গণনা পুস্তক 21
21
কনানীদের পরাজয়
1আরাদ-এর রাজা শুনতে পেলেন যে ইসরায়েলীরা অথারিম-এর পথ ধরে এগিয়ে আসছে। ইনি ছিলেন নেগেব অঞ্চলের অধিবাসী, জাতিতে কনানী। তিনি তখন ইসরায়েলীদের আক্রমণ করলেন ও তাদের কিছু লোককে বন্দী করে নিয়ে গেলেন।#গণনা 33:40 2ইসরায়েলীরা তখন প্রভু পরমেশ্বরের কাছে মানত করে বলল, তুমি যদি এদের বিরুদ্ধে আমাদের জয়ী কর তাহলে আমরা এদের জনপদগুলি নিঃশেষে ধ্বংস করব। 3প্রভু পরমেশ্বর ইসরায়েলীদের আবেদন গ্রাহ্য করে তাদের হাতে কনানীদের সমর্পণ করলেন। ইসরায়েলীদের তখন কনানীদের এবং তাদের সমস্ত নগর জনপদ সমূলে ধ্বংস করল। এইজন্য সেই স্থানের নাম দেওয়া হল হর্মা (বিনাশ)।
সর্পদংশন ও তার প্রতিকার
4ইসরায়েলীরা হোর পর্বথ ছেড়ে ইদোম দেশের পাশ দিয়ে লোহিত সাগরের দিকে যাত্রা করল। কিন্তু পথে যেতে যেতে তাদের মন আবার বিক্ষুব্ধ হয়ে উঠল।#দ্বি.বি. 2:1 5তারা ঈশ্বর ও মোশির বিরুদ্ধে অভিযোগ করে বলল, এই মরু প্রান্তরে আমাদের মেরে ফেলার জন্যই কি তোমরা মিশর থেকে আমাদের বার করে এনেছ? এখানে খাদ্য কিংবা জল কিছুই নেই। এই একঘেয়ে খাবার খেয়ে আমাদের অরুচি ধরে গেছে।#১ করি 10:9
6এ কথা শুনে প্রভু পরমেশ্বর লোকদের মধ্যে তীব্র বিষধর সাপের ঝাঁক পাঠিয়ে দিলেন। সর্পদংশনে ইসরায়েলীদের অনেকে মারা গেল। 7ইসরায়েলীরা তখন মোশির কাছে গিয়ে বলল, প্রভু পরমেশ্বরের ও তোমার বিরুদ্ধে বচসা করে আমরা সত্যিই পাপ করেছি। তুমি এখন তাঁর কাছে বিনতি কর যেন তিনি আমাদের কাছ থেকে এই সাপের ঝাঁক দূর করে দেন। মোশি জনতার জন্য প্রভু পরমেশ্বরের কাছে বিনতি জানালেন। 8প্রভু পরমেশ্বর তখন মোশিকে বললেন, তুমি একটি বিষধর সাপের মূর্তি তৈরী করে সেটিকে দণ্ডের উপরে স্থাপন কর। সর্পদষ্ট কোন লোক তার দিকে তাকালে সে বেঁচে যাবে। 9মোশি তখন একটি পিতলের সাপ তৈরী করে দণ্ডের উপরে স্থাপন করলেন। তার পর থেকে কাউকে সাপে কামড়ালে সে ঐ পিতলের সাপের দিকে তাকালেই বেঁচে যেত।#২ রাজা 18:4; যোহন 3:14
ইসরায়েলীদের মোয়াব দেশে যাত্রা
10তারপর ইসরায়েলীরা সেখান থেকে ওবোত-এ এসে শিবির স্থাপন করল। 11ওবোত থেকে তারা আবার মোয়াব দেশের পূর্বদিকে ইয়ি-অবারিম-এর প্রান্তরে এসে শিবির স্থাপন করল। 12সেখান থেকে তারা সেরদ উপত্যকায় এসে শিবির স্থাপন করল। 13আবার সেখান থেকে অর্ণোনের অপর পারে ইমোরীদের দেশের কাছাকাছি একটি প্রান্তরে এসে শিবির স্থাপন করল। মোয়াব ও ইমোরীদের অঞ্চলের মাঝখানে অবস্থিত অর্ণোন পর্যন্ত মোয়াবের সীমানা। 14প্রভু পরমেশ্বরের যুদ্ধবিগ্রহের বিবরণ যে গ্রন্থে লিপিবদ্ধ হয়েছে তাতে এই সীমানা সম্বন্ধে বলা হয়েছে:
“শুফা অঞ্চলের বাহেব,
আর্ণোনের গিরিখাত
15ও তার পার্শ্ববর্তী অঞ্চল
আর্ নামক জনপদ পর্যন্ত বিস্তৃত
এবং মোয়াবের সীমান্তে অবস্থিত।”
16সেখান থেকে তারা বের (কূপ) নামক স্থানে গেল। এখানে ছিল সেই কূপ, যার সম্পর্কে প্রভু পরমেশ্বর মোশিকে বলেছিলেন, তুমি লোকদের একত্র কর, আমি তাদের জল পান করাব। 17ইসরায়েলীরা তখন গেয়েছিল এই গানঃ
উচ্ছলিত হও হে কূপ!
অভিনন্দিত করি তোমায় গানে গানে।
18খনন করেছিলেন এ কূপ
রাজপুরুষেরা
খনন করেছিলাম গোষ্ঠীপতিরা
রাজদণ্ড ও যষ্টি দিয়ে।
19সেখানকার প্রান্তর থেকে তারা মত্তানায়, মত্তানা থেকে নহ্লিয়েলে, 20নহ্লিয়েল থেকে বামোৎ-এ ও বামোৎ থেকে মোয়াবের উপত্যকা দিয়ে মরুভূমির মুখোমুখি পিস্গা পর্বতে গিয়ে পৌঁছাল।
সিহোন ও ওগের পরাজয়
(দ্বি.বি. 2:26—3:11)
21ইসরায়েলীরা দূত পাঠিয়ে ইমোরীদের রাজা সিহোনের কাছে আবেদন জানাল। 22আপনার রাজ্যের মধ্য দিয়ে আমাদের যেতে দিন। আমরা শস্যক্ষেত্রে কিংবা দ্রাক্ষাকুঞ্জে প্রবেশ করব না, কূপের জলও পান করব না। আমরা রাজপথ ধরেই আপনার সীমানা পেরিয়ে যাব। 23কিন্তু সিহোন তাঁর রাজ্যের ভিতর দিয়ে ইসরায়েলীদের যাওয়ার অনুমতি দিলেন না। তিনি তাঁর প্রজাদের একত্র করে ইসরায়েলীদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রান্তরে একত্র হলেন এবং জাহস্-এ এসে ইসরায়েলীদের আক্রমণ করলেন। 24ইসরায়েলীরা তরবারির আঘাতে তাঁকে হত্যা করে অর্ণোন থেকে অম্মোনীদের প্রান্ত সীমা যাব্বোক পর্যন্ত এলাকা দখল করে নিল। 25ইসরায়েলীরা সেখানকার সমস্ত জনপদ অধিকার করে নিল। ইমোরীদের সমস্ত নগর হিষবোণ এবং তার পাশ্ববর্তী জনপদগুলিতে তারা বাস করতে লাগল। 26হিষ্বোণ ছিল ইমোরীদের রাজা সিহোনের রাজধানী। তিনি মোয়াবের প্রাক্তন রাজার বিরুদ্ধে যুদ্ধ করে অর্ণোন পর্যন্ত তাঁর এলাকা দখল করে নিয়েছিলেন। 27এই জন্যই চারণ কবিরা গান গায়:
“তোমরা হিষ্বোণে এস,
সিহোনের রাজধানী হোক সুদৃঢ়,
পুর্নগঠিত।
28কেননা হিষ্বোণে প্রজ্বলিত অগ্নি,
সিহোনের রাজ ধানী থেকে নির্গত বহ্নিশিখা
গ্রাস করল মোয়াবের অর্ নগরী,
নিশ্চিহ্ন করল অর্ণোনের
মালভূমির অধিপতিদের।#যির 48:45-46
29ধিক্ তোমায়,
হে মোয়াব! হে কেমোশ দেবতার প্রজাবৃন্দ,
তোমাদের হল সর্বনাশ,
সে তার পুত্রদের করল পলাতক,
কন্যাদের বন্দিনীরূপে তুলে দিল
ইমোরীদের রাজা সিহোনের হাতে।
30হিষবোণ থেকে দীবোন পর্যন্ত
তাদের বংশধরেরা সকলেই বিলুপ্ত,
নোফা থেকে মেদবা পর্যন্ত
বিস্তৃত অঞ্চল আমরা করেছি বিধ্বস্ত।”#21:30 হিব্রু: অস্পষ্ট
31এই ভাবে ইসরায়েলীরা ইমোরীদের দেশে বাস করতে লাগল। 32এর পরে মোশি যাসের অঞ্চলের খোঁজখবর নেওয়ার জন্য লোক পাঠালেন। তারা সেখানকার জনপদগুলি দখল করে নিল এবং সেখানকার অধিবাসী ইমোরীদের তাড়িয়ে দিল।
33তারপর সেখান থেকে ইসরায়েলীরা বাশানের পথ ধরে এগিয়ে গেল। বাশানের রাজা ওগ সদলবলে ইসরায়েলীদের সঙ্গে যুদ্ধ করতে ইদ্রিয়ীতে এলেন। 34প্রভু পরমেশ্বর তখন মোশিকে বললেন, তুমি একে ভয় করো না কারণ আমি একে, এর প্রজাদের এবং এর রাজ্য সবই তোমার হাতে সমর্পণ করলাম। তুমি হিষবোণ নিবাসী ইমোরীদের রাজা সিহোনের যে দশা করেছ এরও তাই করবে। 35ইস্রায়েলীরা তাঁকে এবং তাঁর সন্তানসন্ততি ও প্রজাদের নির্বিশেষে অস্ত্রাঘাতে সংহার করল। তাদের কেউ আর অবশিষ্ট রইল না। তারপর তাঁর দেশ তারা অধিকার করে নিল।
Currently Selected:
গণনা পুস্তক 21: BENGALCL-BSI
Highlight
Share
Copy

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Bengali C.L. Bible, পবিএ বাইবেল C.L.
Copyright © 2016 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.
গণনা পুস্তক 21
21
কনানীদের পরাজয়
1আরাদ-এর রাজা শুনতে পেলেন যে ইসরায়েলীরা অথারিম-এর পথ ধরে এগিয়ে আসছে। ইনি ছিলেন নেগেব অঞ্চলের অধিবাসী, জাতিতে কনানী। তিনি তখন ইসরায়েলীদের আক্রমণ করলেন ও তাদের কিছু লোককে বন্দী করে নিয়ে গেলেন।#গণনা 33:40 2ইসরায়েলীরা তখন প্রভু পরমেশ্বরের কাছে মানত করে বলল, তুমি যদি এদের বিরুদ্ধে আমাদের জয়ী কর তাহলে আমরা এদের জনপদগুলি নিঃশেষে ধ্বংস করব। 3প্রভু পরমেশ্বর ইসরায়েলীদের আবেদন গ্রাহ্য করে তাদের হাতে কনানীদের সমর্পণ করলেন। ইসরায়েলীদের তখন কনানীদের এবং তাদের সমস্ত নগর জনপদ সমূলে ধ্বংস করল। এইজন্য সেই স্থানের নাম দেওয়া হল হর্মা (বিনাশ)।
সর্পদংশন ও তার প্রতিকার
4ইসরায়েলীরা হোর পর্বথ ছেড়ে ইদোম দেশের পাশ দিয়ে লোহিত সাগরের দিকে যাত্রা করল। কিন্তু পথে যেতে যেতে তাদের মন আবার বিক্ষুব্ধ হয়ে উঠল।#দ্বি.বি. 2:1 5তারা ঈশ্বর ও মোশির বিরুদ্ধে অভিযোগ করে বলল, এই মরু প্রান্তরে আমাদের মেরে ফেলার জন্যই কি তোমরা মিশর থেকে আমাদের বার করে এনেছ? এখানে খাদ্য কিংবা জল কিছুই নেই। এই একঘেয়ে খাবার খেয়ে আমাদের অরুচি ধরে গেছে।#১ করি 10:9
6এ কথা শুনে প্রভু পরমেশ্বর লোকদের মধ্যে তীব্র বিষধর সাপের ঝাঁক পাঠিয়ে দিলেন। সর্পদংশনে ইসরায়েলীদের অনেকে মারা গেল। 7ইসরায়েলীরা তখন মোশির কাছে গিয়ে বলল, প্রভু পরমেশ্বরের ও তোমার বিরুদ্ধে বচসা করে আমরা সত্যিই পাপ করেছি। তুমি এখন তাঁর কাছে বিনতি কর যেন তিনি আমাদের কাছ থেকে এই সাপের ঝাঁক দূর করে দেন। মোশি জনতার জন্য প্রভু পরমেশ্বরের কাছে বিনতি জানালেন। 8প্রভু পরমেশ্বর তখন মোশিকে বললেন, তুমি একটি বিষধর সাপের মূর্তি তৈরী করে সেটিকে দণ্ডের উপরে স্থাপন কর। সর্পদষ্ট কোন লোক তার দিকে তাকালে সে বেঁচে যাবে। 9মোশি তখন একটি পিতলের সাপ তৈরী করে দণ্ডের উপরে স্থাপন করলেন। তার পর থেকে কাউকে সাপে কামড়ালে সে ঐ পিতলের সাপের দিকে তাকালেই বেঁচে যেত।#২ রাজা 18:4; যোহন 3:14
ইসরায়েলীদের মোয়াব দেশে যাত্রা
10তারপর ইসরায়েলীরা সেখান থেকে ওবোত-এ এসে শিবির স্থাপন করল। 11ওবোত থেকে তারা আবার মোয়াব দেশের পূর্বদিকে ইয়ি-অবারিম-এর প্রান্তরে এসে শিবির স্থাপন করল। 12সেখান থেকে তারা সেরদ উপত্যকায় এসে শিবির স্থাপন করল। 13আবার সেখান থেকে অর্ণোনের অপর পারে ইমোরীদের দেশের কাছাকাছি একটি প্রান্তরে এসে শিবির স্থাপন করল। মোয়াব ও ইমোরীদের অঞ্চলের মাঝখানে অবস্থিত অর্ণোন পর্যন্ত মোয়াবের সীমানা। 14প্রভু পরমেশ্বরের যুদ্ধবিগ্রহের বিবরণ যে গ্রন্থে লিপিবদ্ধ হয়েছে তাতে এই সীমানা সম্বন্ধে বলা হয়েছে:
“শুফা অঞ্চলের বাহেব,
আর্ণোনের গিরিখাত
15ও তার পার্শ্ববর্তী অঞ্চল
আর্ নামক জনপদ পর্যন্ত বিস্তৃত
এবং মোয়াবের সীমান্তে অবস্থিত।”
16সেখান থেকে তারা বের (কূপ) নামক স্থানে গেল। এখানে ছিল সেই কূপ, যার সম্পর্কে প্রভু পরমেশ্বর মোশিকে বলেছিলেন, তুমি লোকদের একত্র কর, আমি তাদের জল পান করাব। 17ইসরায়েলীরা তখন গেয়েছিল এই গানঃ
উচ্ছলিত হও হে কূপ!
অভিনন্দিত করি তোমায় গানে গানে।
18খনন করেছিলেন এ কূপ
রাজপুরুষেরা
খনন করেছিলাম গোষ্ঠীপতিরা
রাজদণ্ড ও যষ্টি দিয়ে।
19সেখানকার প্রান্তর থেকে তারা মত্তানায়, মত্তানা থেকে নহ্লিয়েলে, 20নহ্লিয়েল থেকে বামোৎ-এ ও বামোৎ থেকে মোয়াবের উপত্যকা দিয়ে মরুভূমির মুখোমুখি পিস্গা পর্বতে গিয়ে পৌঁছাল।
সিহোন ও ওগের পরাজয়
(দ্বি.বি. 2:26—3:11)
21ইসরায়েলীরা দূত পাঠিয়ে ইমোরীদের রাজা সিহোনের কাছে আবেদন জানাল। 22আপনার রাজ্যের মধ্য দিয়ে আমাদের যেতে দিন। আমরা শস্যক্ষেত্রে কিংবা দ্রাক্ষাকুঞ্জে প্রবেশ করব না, কূপের জলও পান করব না। আমরা রাজপথ ধরেই আপনার সীমানা পেরিয়ে যাব। 23কিন্তু সিহোন তাঁর রাজ্যের ভিতর দিয়ে ইসরায়েলীদের যাওয়ার অনুমতি দিলেন না। তিনি তাঁর প্রজাদের একত্র করে ইসরায়েলীদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রান্তরে একত্র হলেন এবং জাহস্-এ এসে ইসরায়েলীদের আক্রমণ করলেন। 24ইসরায়েলীরা তরবারির আঘাতে তাঁকে হত্যা করে অর্ণোন থেকে অম্মোনীদের প্রান্ত সীমা যাব্বোক পর্যন্ত এলাকা দখল করে নিল। 25ইসরায়েলীরা সেখানকার সমস্ত জনপদ অধিকার করে নিল। ইমোরীদের সমস্ত নগর হিষবোণ এবং তার পাশ্ববর্তী জনপদগুলিতে তারা বাস করতে লাগল। 26হিষ্বোণ ছিল ইমোরীদের রাজা সিহোনের রাজধানী। তিনি মোয়াবের প্রাক্তন রাজার বিরুদ্ধে যুদ্ধ করে অর্ণোন পর্যন্ত তাঁর এলাকা দখল করে নিয়েছিলেন। 27এই জন্যই চারণ কবিরা গান গায়:
“তোমরা হিষ্বোণে এস,
সিহোনের রাজধানী হোক সুদৃঢ়,
পুর্নগঠিত।
28কেননা হিষ্বোণে প্রজ্বলিত অগ্নি,
সিহোনের রাজ ধানী থেকে নির্গত বহ্নিশিখা
গ্রাস করল মোয়াবের অর্ নগরী,
নিশ্চিহ্ন করল অর্ণোনের
মালভূমির অধিপতিদের।#যির 48:45-46
29ধিক্ তোমায়,
হে মোয়াব! হে কেমোশ দেবতার প্রজাবৃন্দ,
তোমাদের হল সর্বনাশ,
সে তার পুত্রদের করল পলাতক,
কন্যাদের বন্দিনীরূপে তুলে দিল
ইমোরীদের রাজা সিহোনের হাতে।
30হিষবোণ থেকে দীবোন পর্যন্ত
তাদের বংশধরেরা সকলেই বিলুপ্ত,
নোফা থেকে মেদবা পর্যন্ত
বিস্তৃত অঞ্চল আমরা করেছি বিধ্বস্ত।”#21:30 হিব্রু: অস্পষ্ট
31এই ভাবে ইসরায়েলীরা ইমোরীদের দেশে বাস করতে লাগল। 32এর পরে মোশি যাসের অঞ্চলের খোঁজখবর নেওয়ার জন্য লোক পাঠালেন। তারা সেখানকার জনপদগুলি দখল করে নিল এবং সেখানকার অধিবাসী ইমোরীদের তাড়িয়ে দিল।
33তারপর সেখান থেকে ইসরায়েলীরা বাশানের পথ ধরে এগিয়ে গেল। বাশানের রাজা ওগ সদলবলে ইসরায়েলীদের সঙ্গে যুদ্ধ করতে ইদ্রিয়ীতে এলেন। 34প্রভু পরমেশ্বর তখন মোশিকে বললেন, তুমি একে ভয় করো না কারণ আমি একে, এর প্রজাদের এবং এর রাজ্য সবই তোমার হাতে সমর্পণ করলাম। তুমি হিষবোণ নিবাসী ইমোরীদের রাজা সিহোনের যে দশা করেছ এরও তাই করবে। 35ইস্রায়েলীরা তাঁকে এবং তাঁর সন্তানসন্ততি ও প্রজাদের নির্বিশেষে অস্ত্রাঘাতে সংহার করল। তাদের কেউ আর অবশিষ্ট রইল না। তারপর তাঁর দেশ তারা অধিকার করে নিল।
Currently Selected:
:
Highlight
Share
Copy

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Bengali C.L. Bible, পবিএ বাইবেল C.L.
Copyright © 2016 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.