YouVersion Logo
Search Icon

গীতসংহিতা 109

109
প্রধান বাদ্যকরের জন্য। দায়ূদের সঙ্গীত।
1ঈশ্বর আমি যার প্রশংসা করি, নীরব থেকো না।
2কারণ দুষ্ট এবং প্রতারক আমাকে আক্রমণ করে
তারা আমার বিরুদ্ধে মিথ্যা কথা বলে।
3তারা আমাকে ঘিরে ধরে
এবং ঘৃণাজনক কথা বলে
এবং অকারণে আমাকে আক্রমণ করে।
4আমার ভালবাসার পরিবর্তে তারা আমার নিন্দা করে
কিন্তু আমি তাদের জন্য প্রার্থনা করি।
5তারা আমার ভালোর পরিবর্তে খারাপ করে
এবং আমার ভালোবাসাকে ঘৃণা করে।
6তুমি সেই লোকের ওপরে দুষ্টলোককে নিযুক্ত কর;
বিপক্ষ তার ডান দিকে দাঁড়িয়ে থাকুক।
7যখন তার বিচার হবে, সে দোষী হোক,
তার প্রার্থনা পাপ হিসাবে মানা হোক।
8তার আয়ু অল্পদিনের র হোক;
অন্য লোক তার অধ্যক্ষপদ নিয়ে নিক।
9তার সন্তানেরা পিতৃহীন হোক,
তার স্ত্রী বিধবা হোক।
10তার সন্তানেরা ঘুরে বেড়াক
এবং ভিক্ষা করুক,
তাদের ধ্বংস স্থান থেকে দূরে [খাদ্য] খোঁজ করুক।
11মহাজন তার সবকিছু নিয়ে নিক;
অন্য লোকেরা লুট করুক যা তার উপার্জন।
12তার ওপর কেউ দয়ার হাত না বাড়াক,
তার অনাথ সন্তানদের ওপর কেউ করুণা না করুক।
13তার ভবিষ্যৎ প্রজন্ম বিচ্ছিন্ন হোক,
পরের বংশধরের নাম মুছে যাক।
14তার পূর্ব পুরুষদের পাপ সদাপ্রভুুর কাছে উল্লেখ থাকুক,
তার মায়ের পাপ ভুলে না যাক।
15তার দোষ সবদিন সদাপ্রভুুর সামনে থাকুক,
যেন সদাপ্রভুু পৃথিবী থেকে তার স্মৃতি মুছে দেন।
16যেহেতু এইলোক কাউকে দয়া দেখানোর বিষয় মাথা ঘামাননি,
কিন্তু তার বদলে নিপীড়িতদের তাড়না করত
এবং অত্যন্ত গরিব লোককে
এবং নিরুত্সাহ লোককে হত্যা করত।
17সে অভিশাপ দিতে ভালবাসত,
সেটাই তারই ওপর আসল। সে আশীর্বাদ করতে ঘৃণা করত;
তার ওপর যেন আশীর্বাদ না আসুক।
18সে অভিশাপকে কাপড়ের মতো পরত
এবং তার অভিশাপ তার অন্তর থেকে জলের মতো,
তার হাড়ের মধ্যে থেকে তেলের মত আসল।
19তার অভিশাপগুলো পরার পোশাকের মতো
ও নিত্য কোমরবন্ধনের মতো হোক।
20সদাপ্রভুু থেকে এইফল পায় আমার বিপক্ষেরা,
আমার প্রাণের বিরুদ্ধে যারা খারাপ কথা বলে তারা।
21সদাপ্রভুু আমার প্রভু,
নিজ নামের অনুরোধে আমার সঙ্গে ব্যবহার কর;
কারণ তোমার বিশ্বস্ত বিধি মঙ্গলময়,
আমাকে বাঁচাও।
22কারণ আমি দুঃখী এবং গরিব
এবং আমার হৃদয় আহত হয়েছে।
23আমি হেলে পড়ছি সন্ধ্যার ছায়ার মতো;
আমাকে ঝাকানো হচ্ছে পঙ্গপালের মতো।
24আমার হাঁটু দুর্বল হয়েছ উপবাসের থেকে,
আমি চামড়া এবং হাড়ে পরিণত হয়েছি।
25আমি অভিযোগকারীদের কাছে অবজ্ঞার পাত্র হয়েছি;
যখন আমাকে দেখে তারা তাদের মাথা নাড়ে।
26আমাকে সাহায্য করো সদাপ্রভুু আমার ঈশ্বর;
আমাকে বাঁচাও তোমার বিশ্বস্ততার বিধির দ্বারা।
27যেন তারা জানতে পারে যে,
এটা তোমার কাজ যে তুমি সদাপ্রভুু, এই সব করেছ।
28যদিও তারা আমাকে শাপ দেয়,
দয়া করে তুমি আশীর্বাদ কর;
যখন তারা আক্রমণ করে যেন তারা লজ্জিত হয়।
কিন্তু তোমার এ দাস আনন্দ করবে।
29আমার বিপক্ষরা লজ্জিত পোশাকে পরিহিত হবে
এবং ডাকাতি করা পোশাকের মতো লজ্জায় ঢেকে যাবে।
30আমি আনন্দের সঙ্গে উষ্ণ ধন্যবাদ দেবো সদাপ্রভুুকে;
আমি লোকেদের মধ্যে তাঁর প্রশংসা করব।
31কারণ তিনি গরিবদের ডানদিকে দাঁড়িয়ে থাকেন,
তাদের হাত থেকে তাকে বাচান যারা তাকে হুমকি দেয়।

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Videos for গীতসংহিতা 109