হগয় ভাববাদীর পুস্তক ভূমিকা

ভূমিকা
ভাববাদী হগয়ের পুস্তক হইল সংক্ষিপ্ত বার্তার সঙ্কলন যা খ্রীষ্টপূর্ব ৫২০ অব্দে ভাববাদী হগয়ের মাধ্যমে ঈশ্বরের নিকট হইতে প্রকাশিত হইয়াছিল। প্রজারা নির্বাসন হইতে ফিরিয়া আসিয়া কয়েক বৎসরের জন্য যিরূশালেমে বাস করিয়াছিল কিন্তু মন্দির তখনও ধ্বংসস্তূপের মধ্যেই চাপা পড়িয়াছিল। এই বার্তাগুলি নেতাদের মনে মন্দির পুনর্নির্মাণের আগ্রহ জাগাইয়া তোলে এবং আগামী দিনে পরিবর্তিত পবিত্র হৃদয় যাহারা ধারণ করিবে প্রভু সদাপ্রভুর সমৃদ্ধি ও শান্তির প্রতিশ্রুতি তাহাদের আশান্বিত করিয়া তোলে।
বিষয়বস্তুর রূপরেখা:
মন্দির পুনর্নির্মাণের আদেশ - ১:১-১৫
স্বস্তি ও প্রত্যাশার বার্তা - ২:১-২৩

เน้นข้อความ

แบ่งปัน

คัดลอก

None

ต้องการเน้นข้อความที่บันทึกไว้ตลอดทั้งอุปกรณ์ของคุณหรือไม่? ลงทะเบียน หรือลงชื่อเข้าใช้