YouVersion Logo
Search Icon

যিহোশূয়ের পুস্তক 12

12
মোশির হাতে পরাজিত নৃপতিদের তালিকা
1জর্ডনের অপর পারে পূর্বদিকে ইসরায়েলীরা যে দুজন রাজাকে পরাস্ত করে তাঁদের দেশ অর্থাৎ আর্ণোন উপত্যকা থেকে হার্মোন পর্বত পর্যন্ত এবং পূর্বদিকে সমগ্র আরাবা উপত্যকা দখল করে নিয়েছিল, তাদের তালিকা:#গণনা 21:21-35; দ্বি.বি. 2:26—3:11 2ইমোরীদের রাজা সিহোন। এঁর রাজধানী ছিল হিষ্‌বোনে। তাঁর রাজ্যের চতুঃসীমা ছিল আর্ণোন উপত্যকার প্রান্তে আরোয়ের থেকে উপত্যকার মধ্যভাগ এবং গিলিয়দ প্রদেশের অর্ধাংশ আম্মোনীদের সীমান্ত যাব্বোক নদী পর্যন্ত, 3আরাবা উপত্যকায় কিন্নেরৎ হ্রদের পূর্বতীর পর্যন্ত। বেথ যেশিমোৎ-এর দিকে আরাবা উপসাগর অর্থাৎ মরুসাগর পর্যন্ত। দক্ষিণে পিস্‌গা পর্বতের সানুদেশ পর্যন্ত।
4বাশানের রাজা ওগ। ইনি রফায়িমদের অবশিষ্ট বংশধরদের একজন। তিনি অষ্টারোৎ এবং ইদ্রিয়ীতে বাস করতেন। 5হার্মোন পর্বত, সল্‌খা, গেশুরী ও মাখাথী জাতির সীমান্ত পর্যন্ত সমগ্র বাশান প্রদেশ এবং হিষবোনের রাজা সিহোনের রাজ্যের সীমানা পর্যন্ত ও গিলিয়দ প্রদেশের অপর অর্ধাংশ ছিল তাঁর অধিকারে।
6প্রভু পরমেশ্বরের সেবক মোশির নেতৃত্বে ইসরায়েলীরা তাঁদের পরাস্ত করেছিল এবং মোশি রূবেণ গোষ্ঠী, গাদ গোষ্ঠী ও মনঃশি গোষ্ঠীর অর্ধেক লোককে সেই দেশ দখল করার অনুমতি দিয়েছিলেন।#গণনা 32:33; দ্বি.বি. 3:12
যিহোশূয়ের হাতে পরাজিত নৃপতিদের তালিকা
7জর্ডনের পশ্চিম তীরে লেবানন উপত্যকার বেল্-গাদ থেকে সেয়ীর অভিমুখে বিস্তৃত হালাক পর্বত পর্যন্ত এলাকার সমস্ত রাজাকে যিহোশূয় এবং ইসরায়েলীরা পরাজিত করেছিলেন। যিহোশূয় তাদের যে দেশ ইসরায়েলীদের বিভিন্ন গোষ্ঠীর এলাকা নিরূপণ করে তাদের ভোগদখল করার অধিকার দিয়েছিলেন, সেই দেশগুলির বিবরণ এই :
8(এই রাজাদের রাজত্ব ছিল পার্বত্য অঞ্চল, সমতলভূমি, আরাবা উপত্যকা, ঢালু অঞ্চল, মরুপ্রান্তর ও দক্ষিণ অঞ্চল পর্যন্ত বিস্তৃত। এই সব অঞ্চলে হিত্তীয়, ইমোরী, কনানী, পরিষী, হিব্বীয় এবং যিবুষী জাতির লোকেরা বাস করত।
9যিরিহোর রাজা, বেথেল-এর নিকটবর্তী অয়ের রাজা, 10জেরুশালেমের রাজা, হিব্রোণের রাজা, 11যারমুৎ-এর রাজা, লাখীশের রাজা, 12এগ্‌লোনের রাজা, গেজেরের রাজা, 13দবীরের রাজা, গেদেরের রাজা, 14হর্মার রাজা, আরাদের রাজা, 15লিব্‌নার রাজা, আদুল্লামের রাজা, 16মাক্কেদার রাজা, বেথেলের রাজা, 17তাপুয়াহ্-এর রাজা, হেফেরের রাজা, 18আফেরের রাজা, লাশারোণের রাজা, 19মাদোনের রাজা, হাৎসোরের রাজা, 20শিম্রোণ-মেরোণের রাজা, আক্‌ষফের রাজা, 21আনাকের রাজা, মেগিদ্দোর রাজা, 22কেদেশের রাজা, কারমেলের অন্তর্গত যোক্‌নিয়ামের রাজা, 23দোর অঞ্চলে দোরের রাজা, গোয়িম অঞ্চলে গোয়িমের রাজা, 24এবং তিরমার রাজা-সর্বমোট একত্রিশ জন রাজা।)

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in