YouVersion Logo
Search Icon

সোলায়মান 8:6

সোলায়মান 8:6 BACIB

তুমি আমাকে তোমার অন্তরে মুদ্রাঙ্কিত করে রাখ, তোমার বাহুর মধ্যে আবদ্ধ করে রাখ; কেননা মহব্বত মৃত্যুর মত বলবান; অন্তর্জ্বালা পাতালের মত নিষ্ঠুর; তার শিখা আগুনের শিখা, তা মাবুদেরই আগুন।

Verse Image for সোলায়মান 8:6

সোলায়মান 8:6 - তুমি আমাকে তোমার অন্তরে মুদ্রাঙ্কিত করে রাখ,
তোমার বাহুর মধ্যে আবদ্ধ করে রাখ;
কেননা মহব্বত মৃত্যুর মত বলবান;
অন্তর্জ্বালা পাতালের মত নিষ্ঠুর;
তার শিখা আগুনের শিখা, তা মাবুদেরই আগুন।