ইশাইয়া 46:10-11
ইশাইয়া 46:10-11 BACIB
আমি শেষ কালের বিষয় আদি কাল থেকে জানাই, যে কাজ এখনও করা হয় নি, তা আগে জানাই, আর বলি, আমার মন্ত্রণা স্থির থাকবে, আমি নিজের সমস্ত মনোরথ সিদ্ধ করবো। আমি পূর্ব দিক থেকে হিংস্র পাখিকে, দূরদেশ থেকে আমার মন্ত্রণার মানুষকে, আহ্বান করি; আমি বলেছি, আর আমি সফল করবো; আমি কল্পনা করেছি, আর আমি সিদ্ধ করবো।





