YouVersion Logo
Search Icon

বাইবেলের পদ মুখস্থ (নতুন নিয়ম) - আওয়াজ বাংলা

বাইবেলের পদ মুখস্থ (নতুন নিয়ম) - আওয়াজ বাংলা

10 Days

পরিকল্পনার মধ্য দিয়ে বাইবেলের নতুন নিয়মের শক্তিশালী ১০০টি পদ মুখস্থ করার জন্য নিজেকে প্রস্তুত করুন! এই পরিকল্পনাটি আপনাকে নির্দেশিত পাঠের মাধ্যমে ঈশ্বরের বাক্য গভীরভাবে অনুধাবন করতে এবং অ্যাপের অডিও সুবিধা ব্যবহার করে ১০ দিনের মধ্যে বাইবেলের পদগুলো শুনতে ও মুখস্থ করতে সাহায্য করবে। আপনার জ্ঞান গভীর করার, আপনার বিশ্বাসকে শক্তিশালী করার এবং এই অনুপ্রেরণামূলক যাত্রায় অন্যদের সাথে অংশগ্রহণ করার এই অপূর্ব সুযোগটি হারাবেন না! আপনি যদি বাইবেল অ্যাপে আপনার ডিফল্ট ভাষা "ইংরেজি" হিসাবে সেট করে থাকেন তবে আমরা আপনাকে আপনার বাইবেলের ভাষা "বাংলা" তে পরিবর্তন করার পরামর্শ দিচ্ছি।

এই প্ল্যানটি প্রদানের জন্য আমরা Faith Comes By Hearing কে ধন্যবাদ জানাতে চাই। আরো তথ্যের জন্য, অনুগ্রহ করে পরিদর্শন করুন: aawazbangla.com

About The Publisher