YouVersion Logo
Search Icon

রোমীয় ভূমিকা

ভূমিকা
বাইবেলের সমস্ত বইয়ের মধ্যে রোমীয় নামে বইটি খ্রীষ্টীয় ধর্মতত্ত্বের একটা সম্পূর্ণ সুব্যবস্থিত প্রকাশনা। পৌল করিন্থেথেকে এই চিঠি রোমীয়দের কাছে লিখেছিলেন, কিন্তু তিনি নিজে তখনও রোমে যান নি। তিনি সেখানে যাবার পরিকল্পনা করেছিলেন। তিনি চেয়েছিলেন সেখানকার খ্রীষ্টানদের মধ্যে কিছুদিন কাজ করবার পর যেন তারাই সেপনে যাবার জন্য তাঁকে সাহায্য করে। পৌল তাঁর চিঠিতে মানুষের পাপে পূর্ণ অবস্থার কথা পরিষ্কারভাবে বলেছেন এবং সেই পাপ থেকে তাদের উদ্ধারের জন্য ঈশ্বরের পরিকল্পনার কথাও তিনি বলেছেন। তিনি এমনভাবে লিখেছিলেন যেন তিনি সুখবর সম্বন্ধে প্রশ্ন তোলা কয়েকজন লোককে উত্তর দিচ্ছেন। পৌল তাদের প্রত্যেকটি বিরুদ্ধতার কথার উত্তর দেবার পর দেখা গেছে যে, ঈশ্বরের দয়ার সুখবর সম্বন্ধে মানুষ যত রকম প্রশ্ন তুলতে পারে তার সব প্রশ্নেরই উত্তর তিনি দিয়েছেন।
বিষয় সংক্ষেপ:
(ক) ভূমিকা (১:১-১৭ পদ)
(খ) সকলেই পাপী বলে সব মানুষেরই পাপ থেকে উদ্ধারের প্রয়োজন (১:১৮-৩:২০ পদ)
(গ) বিশ্বাসের দ্বারা পাপ থেকে উদ্ধারের ব্যবস্থা (৩:২১-৫:২১ পদ)
(ঘ) পাপ থেকে উদ্ধারের পরে পবিত্রতায় বেড়ে ওঠা (৬-৮ অধ্যায়)
(ঙ) ইস্রায়েলীয়দের পাপ থেকে উদ্ধারের ব্যবস্থা (৯-১১ অধ্যায়)
(চ) বিশ্বাসীদের দৈনন্দিন জীবন (১২:১-১৫:১৩ পদ)
(ছ) উপসংহার (১৫:১৪-১৬:২৭ পদ)

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in