ইউসা 11
11
সম্মিলিত বাদশাহ্রা ও উত্তরাঞ্চলবাসী কেনানীয়দের পরাজয়
1পরে যখন হাৎসোরের বাদশাহ্ যাবীন সেই সংবাদ পেলেন, তখন তিনি মাদোনের বাদশাহ্ যোববের, শিম্রোণের বাদশাহ্র ও অক্ষফের বাদশাহ্র কাছে, 2এবং উত্তরে, পর্বতময় প্রদেশে, কিন্নেরতের দক্ষিণস্থ অরাবাতে, নিম্নভূমিতে ও পশ্চিমে দোর নামক পাহাড়ী এলাকায় অবস্থিত বাদশাহ্দের কাছে দূত প্রেরণ করলেন। 3এছাড়া, পূর্ব ও পশ্চিম দেশীয় কেনানীয় এবং পর্বতময় প্রদেশস্থ আমোরীয়, হিট্টিয়, পরিষীয় ও যিবূষীয় এবং হার্মোণ পাহাড়ের নিচে অবস্থিত মিস্পাদেশীয় হিব্বীয়দের কাছে দূত প্রেরণ করলেন। 4তাতে তাঁরা নিজ নিজ সমস্ত সৈন্য, সমুদ্রতীরস্থ বালুকণার মত অসংখ্য লোক এবং অনেক অনেক ঘোড়া ও রথ সঙ্গে নিয়ে বের হলেন। 5আর এই বাদশাহ্রা সকলে পরামর্শ করে একত্র হলেন; তাঁরা ইসরাইলের সঙ্গে যুদ্ধ করার জন্য মেরোম জলাশয়ের কাছে এসে একত্রে শিবির স্থাপন করলেন।
6তখন মাবুদ ইউসাকে বললেন, তুমি ওদের ভয় করো না; কেননা আগামীকাল এমন সময়ে আমি ইসরাইলের সম্মুখে ওদের সকলকেই শেষ করে দিয়ে তোমার হাতে তুলে দেব; তুমি ওদের ঘোড়ার পায়ের শিরা কেটে দেবে ও সমস্ত রথ আগুনে পুড়িয়ে দেবে। 7তখন ইউসা সমস্ত সৈন্য সঙ্গে নিয়ে মেরোম জলাশয়ের কাছে তাদের বিরুদ্ধে হঠাৎ উপস্থিত হয়ে তাদের আক্রমণ করলেন। 8তাতে মাবুদ তাদের ইসরাইলের হাতে তুলে দিলেন এবং তারা তাদের আঘাত করলো, আর মহাসীদোন ও মিষ্রফোৎ-ময়িম পর্যন্ত ও পূর্ব দিকে মিসপীর উপত্যকা পর্যন্ত তাদের তাড়িয়ে নিয়ে গেল এবং তাদের আঘাত করে কাউকে অবশিষ্ট রাখল না। 9আর ইউসা তাদের প্রতি মাবুদের হুকুম অনুসারে কাজ করলেন; তিনি তাদের ঘোড়ার পায়ের শিরা কেটে দিলেন ও তাদের সমস্ত রথ আগুনে পুড়িয়ে দিলেন।
10ঐ সময়ে ইউসা ফিরে এসে হাৎসোর অধিকার করলেন ও তলোয়ার দ্বারা সেই স্থানের বাদশাহ্কে আঘাত করলেন, কেননা পূর্বকাল থেকেই হাৎসোর সেই সকল রাজ্যের প্রধান ছিল। 11আর লোকেরা সেই স্থানের সমস্ত প্রাণীকে তলোয়ারের আঘাতে নিঃশেষে বিনষ্ট করলো; তার মধ্যে শ্বাসবিশিষ্ট কাউকেও অবশিষ্ট রাখল না। তিনি হাৎসোর আগুনে পুড়িয়ে দিলেন। 12আর ইউসা ঐ বাদশাহ্দের সমস্ত নগর ও সেসব নগরের সমস্ত বাদশাহ্কে অধিকার করলেন এবং মাবুদের গোলাম মূসার হুকুম অনুসারে তলোয়ারের আঘাতে তাদের নিঃশেষে বিনষ্ট করলেন। 13কিন্তু যেসব নগর নিজস্ব সকল ঢিবির উপরে স্থাপিত ছিল, ইসরাইল সেগুলোর একটিও পোড়াল না; কেবল ইউসা হাৎসোর পুড়িয়ে দিলেন। 14আর বনি-ইসরাইল সেসব নগরের সমস্ত দ্রব্য ও পশু নিজেদের জন্য লুট করে নিল, প্রত্যেক মানুষকে তলোয়ারের আঘাতে সংহার করলো; তাদের মধ্যে শ্বাস বিশিষ্ট কাউকেও অবশিষ্ট রাখল না। 15মাবুদ তাঁর গোলাম মূসাকে যেরকম হুকুম করেছিলেন, মূসা ইউসাকে সেরকম হুকুম করেছিলেন, আর ইউসাও সেই অনুসারে কাজ করলেন; তিনি মূসার প্রতি উক্ত মাবুদের সমস্ত হুকুমের একটি কথাও অন্যথা করলেন না।
16এভাবে ইউসা সেসব প্রদেশ, পর্বতময় প্রদেশ, সমস্ত দক্ষিণ অঞ্চল, সমস্ত গোশন দেশ, নিম্নভূমি, অরাবা সমভূমি, ইসরাইলের পর্বতময় প্রদেশ ও তার নিম্নভূমি, 17সেয়ীরগামী হালক পর্বত থেকে হর্মোণ পর্বতের তলস্থ লেবাননের উপত্যকাতে অবস্থিত বালগাদ পর্যন্ত অধিকার করলেন এবং তাদের সমস্ত বাদশাহ্কে ধরে তলোয়ারের আঘাতে হত্যা করলেন। 18ইউসা বহুকাল পর্যন্ত সেই বাদশাহ্দের বিরুদ্ধে যুদ্ধ করলেন। 19গিবিয়োন-নিবাসী হিব্বীয়েরা ছাড়া আর কোন নগরের লোক বনি-ইসরাইলদের সঙ্গে সন্ধি করলো না; তারা সমস্তই যুদ্ধ করে অধিকার করলো। 20কারণ মাবুদই তাদের অন্তর কঠিন করে দিয়েছিলেন, যেন তারা ইসরাইলের সঙ্গে যুদ্ধ করে, আর তিনি তাদের নির্বিচারে বিনষ্ট করেন, তাদের প্রতি করুণা না করেন, কিন্তু তাদের সংহার করেন; যেমন মাবুদ মূসাকে হুকুম করেছিলেন।
21আর সেই সময়ে ইউসা এসে পর্বতময় প্রদেশ— হেবরন, দবীর ও অনাব, এহুদার সমস্ত পর্বতময় প্রদেশ, আর ইসরাইলের সমস্ত পর্বতময় প্রদেশ থেকে অনাকীয়দের উচ্ছেদ করলেন; ইউসা তাদের নগরগুলোর সঙ্গে তাদের সম্পূর্ণরূপে বিনষ্ট করলেন। 22বনি-ইসরাইলদের দেশে অনাকীয়দের কেউ অবশিষ্ট থাকলো না; কেবল গাজায়, গাত ও অসদোদে কিছু কিছু অনাকীয় অবশিষ্ট থাকলো। 23এভাবে মূসার প্রতি মাবুদের সমস্ত কালাম অনুসারে ইউসা সমস্ত দেশ অধিকার করলেন; আর ইউসা প্রত্যেক বংশ অনুযায়ী বিভাগ অনুসারে তা অধিকারের জন্য ইসরাইলকে দিলেন। পরে দেশ যুদ্ধ থেকে বিশ্রাম পেল।
Currently Selected:
ইউসা 11: BACIB
Highlight
Share
Copy

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Kitabul Muqaddas (BACIB) Copyright © Biblical Aids to Churches in Bangladesh, 2013
ইউসা 11
11
সম্মিলিত বাদশাহ্রা ও উত্তরাঞ্চলবাসী কেনানীয়দের পরাজয়
1পরে যখন হাৎসোরের বাদশাহ্ যাবীন সেই সংবাদ পেলেন, তখন তিনি মাদোনের বাদশাহ্ যোববের, শিম্রোণের বাদশাহ্র ও অক্ষফের বাদশাহ্র কাছে, 2এবং উত্তরে, পর্বতময় প্রদেশে, কিন্নেরতের দক্ষিণস্থ অরাবাতে, নিম্নভূমিতে ও পশ্চিমে দোর নামক পাহাড়ী এলাকায় অবস্থিত বাদশাহ্দের কাছে দূত প্রেরণ করলেন। 3এছাড়া, পূর্ব ও পশ্চিম দেশীয় কেনানীয় এবং পর্বতময় প্রদেশস্থ আমোরীয়, হিট্টিয়, পরিষীয় ও যিবূষীয় এবং হার্মোণ পাহাড়ের নিচে অবস্থিত মিস্পাদেশীয় হিব্বীয়দের কাছে দূত প্রেরণ করলেন। 4তাতে তাঁরা নিজ নিজ সমস্ত সৈন্য, সমুদ্রতীরস্থ বালুকণার মত অসংখ্য লোক এবং অনেক অনেক ঘোড়া ও রথ সঙ্গে নিয়ে বের হলেন। 5আর এই বাদশাহ্রা সকলে পরামর্শ করে একত্র হলেন; তাঁরা ইসরাইলের সঙ্গে যুদ্ধ করার জন্য মেরোম জলাশয়ের কাছে এসে একত্রে শিবির স্থাপন করলেন।
6তখন মাবুদ ইউসাকে বললেন, তুমি ওদের ভয় করো না; কেননা আগামীকাল এমন সময়ে আমি ইসরাইলের সম্মুখে ওদের সকলকেই শেষ করে দিয়ে তোমার হাতে তুলে দেব; তুমি ওদের ঘোড়ার পায়ের শিরা কেটে দেবে ও সমস্ত রথ আগুনে পুড়িয়ে দেবে। 7তখন ইউসা সমস্ত সৈন্য সঙ্গে নিয়ে মেরোম জলাশয়ের কাছে তাদের বিরুদ্ধে হঠাৎ উপস্থিত হয়ে তাদের আক্রমণ করলেন। 8তাতে মাবুদ তাদের ইসরাইলের হাতে তুলে দিলেন এবং তারা তাদের আঘাত করলো, আর মহাসীদোন ও মিষ্রফোৎ-ময়িম পর্যন্ত ও পূর্ব দিকে মিসপীর উপত্যকা পর্যন্ত তাদের তাড়িয়ে নিয়ে গেল এবং তাদের আঘাত করে কাউকে অবশিষ্ট রাখল না। 9আর ইউসা তাদের প্রতি মাবুদের হুকুম অনুসারে কাজ করলেন; তিনি তাদের ঘোড়ার পায়ের শিরা কেটে দিলেন ও তাদের সমস্ত রথ আগুনে পুড়িয়ে দিলেন।
10ঐ সময়ে ইউসা ফিরে এসে হাৎসোর অধিকার করলেন ও তলোয়ার দ্বারা সেই স্থানের বাদশাহ্কে আঘাত করলেন, কেননা পূর্বকাল থেকেই হাৎসোর সেই সকল রাজ্যের প্রধান ছিল। 11আর লোকেরা সেই স্থানের সমস্ত প্রাণীকে তলোয়ারের আঘাতে নিঃশেষে বিনষ্ট করলো; তার মধ্যে শ্বাসবিশিষ্ট কাউকেও অবশিষ্ট রাখল না। তিনি হাৎসোর আগুনে পুড়িয়ে দিলেন। 12আর ইউসা ঐ বাদশাহ্দের সমস্ত নগর ও সেসব নগরের সমস্ত বাদশাহ্কে অধিকার করলেন এবং মাবুদের গোলাম মূসার হুকুম অনুসারে তলোয়ারের আঘাতে তাদের নিঃশেষে বিনষ্ট করলেন। 13কিন্তু যেসব নগর নিজস্ব সকল ঢিবির উপরে স্থাপিত ছিল, ইসরাইল সেগুলোর একটিও পোড়াল না; কেবল ইউসা হাৎসোর পুড়িয়ে দিলেন। 14আর বনি-ইসরাইল সেসব নগরের সমস্ত দ্রব্য ও পশু নিজেদের জন্য লুট করে নিল, প্রত্যেক মানুষকে তলোয়ারের আঘাতে সংহার করলো; তাদের মধ্যে শ্বাস বিশিষ্ট কাউকেও অবশিষ্ট রাখল না। 15মাবুদ তাঁর গোলাম মূসাকে যেরকম হুকুম করেছিলেন, মূসা ইউসাকে সেরকম হুকুম করেছিলেন, আর ইউসাও সেই অনুসারে কাজ করলেন; তিনি মূসার প্রতি উক্ত মাবুদের সমস্ত হুকুমের একটি কথাও অন্যথা করলেন না।
16এভাবে ইউসা সেসব প্রদেশ, পর্বতময় প্রদেশ, সমস্ত দক্ষিণ অঞ্চল, সমস্ত গোশন দেশ, নিম্নভূমি, অরাবা সমভূমি, ইসরাইলের পর্বতময় প্রদেশ ও তার নিম্নভূমি, 17সেয়ীরগামী হালক পর্বত থেকে হর্মোণ পর্বতের তলস্থ লেবাননের উপত্যকাতে অবস্থিত বালগাদ পর্যন্ত অধিকার করলেন এবং তাদের সমস্ত বাদশাহ্কে ধরে তলোয়ারের আঘাতে হত্যা করলেন। 18ইউসা বহুকাল পর্যন্ত সেই বাদশাহ্দের বিরুদ্ধে যুদ্ধ করলেন। 19গিবিয়োন-নিবাসী হিব্বীয়েরা ছাড়া আর কোন নগরের লোক বনি-ইসরাইলদের সঙ্গে সন্ধি করলো না; তারা সমস্তই যুদ্ধ করে অধিকার করলো। 20কারণ মাবুদই তাদের অন্তর কঠিন করে দিয়েছিলেন, যেন তারা ইসরাইলের সঙ্গে যুদ্ধ করে, আর তিনি তাদের নির্বিচারে বিনষ্ট করেন, তাদের প্রতি করুণা না করেন, কিন্তু তাদের সংহার করেন; যেমন মাবুদ মূসাকে হুকুম করেছিলেন।
21আর সেই সময়ে ইউসা এসে পর্বতময় প্রদেশ— হেবরন, দবীর ও অনাব, এহুদার সমস্ত পর্বতময় প্রদেশ, আর ইসরাইলের সমস্ত পর্বতময় প্রদেশ থেকে অনাকীয়দের উচ্ছেদ করলেন; ইউসা তাদের নগরগুলোর সঙ্গে তাদের সম্পূর্ণরূপে বিনষ্ট করলেন। 22বনি-ইসরাইলদের দেশে অনাকীয়দের কেউ অবশিষ্ট থাকলো না; কেবল গাজায়, গাত ও অসদোদে কিছু কিছু অনাকীয় অবশিষ্ট থাকলো। 23এভাবে মূসার প্রতি মাবুদের সমস্ত কালাম অনুসারে ইউসা সমস্ত দেশ অধিকার করলেন; আর ইউসা প্রত্যেক বংশ অনুযায়ী বিভাগ অনুসারে তা অধিকারের জন্য ইসরাইলকে দিলেন। পরে দেশ যুদ্ধ থেকে বিশ্রাম পেল।
Currently Selected:
:
Highlight
Share
Copy

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Kitabul Muqaddas (BACIB) Copyright © Biblical Aids to Churches in Bangladesh, 2013