27
দায়ূদের।
1সদাপ্রভু আমার জ্যোতি, আমার পরিত্রাণ, আমি কাহা হইতে ভীত হইব?
সদাপ্রভু আমার জীবন-দুর্গ, আমি কাহা হইতে ত্রাসযুক্ত হইব?
2দুরাচারেরা যখন আমার মাংস খাইতে নিকটে আসিল,
তখন আমার সেই বিপক্ষেরা ও বিদ্বেষীরা উছোট খাইয়া পড়িল।
3যদ্যপি সৈন্যদল আমার বিরুদ্ধে শিবির স্থাপন করে,
তথাপি আমার অন্তঃকরণ ভীত হইবে না;
যদ্যপি আমার বিরুদ্ধে যুদ্ধ সংঘটিত হয়,
তথাপি তখনও আমি সাহস করিব।
4সদাপ্রভুর কাছে আমি একটী বিষয় যাচ্ঞা করিয়াছি, তাহারই অন্বেষণ করিব,
যেন জীবনের সমুদয় দিন সদাপ্রভুর গৃহে বাস করি,
সদাপ্রভুর সৌন্দর্য্য দেখিবার ও তাঁহার মন্দিরে অনুসন্ধান করিবার জন্য।
5কেননা বিপদের দিনে তিনি আপন আশ্রমে আমাকে সঙ্গোপন করিবেন,
আপন তাম্বুর অন্তরালে আমাকে লুকাইয়া রাখিবেন;
তিনি শৈলের উপরে আমাকে তুলিয়া লইবেন।
6আর এক্ষণে আমার চারিদিকের শত্রুগণ অপেক্ষা আমার মস্তক উন্নত হইবে,
আমি তাঁহার তাম্বুতে জয়ধ্বনির বলি উৎসর্গ করিব,
আমি সদাপ্রভুর উদ্দেশে গান ও সঙ্গীত করিব।
7সদাপ্রভু, শ্রবণ কর, আমি স্বরবে আহ্বান করি;
আমার প্রতি কৃপা কর, আমাকে উত্তর দেও।
8আমার মন তোমাকে বলিল,
[তুমি বলিলে,] ‘তোমরা আমার মুখের অন্বেষণ কর’ ;
সদাপ্রভু, আমি তোমার মুখের অন্বেষণ করিব।
9আমা হইতে তোমার মুখ আচ্ছাদন করিও না।
ক্রোধে তোমার দাসকে দূর করিও না;
তুমি আমার সহায় হইয়া আসিতেছ;
আমার ত্রাণেশ্বর, আমাকে ফেলিও না, ত্যাগ করিও না।
10আমার পিতামাতা আমাকে ত্যাগ করিয়াছেন,
কিন্তু সদাপ্রভু আমাকে তুলিয়া লইবেন।
11সদাপ্রভু, তোমার পথ আমাকে শিখাও,
সমান পথে আমাকে গমন করাও,
আমার শত্রুগণ প্রযুক্ত ইহা কর।
12আমার বিপক্ষগণের ইচ্ছায় আমাকে সমর্পণ করিও না;
কেননা মিথ্যা সাক্ষিগণ আমার বিরুদ্ধে উঠিয়াছে,
তাহারা নিষ্ঠুরতা ফূৎকার করে।
13আমি জীবিতদের দেশে সদাপ্রভুর মঙ্গলভাব দেখিব,
এমন বিশ্বাস যদি না করিতাম, [তবে আমার কি হইত]?
14সদাপ্রভুর অপেক্ষায় থাক;
সাহস কর, তোমার অন্তঃকরণ সবল হউক;
হাঁ, সদাপ্রভুরই অপেক্ষায় থাক।