YouVersion Logo
Search Icon

নহিমিয় ৩

যিরূশালেম নগরের পুনর্নির্মাণ
1 পরে ইলীয়াশীব মহাযাজক ও তাঁহার ভ্রাতা যাজকগণ উঠিয়া মেষ-দ্বার গাঁথিলেন; তাঁহারা তাহা পবিত্র করিলেন, ও তাহার কবাট স্থাপন করিলেন; আর হম্মেয়া দুর্গ অবধি হননেলের দুর্গ পর্যন্ত তাহা পবিত্র করিলেন। 2 তাঁহার নিকটে যিরীহোর লোকেরা গাঁথিল, আর তাহার নিকটে ইম্রির পুত্র সক্কূর গাঁথিল। 3 হস্‌সনায়ার সন্তানগণ মৎস-দ্বার গাঁথিল; তাহারা তাহার আড়কাঠা তুলিল, এবং তাহার কবাট স্থাপন করিল, আর খিল ও অর্গল দিল। 4 তাহাদের নিকটে হক্কোসের পৌত্র ঊরিয়ের পুত্র মরেমোৎ মেরামত করিল। তাহাদের নিকটে মশেষবেলের পৌত্র বেরিখিয়ের পুত্র মশুল্লম মেরামত করিল। তাহাদের নিকটে বানার পুত্র সাদোক মেরামত করিল। 5 তাহাদের নিকটে তকোয়ীয়েরা মেরামত করিল, কিন্তু তাহাদের প্রধানবর্গ আপনাদের প্রভুর কর্মে ঘাড় পাতিল না। 6 আর পাসেহের পুত্র যিহোয়াদা ও বসোদিয়ার পুত্র মশুল্লম পুরাতন দ্বার মেরামত করিল; তাহারা তাহার আড়কাঠা তুলিল, এবং তাহার কবাট স্থাপন করিল, আর খিল ও অর্গল দিল। 7 তাহাদের নিকটে গিবিয়োনীয় মলাটিয় ও মেরোণোথীয় যাদোন, এবং গিবিয়োনের ও মিস্‌পার লোকেরা মেরামত করিল, ইহারা নদী-পারস্থ দেশাধ্যক্ষের সিংহাসনের অধীন। 8 তাহার নিকটে স্বর্ণকারদের মধ্যে হর্হয়ের পুত্র উষীয়েল মেরামত করিল। আর তাহার নিকটে হনানীয় নামে একজন গন্ধবণিক মেরামত করিল, তাহারা প্রশস্ত প্রাচীর পর্যন্ত যিরূশালেম দৃঢ় করিল। 9 তাহাদের নিকটে যিরূশালেম প্রদেশের অর্ধভাগের অধ্যক্ষ হূরের পুত্র রফায় মেরামত করিল। 10 তাহাদের নিকটে হরূমফের পুত্র যিদায় আপন গৃহের সম্মুখে মেরামত করিল। তাহার নিকটে হশব্‌নিয়ের পুত্র হটুশ মেরামত করিল। 11 হারীমের পুত্র মল্কিয় ও পহৎ-মোয়াবের পুত্র হশূব অন্য এক ভাগ ও তুন্দুরের দুর্গ মেরামত করিল। 12 তাহার নিকটে যিরূশালেম প্রদেশের অর্ধভাগের অধ্যক্ষ হলোহেশের পুত্র শল্লুম ও তাহার কন্যারা মেরামত করিল। 13 হানূন এবং সানোহ-নিবাসীরা উপত্যকা-দ্বার মেরামত করিল; তাহারা তাহা গাঁথিল, এবং তাহার কবাট স্থাপন করিল, আর খিল ও অর্গল দিল; এবং সার-দ্বার পর্যন্ত প্রাচীরের এক সহস্র হস্ত [মেরামত করিল]। 14 আর বৈৎ-হক্কেরম প্রদেশের অধ্যক্ষ রেখবের পুত্র মল্কিয় সার-দ্বার মেরামত করিল; সে তাহা গাঁথিল, এবং তাহার কবাট স্থাপন করিল, আর খিল ও অর্গল দিল। 15 আর মিস্‌পা প্রদেশের অধ্যক্ষ কল্‌হোষির পুত্র শল্লুম উনুই-দ্বার মেরামত করিল; সে তাহা গাঁথিল, তাহার আচ্ছাদন প্রস্তুত করিল, এবং তাহার কবাট স্থাপন করিল, আর খিল ও অর্গল দিল, এবং যে সোপান দিয়া দায়ূদ-নগর হইতে নামিয়া আইসে, সেই পর্যন্ত রাজার উদ্যানের সম্মুখস্থ শীলোহ পুষ্করিণীর প্রাচীর [মেরামত করিল]। 16 তাহার নিকটে বৈৎ-সূর প্রদেশের অর্ধভাগের অধ্যক্ষ অস্‌বূকের পুত্র নহিমিয় দায়ূদের কবরের সম্মুখ পর্যন্ত, খনিত পুষ্করিণী পর্যন্ত ও পরাক্রমীদের গৃহ পর্যন্ত মেরামত করিল। 17 তাহার নিকটে লেবীয়েরা, বিশেষতঃ বানির পুত্র রহূম মেরামত করিল। তাহার নিকটে কিয়ীলা প্রদেশের অর্ধভাগের অধ্যক্ষ হশবিয় আপন ভাগ মেরামত করিল। 18 তাহার পরে তাহাদের ভ্রাতৃগণ অর্থাৎ কিয়ীলা প্রদেশের অর্ধভাগের অধ্যক্ষ হেনাদদের পুত্র ববয় মেরামত করিল। 19 তাহার নিকটে মিস্পার অধ্যক্ষ যেশূয়ের পুত্র এসর [প্রাচীরের] বাঁকে স্থিত অস্ত্রাগারে উঠিবার পথের সম্মুখে আর এক ভাগ মেরামত করিল। 20 তাহার পরে সব্বয়ের পুত্র বারূক যত্ন করিয়া বাঁক হইতে মহাযাজক ইলীয়াশীবের গৃহ-দ্বার পর্যন্ত আর এক ভাগ মেরামত করিল। 21 তাহার পরে হক্কোসের সন্তান ঊরিয়ের পুত্র মরেমোৎ ইলিয়াশীবের বাটীর দ্বার অবধি ইলীয়াশীবের বাটীর প্রান্ত পর্যন্ত আর এক ভাগ মেরামত করিল। 22 তাহার পরে [যর্দনের] অঞ্চল-নিবাসী যাজকেরা মেরামত করিল। 23 তাহার পরে বিন্যামীন ও হশূব আপন আপন গৃহের সম্মুখে মেরামত করিল। তাহার পরে অননিয়ের সন্তান মাসেয়ের পুত্র অসরিয় আপন গৃহের পার্শ্বে মেরামত করিল। 24 তাহার পরে হেনাদদের পুত্র বিন্নূয়ী অসরিয়ের গৃহ অবধি বাঁক ও কোণ পর্যন্ত আর এক ভাগ মেরামত করিল। 25 উষয়ের পুত্র পালল বাঁকের সম্মুখে; রক্ষীদের প্রাঙ্গণের নিকটস্থ রাজার উচ্চতর বাটীর সমীপে বহির্বর্তী দুর্গের সম্মুখে এবং তাহার পরে পরোশের পুত্র পদায় [মেরামত করিল]। 26 আর নথীনীয়েরা পূর্বদিকে জল-দ্বারের সম্মুখ পর্যন্ত ও বহির্বর্তী দুর্গ পর্যন্ত ওফলে বাস করিত। 27 তাহার পরে তকোয়ীয়েরা বহির্বর্তী বৃহৎ দুর্গ অবধি ওফলের প্রাচীর পর্যন্ত আর এক ভাগ মেরামত করিল। 28 যাজকেরা অশ্ব-দ্বারের উপরের দিকে, প্রত্যেক জন আপন আপন গৃহের সম্মুখে, মেরামত করিল। 29 তাহার পরে ইম্মেরের পুত্র সাদোক আপন গৃহের সম্মুখে মেরামত করিল, এবং তাহার পরে পূর্বদ্বার-রক্ষক শখনিয়ের পুত্র শময়িয় মেরামত করিল। 30 তাহার পরে শেলিমিয়ের পুত্র হনানিয় ও সালফের ষষ্ঠ পুত্র হানূন আর এক ভাগ মেরামত করিল; তাহার পরে বেরিখিয়ের পুত্র মশুল্লম আপন কুঠরির সম্মুখে মেরামত করিল। 31 তাহার পরে মল্কিয় নামে স্বর্ণকারদের একজন নথীনীয়দের ও বণিকদের বাটী পর্যন্ত, এবং কোণে উঠিবার পথ পর্যন্ত হম্মিপ্‌কদ দ্বারের সম্মুখে মেরামত করিল। 32 আর কোণে উঠিবার পথ ও মেষ-দ্বারের মধ্যে স্বর্ণকারেরা ও বণিকেরা মেরামত করিল।

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

YouVersion uses cookies to personalize your experience. By using our website, you accept our use of cookies as described in our Privacy Policy