1
আদিপুস্তক ২৫:23
পবিত্র বাইবেল (কেরী ভার্সন)
বিবিএস
তখন সদাপ্রভু তাঁহাকে কহিলেন, তোমার জঠরে দুই জাতি আছে, ও তোমার উদর হইতে দুই বংশ বিভিন্ন হইবে; এক বংশ অন্য বংশ অপেক্ষা বলবান হইবে, ও জ্যেষ্ঠ কনিষ্ঠের দাস হইবে।
เปรียบเทียบ
สำรวจ আদিপুস্তক ২৫:23
2
আদিপুস্তক ২৫:30
বিনয় করি, ঐ রাঙ্গা, ঐ রাঙ্গা দ্বারা আমার উদর পূর্ণ কর। এই জন্য তাঁহার নাম ইদোম [রাঙ্গা] খ্যাত হইল।
สำรวจ আদিপুস্তক ২৫:30
3
আদিপুস্তক ২৫:21
ইস্হাকের স্ত্রী বন্ধ্যা হওয়াতে তিনি তাঁহার নিমিত্তে সদাপ্রভুর কাছে প্রার্থনা করিলেন। তাহাতে সদাপ্রভু তাঁহার প্রার্থনা শুনিলেন, তাঁহার স্ত্রী রিবিকা গর্ভবতী হইলেন।
สำรวจ আদিপুস্তক ২৫:21
4
আদিপুস্তক ২৫:32-33
এষৌ কহিলেন, দেখ, আমি মৃতপ্রায়, জ্যেষ্ঠাধিকারে আমার কি লাভ? যাকোব কহিলেন, তুমি অদ্য আমার কাছে দিব্য কর। তাহাতে তিনি তাঁহার কাছে দিব্য করিলেন। এইরূপে তিনি আপন জ্যেষ্ঠাধিকার যাকোবের কাছে বিক্রয় করিলেন।
สำรวจ আদিপুস্তক ২৫:32-33
5
আদিপুস্তক ২৫:26
পরে তাহার ভ্রাতা ভূমিষ্ঠ হইল। তাহার হস্ত এষৌর পাদমূল ধরিয়াছিল, আর তাহার নাম যাকোব [পাদগ্রাহী] হইল; ইস্হাকের ষাট বৎসর বয়সে এই যমজ পুত্র হইল।
สำรวจ আদিপুস্তক ২৫:26
6
আদিপুস্তক ২৫:28
ইস্হাক এষৌকে ভালবাসিতেন, কেননা তাঁহার মুখে মৃগমাংস ভাল লাগিত; কিন্তু রিবিকা যাকোবকে ভালবাসিতেন।
สำรวจ আদিপুস্তক ২৫:28
หน้าหลัก
พระคัมภีร์
แผนการอ่าน
วิดีโอ