YouVersion Logo
Search Icon

নহুম 2

2
নীনবীর পতন
1হে নীনবী, সর্বনাশ উপস্থিত।
আক্রমণকারী এসে পড়েছে,
তোমার ধ্বংস অনিবার্য। দুর্গ রক্ষা কর,
পথে পাহারা বসাও, কোমর বেঁধে তৈরী হও,
সর্বশক্তি নিয়োগে তৎপর হও।
2(শত্রুদের হাতে বিধ্বস্ত ইসরায়েলের হৃতগৌরব পরমেশ্বর উদ্ধার করতে চলেছেন।)
3শত্রুপক্ষের সেনাবাহিনীর হাতে রক্তবর্ণ ঢাল,
রক্তিম পোষাকে তারা সজ্জিত,
তাদের সারিবদ্ধ রথ যেন অগ্নিশিখা,
আক্রমণে উদ্যত অশ্বারোহীবাহিনী উত্তেজনায় অস্থির।
4তাদের রথগুলি নগরে ঢুকে পড়েছে,
তীব্রগতিতে পথেঘাটে ছোটাছুটি করছে,
যেন জ্বলন্ত মশাল বিদ্যুৎগতিতে ছুটছে।
দুর্গ আক্রমণে তারা উদ্যত।
5নীনবীর বাছাই করা সৈন্যদের কাছে হুকুম এল,
ঊর্ধ্বশ্বাসে ছুটল তারা নগরপ্রাকারের দিকে,
ব্যূহ রচিত হল প্রতিরোধের জন্য।
6অকস্মাৎ ভেঙ্গে পড়ল নদীদ্বার
রাজপ্রাসাদ পূর্ণ হল আতঙ্কিত কোলাহলে।
7নীনবীর রাণী#2:7 ভাষান্তর: নীনবীর অধিষ্ঠাত্রী দেবী এস্তার। বন্দিনী#2:7 নীনবীর একটি প্রতীক নাম। হলেন। তাঁকে নিয়ে গেল#2:7 পাঠান্তর: নিরাভরণ, নিরাবরণ করে নিয়ে গেল। নির্বাসনে।
শোকাহত দাসীরা কপোতের মত গুমরাচ্ছে,
বক্ষে করাঘাত করে বিলাপ করছে।
8নীনবী যেন একটি জলাধার সেখান থেকে
জলস্রোতের মত লোক পালাচ্ছে। সেখানে ধ্বনি উঠছে:
স্থির হও, স্থির হও।
কিন্তু কে কার কথা শোনে!
9লুঠে নাও সোনারূপো এখানে রয়েছে অফুরন্ত মূল্যবান সামগ্রী,
রয়েছে অঢেল ধনরাশি।
10নীনবী লুণ্ঠিত! বিধ্বস্ত! পরিত্যক্ত! ভগ্নহৃদয়,
জানু শিথিল, হতাশায় বিহ্বল! সবার মুখে কালো ছায়া।
11কোথায় গেল সেই নগরী যা ছিল সিংহের গুহাতুল্য,
যেখানে লালিত হত সিংহ শাবকেরা শাবকদের নিয়ে সিংহ-সিংহীরা যেখানে নির্ভয়ে বাস করত?
12সিংহ ও সিংহী তার শাবকদের জন্য
প্রচুর পরিমাণে শিকার করে আনত?
শিকারের প্রাচুর্যে পূর্ণ হয়ে থাকত তার গুহা,
নিহত পশুর ছিন্নভিন্ন দেহ ছড়িয়ে থাকত সেখানে।
13সর্বাধিপতি প্রভু বলেনঃ দেখ, আমি তোমাদের প্রতি বিরূপ, তোমাদের সিংহবাহিনী আমি ভস্মীভূত করব, তোমাদের তরুণ কেশরীরা তরবারি দ্বারা নিহত হবে। তোমাদের লুঠ করে আনা সমস্ত সম্পদ আমি কেড়ে নেব। তোমাদের রাজদূতদের কণ্ঠস্বর আর কখনো শোনা যাবে না।

Currently Selected:

নহুম 2: BENGALCL-BSI

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in