1
হেদায়েতকারী 6:9
Kitabul Mukkadas
MBCL
আরও পাবার ইচ্ছার চেয়ে বরং চোখ যা দেখতে পায় তাতে সন্তুষ্ট থাকা ভাল। এও অসার, কেবল বাতাসের পিছনে দৌড়ানো ছাড়া আর কিছু নয়।
Compare
Explore হেদায়েতকারী 6:9
2
হেদায়েতকারী 6:10
যা রয়েছে তা আগেই ঠিক করা হয়েছে, আর মানুষ যে কি, তা-ও জানা গেছে; নিজের চেয়ে যিনি শক্তিশালী তাঁর সংগে কেউ তর্কাতর্কি করতে পারে না।
Explore হেদায়েতকারী 6:10
3
হেদায়েতকারী 6:2
আল্লাহ্ কোন মানুষকে এত ধন, সম্পত্তি ও সম্মান দান করেন যে, তার চাইবার মত আর কিছু থাকে না, কিন্তু আল্লাহ্ তাকে তা ভোগ করবার ক্ষমতা দেন না, অন্য একজন তা ভোগ করে। এটা অসার, এটা ভীষণ দুঃখের ব্যাপার।
Explore হেদায়েতকারী 6:2
4
হেদায়েতকারী 6:7
মানুষের সমস্ত পরিশ্রমই তার পেটের জন্য, তবুও তার খিদে কখনও মেটে না।
Explore হেদায়েতকারী 6:7
Home
Bible
Plans
Videos