1
হেদায়েতকারী 5:2
Kitabul Mukkadas
MBCL
তোমার মুখ তাড়াতাড়ি করে কথা না বলুক; আল্লাহ্র কাছে তাড়াতাড়ি করে কোন কথা বোলো না। আল্লাহ্ বেহেশতে আছেন আর তুমি আছ দুনিয়াতে, তাই তোমার কথা যেন অল্প হয়।
Compare
Explore হেদায়েতকারী 5:2
2
হেদায়েতকারী 5:19
এছাড়া আল্লাহ্ যখন কোন মানুষকে ধন ও সম্পত্তি দেন তখন তাকে তা ভোগ করতে দেন, তার নিজের জন্য একটা অংশ গ্রহণ করতে দেন ও নিজের কাজে আনন্দ করতে দেন। এ সবই আল্লাহ্র দান।
Explore হেদায়েতকারী 5:19
3
হেদায়েতকারী 5:10
যে লোক টাকা-পয়সা ভালবাসে তার কখনও যথেষ্ট হয়েছে বলে মনে হয় না। যে লোক ধন-সম্পদ ভালবাসে সে তার আয়ে কখনও সন্তুষ্ট হয় না। এটাও অসার।
Explore হেদায়েতকারী 5:10
4
হেদায়েতকারী 5:1
আল্লাহ্র ঘরে যাবার সময় তোমার পা সাবধানে ফেলো। যারা নিজেদের অন্যায় বোঝে না সেই বোকা লোকদের মত কোরবানী দেবার চেয়ে বরং আল্লাহ্র বাধ্য হওয়া ভাল।
Explore হেদায়েতকারী 5:1
5
হেদায়েতকারী 5:4
আল্লাহ্র কাছে কোন মানত করলে তা পূর্ণ করতে দেরি কোরো না। বোকা লোকদের নিয়ে তিনি কোন আনন্দ পান না। তোমার মানত পূর্ণ কোরো।
Explore হেদায়েতকারী 5:4
6
হেদায়েতকারী 5:5
মানত করে তা পূরণ না করবার চেয়ে বরং মানত না করাই ভাল।
Explore হেদায়েতকারী 5:5
7
হেদায়েতকারী 5:12
যে পরিশ্রম করে সে কম খাক বা বেশী খাক তার ঘুম ভাল হয়। কিন্তু ধনী লোকের প্রচুর ধন-সম্পদ তাকে ঘুমাতে দেয় না।
Explore হেদায়েতকারী 5:12
8
হেদায়েতকারী 5:15
মায়ের গর্ভ থেকে মানুষ উলংগ আসে; সে যেমন আসে তেমনই চলে যায়। তার পরিশ্রমের কোন কিছুই সে হাতে করে নিয়ে যেতে পারে না।
Explore হেদায়েতকারী 5:15
Home
Bible
Plans
Videos