠোর হতে না হয়, কারণ ভেঙ্গে ফেলার জন্য নয়, গড়ে তোলার জন্যই প্রভু আমাকে এই ক্ষমতা দিয়েছেন।#২ করি 2:1-3; 10:8-11; 13:2
11শেষ কথা এই, বন্ধুগণ, তোমাদের মঙ্গল হোক, তোমাদের আচরণ সংশোধন কর, আমাদের পরামর্শ গ্রহণ কর, সকলে একমত হও এবং শান্তিতে বাস কর। প্রেম ও শান্তির আকর ঈশ্বর তোমাদের সঙ্গে থাকু।#লুক 6:40; রোমীয় 12:16; 15:33; মার্ক 9:50
12পবিত্র সৌভ্রাতৃত্বের চুম্বনে পরস্পরকে অভিনন্দিত কর।#১ করি 16:20
13ঈশ্বরের ভক্তেরা সকলেই তোমাদের শুভেচ্ছা জানাচ্ছেন। 14প্রভু যীশু খ্রীষ্টের অনুগ্রহ, ঈশ্বরের প্রেম এবং পবিত্র আত্ম আর সাহচর্য তোমরা সকলে লাভ কর।

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in