YouVersion Logo
Search Icon

১ বংশাবলি ৮

1 বিন্যামীনের জ্যেষ্ঠ পুত্র বেলা, দ্বিতীয় অস্‌বেল, ও তৃতীয় অহর্হ, 2 চতুর্থ নোহা, ও পঞ্চম রাফা। 3 আর বেলার সন্তান- অদ্দর, গেরা, অবীহূদ, 4 অবীশূয়, নামান, আহোহ, 5 গেরা, শফূফন ও হূরম।
6 এহূদের সন্তানগণ এই। ইঁহারা গেবা-নিবাসীদের পিতৃকুলপতি, পরে ইঁহাদিগকে বন্দি করিয়া মানহতে লইয়া যাওয়া হইল। 7 আর তিনি নামান, অহিয় ও গেরা, ইঁহাদিগকে বন্দি করিয়া লইয়া গেলেন; তাঁহার পুত্র উষঃ ও অহীহূদ। 8 আর তিনি তাঁহাদিগকে বিদায় করিলে পর শহরয়িম মোয়াব-ক্ষেত্রে পুত্রগণকে জন্ম দিলেন, তাঁহার ভার্যা হূশীম ও বারা। 9 আর তাঁহার হোদশ নামিকা স্ত্রীর গর্ভজাত পুত্র যোবব, সিবিয়, মেশা, মল্কম, 10 যিয়ুশ, শখিয় ও মির্ম; তাঁহার এই পুত্রেরা পিতৃকুলপতি ছিলেন। 11 আর হূশীমের গর্ভজাত তাঁহার পুত্র অহীটূব ও ইল্পাল। 12 আর ইল্পালের সন্তান- এবর ও মিশিয়ম, এবং ওনো, লোদ ও তাহার উপনগর সকলের পত্তনকারী শেমদ, 13 এবং বরীয় ও শেমা; ইঁহারা অয়ালোন-নিবাসীদের পিতৃকুলপতি ছিলেন, আর ইঁহারা গাৎ-নিবাসীদিগকে দূর করিয়া দিলেন। 14 আর বরীয়ের সন্তান অহিয়ো। শাশক, যিরেমোৎ, 15 সবদিয়, অরাদ, এদর, 16 মীখায়েল, যিশ্‌পা, ও যোহ। 17 আর ইল্পালের সন্তান- সবদিয়, মশুল্লম, হিস্কি, হেবর, 18 যিশ্মরয়, যিষ্‌লিয় ও যোবব। 19 আর শিমিয়ির সন্তান- যাকীম, সিখ্রি, সব্দি, 20 ইলীয়ৈনয়, সিল্লথয়, ইলীয়েল, 21 অদায়া, বরায়া ও শিম্রৎ। 22 আর শাশকের সন্তান- যিশ্‌পন, এবর, ইলীয়েল, 23 অব্দোন, সিখ্রি, হানন, 24 হনানিয়, এলম, অন্তোথিয়, 25 যিফদিয় ও পনূয়েল। 26 আর যিরোহমের সন্তান- শিম্‌শরয়, শহরিয়, অথলিয়, 27 যারিশিয়, এলিয় ও সিখ্রি। 28 ইঁহারা পিতৃকুলপতি বলিয়া আপন আপন বংশাবলিতে প্রধান ছিলেন, ইঁহারা যিরূশালেমে বাস করিতেন। 29 আর গিবিয়োনের পিতা [যিয়ীয়েল] গিবিয়োনে বাস করিতেন, তাঁহার স্ত্রীর নাম মাখা। 30 তাঁহার জ্যেষ্ঠ পুত্র অব্দোন, অপর সূর, কীশ, বাল, নাদব, 31 গদোর, অহিয়ো ও সখর। 32 আর মিল্কোতের পুত্র শিমিয়। ইঁহারাও আপন ভ্রাতৃগণের সম্মুখে যিরূশালেমে আপন ভ্রাতাদের কাছে বাস করিতেন।
33 নেরের পুত্র কীশ, কীশের পুত্র শৌল, শৌলের পুত্র যোনাথন, মল্কীশূয়, অবীনাদব ও ইশ্‌বাল। 34 আর যোনাথনের পুত্র মরীব্‌-বাল, ও মরীব্‌-বালের পুত্র মীখা। 35 আর মীখার সন্তান- পিথোন, মেলক, তরেয় ও আহস। 36 আহসের সন্তান যিহোয়াদা, যিহোয়াদার সন্তান আলেমৎ, অস্‌মাবৎ ও সিম্রি; সিম্রির সন্তান মোৎসা। 37 মোৎসার পুত্র বিনিয়া, তাহার পুত্র রফায়, তাহার পুত্র ইলীয়াসা, তাহার পুত্র আৎসেল। 38 আৎসেলের ছয় পুত্র; তাহাদের নাম এই এই- অস্রীকাম, বোখরূ, ইশ্মায়েল, শিয়রিয়, ওবদিয় ও হানান; 39 ইহারা সকলে আৎসেলের সন্তান। আর তাহার ভ্রাতা এশকের সন্তান- জ্যেষ্ঠ পুত্র ঊলম, দ্বিতীয় যিয়ূশ ও তৃতীয় এলীফেলট। 40 আর ঊলমের পুত্রগণ বলবান বীর ও ধনুর্ধর ছিল, এবং তাহাদের পুত্র পৌত্র অনেক ছিল, একশত পঞ্চাশ জন; ইহারা সকলে বিন্যামীন-সন্তান।

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

YouVersion uses cookies to personalize your experience. By using our website, you accept our use of cookies as described in our Privacy Policy