YouVersion Logo
Search Icon

১ বংশাবলি ৪

1 যিহূদার-সন্তান- পেরস, হিষ্রোণ, কর্মী, হূর ও শোবল। 2 আর শোবলের সন্তান রায়া, রায়ার সন্তান যহৎ ও যহতের সন্তান অহূময় ও লহদ; এই সকল সরাথীয় গোষ্ঠী। 3 আর এই সকল ঐটমের পিতার সন্তান- যিষ্রিয়েল, যিশ্মা, যিদ্‌বশ; তাঁহাদের ভগিনীর নাম হৎসলিল-পোনী। 4 আর গাদোরের পিতা পনূয়েল, ও হূশের পিতা এসর। ইহারা বৈৎলেহমের পিতা ইফ্রাথার জ্যেষ্ঠ পুত্র হূরের সন্তান।
5 তকোয়ের পিতা অস্‌হূরের দুই স্ত্রী ছিল, হিলা ও নারা। 6 নারা তাহার ঔরসে অহুষমকে, হেফরকে, তৈমিনিকে ও অহষ্টরিকে প্রসব করিল। এই সকল নারার সন্তান। 7 আর হিলার সন্তান- সেরৎ, যিৎসোহর ও ইৎনন। 8 আর হক্কোষের সন্তান- আনূব ও সোবেবা, এবং হারুমের পুত্র অহর্হলের গোষ্ঠী সকল। 9 আর যাবেষ আপন ভ্রাতৃগণের মধ্যে সর্বাপেক্ষা সম্ভ্রান্ত ছিলেন; তাঁহার মাতা তাঁহার নাম যাবেষ রাখিয়া বলিয়াছিলেন, আমি ত দুঃখেতে প্রসব করিলাম। 10 আর যাবেষ ইস্রায়েলের ঈশ্বরকে ডাকিলেন, কহিলেন, আহা, তুমি সত্যই আমাকে আশীর্বাদ কর, আমার অধিকার বৃদ্ধি কর, ও তোমার হস্ত আমার সঙ্গে সঙ্গে থাকুক; আর আমি যেন দুঃখ প্রাপ্ত না হই, এই জন্য মন্দ হইতে আমাকে রক্ষা কর। তাহাতে ঈশ্বর তাঁহার যাচিত বিষয় দান করিলেন।
11 শূহের ভ্রাতা কলূবের পুত্র মহীর, সে ইষ্টোনের পিতা। 12 ইষ্টোনের পুত্র বৈৎরাফা ও পাসেহ, এবং ঈরনাহসের পিতা তহিন্ন; এই সকলে রেকার লোক। 13 আর কনসের পুত্র অৎনীয়েল ও সরায়, এবং অৎনীয়েলের পুত্র হথৎ। 14 আর মিয়োনোথয়ের পুত্র অফ্রা আর সরায়ের পুত্র শিল্পকারদের উপত্যকা-নিবাসিগণের পিতা যোয়াব, কেননা তাহারা শিল্পকার ছিল। 15 আর যিফুন্নির পুত্র কালেবের সন্তান- ঈরূ, এলা ও নয়ম, এবং এলার সন্তানগণ, ও কনস। 16 আর যিহলিলেলের সন্তান- সীফ, সীফা, তীরিয় ও অসারেল। 17 আর ইষ্রার সন্তান- যেথর, মেরদ, এফর ও যালোন, এবং [মেরদের মিসরীয় স্ত্রীর] গর্ভে মরিয়ম, শম্ময় ও ইষ্টিমোয়ের পিতা যিশ্‌বহ জন্মিল। 18 আর তাহার যিহূদীয়া স্ত্রী গদোরের পিতা যেরদকে, সোখোর পিতা হেবরকে, ও সানোহের পিতা যিকুথীয়েলকে প্রসব করিল। উহারা ফরৌণের কন্যা বিথিয়ার সন্তান, যাহাকে মেরদ বিবাহ করিয়াছিল। 19 নহমের ভগিনী হোদিয়ের স্ত্রীর সন্তান গর্মীয় কিয়ীলার পিতা ও মাখাতীয় ইষ্টিমোয়। 20 আর শীমোনের সন্তান- অম্নোন, রিন্ন, বিন্‌-হানন, তীলোন। আর যিশীর সন্তান সোহেৎ ও বিন্‌-সোহেৎ।
21 যিহূদার পুত্র শেলার সন্তান- লেকার পিতা এর, ও মারেশার পিতা লাদা এবং অসবেয়ের কুলজাত যে লোকেরা মসীনাবস্ত্র বুনিত, তাহাদের সকল গোষ্ঠী, 22 আর যোকীম ও কোষেবার লোক এবং যোয়াশ ও সারফ নামে মোয়াবের দুই শাসনকর্তা, ও যাশূবিলেহম। এ অতি পুরাতন কথা। 23 ইহারা কুম্ভকার ছিল, এবং নতায়ীমে ও গদেরায় বাস করিত; তাহারা রাজকার্য করিবার জন্য সেই স্থানে তাঁহার নিকটে বাস করিত।
শিমিয়োনের বংশাবলি
24 শিমিয়োনের সন্তান- নমূয়েল, যামীন, যারীব, সেরহ, শৌল। 25 তাহার পুত্র শল্লুম, তাহার পুত্র মিব্‌সম, তাহার পুত্র মিশ্‌ম। 26 মিশ্‌মের সন্তান- তাহার পুত্র হম্মুয়েল, তাহার পুত্র শক্কূর, তাহার পুত্র শিময়ি। 27 শিময়ির ষোল পুত্র ও ছয় কন্যা ছিল, কিন্তু তাহার ভ্রাতাদের অনেক সন্তান ছিল না, এবং তাহাদের সমস্ত গোষ্ঠী যিহূদা-সন্তানদের ন্যায় বৃদ্ধি পাইল না। 28 তাহারা বের্‌-শেবাতে, মোলাদাতে, হৎসর-শূয়ালে, 29 বিলহাতে, এৎসমে, তোলদে, 30 বথূয়েলে, হর্মাতে, সিক্লগে, বৈৎ-মর্কাবোতে, হৎসর-সূষীমে, 31 বৈৎ-বিরীতে ও শারয়িমে বাস করিত; দায়ূদের রাজত্ব পর্যন্ত তাহাদের এই সকল নগর ছিল। 32 আর তাহাদের গ্রাম ঐটম, ঐন, রিম্মোণ, তোখেন ও আশন, পাঁচ নগর; 33 আর বাল পর্যন্ত এই সকল নগরের চতুর্দিকস্থিত সমস্ত গ্রাম তাহাদের ছিল। এই সকল তাহাদের নিবাস স্থান, আর তাহাদের নিজ বংশাবলি আছে।
34 আর মশোবব, যম্লেক, অমৎসিয়ের পুত্র যোশঃ, 35 আর যোয়েল এবং অসীয়েলের সন্তান সরায়ের সন্তান যোশিবিয়ের সন্তান যেহূ; 36 আর ইলিয়ৈনয়, যাকোবা, যিশোহায়, অসায়, অদীয়েল, যিশীমীয়েল ও বনায়; 37 এবং শময়িয়ের সন্তান শিম্রির সন্তান যিদয়িয়ের সন্তান অলোনের সন্তান শিফির সন্তান সীষঃ; 38 স্ব স্ব নামে উল্লিখিত এই লোকেরা আপন আপন গোষ্ঠীর মধ্যে অধ্যক্ষ ছিল, এবং ইহাদের সকল পিতৃকুল অতিশয় বৃদ্ধি পাইল।
39 তাহারা তাহাদের পশুপালের জন্য চরাণির সন্ধানে গদোরের প্রবেশস্থানে উপত্যকার পূর্বপার্শ্ব পর্যন্ত গেল। 40 তাহারা বহু তৃণযুক্ত উত্তম চরাণি পাইল, আর সেই দেশ প্রশস্ত, প্রশান্ত ও নির্বিরোধ ছিল; কারণ হাম বংশীয়েরা পূর্বে সেই স্থানে বাস করিত। 41 যিহূদার হিষ্কিয় রাজার সময়ে স্ব স্ব নামে লিখিত ঐ লোকেরা গিয়া সেই লোকদের তাম্বু ও তথায় প্রাপ্ত মিয়ূনীয়দের আঘাত করিয়া নিঃশেষে বিনষ্ট করিল; অদ্যাপি সেইরূপ আছে; পরে তাহারা উহাদের পরিবর্তে বসতি করিল, কেননা সেই স্থানে তাহাদের পালের জন্য চরাণি ছিল। 42 আর তাহাদের কতকগুলি লোক, অর্থাৎ শিমিয়োন-সন্তানদের মধ্যে পাঁচ শত লোক যিশীর সন্তান পলটিয়, নিয়রিয়, রফায়িয় ও উষীয়েলকে সেনাপতি করিয়া সেয়ীর পর্বতে গেল। 43 আর অমালেকীয়দের যে লোকেরা পলায়ন দ্বারা রক্ষা পাইয়াছিল, তাহাদের আঘাত করিয়া সেই স্থানে বসতি করিল; অদ্যাপি করিতেছে।

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

YouVersion uses cookies to personalize your experience. By using our website, you accept our use of cookies as described in our Privacy Policy