রোমীয় 6:17-18
রোমীয় 6:17-18 BENGALCL-BSI
ঈশ্বরকে ধন্যবাদ, যে তোমরা একদিন পাপের দাস ছিলে কিন্তু যে শিক্ষা তোমরা পেয়েছ, যে আদর্শ তোমাদের সামনে রাখা হয়েছে, আজ একনিষ্ঠ বাধ্যতায় তোমরা তার অনুসরণ করে চলেছ। পাপের কবল থেকে মুক্ত হয় তোমরা এখন ন্যায়সঙ্গত আচরণের জন্য ঈশ্বরের দাস হয়েছ।





