YouVersion Logo
Search Icon

যোয়েল 3

3
প্রভু পরমেশ্বরের বিচার
1দেখ, সেদিন যখন আমি
যিহুদীয়া ও জেরুশালেমের হৃতগৌরব
পুনরুদ্ধার করব।
2তখন সর্বজাতিকে বিচারের জন্য আমার প্রজাবৃন্দ
তথা আমার একান্ত আপনজন ইসরায়েলীদের
উপর তারা যে অন্যায় করেছে, তার বিচার করব।
কারণ তারা আমার প্রিয়পাত্র
ইসরায়েলীদের ছত্রভঙ্গ করে নানা দেশে
নানা জাতির মাঝে ছড়িয়ে দিয়েছে,
খণ্ড বিখণ্ড করেছে ইসরায়েলকে।
3পাশা চেলে আমার প্রজাদের উপর অধিকার ভাগ করে নিয়েছ,
বালকবালিকাদের ক্রীতদাসরূপে বিক্রয় করে
সেই অর্থ তারা গণিকা ও সুরার জন্য ব্যয় করেছে,
4হে টায়ার, সীদোন ও ফিলিস্তিনী অধ্যুষিত সমগ্র অঞ্চলের অধিবাসী তোমরা কি করতে চাও? কোনও ব্যাপারে কি আমার উপর প্রতিশোধ নিতে চাও? তাই যদি হয় তাহলে জেনো, তার প্রতিফল পেতেও তোমাদের দেরী হবে না।#যিশা 14:29-31; 23:1-18; যির 47:1-7; যিহি 25:15—28:26; আমোস 1:6-10; সফ 2:4-7; সখ 9:1-7; মথি 11:21-22; লুক 10:13-14 5তোমরা আমার সোনা রূপো অপহরণ করেছ, আমার বহুমূল্য সম্পদ তোমাদের মন্দিরে নিয়ে গেছ। 6যিহুদীয়া ও জেরুশালেমের লোকেদের বহুদূরে নিয়ে গিয়ে তোমার স্বদেশ থেকে গ্রীকদের কাছে বিক্রী করেছ। 7কিন্তু যেখানে তোমরা তাদের বিক্রী করেছিলে, সেখান থেকে আমি তাদের উদ্ধার করে আনব। তোমরা এদের প্রতি যে ব্যবহার করেছ, আমি তোমাদের প্রতি সেই ব্যবহারই করব। 8তোমাদের পুত্রকন্যাদের আমি যিহুদীয়ার লোকদের কাছে বিক্রী করব, আর তারা তাদের বিক্রী করবে বহুদূরবর্তী শিবা দেশের মানুষের কাছে—প্রভু বলেছেন এ কথা।
চরম সংগ্রাম
9জাতিবৃন্দের কাছে এই কথা ঘোষণা কর:
তোমরা যুদ্ধের জন্য প্রস্তুত হও,
যোদ্ধাদের আহ্বান কর,
সৈন্য সমাবেশ কর, এগিয়ে যাও।
10তোমরা লাঙ্গলের ফাল ভেঙ্গে তৈরী কর তরবারি,
কাস্তে ভেঙ্গে বর্শা তৈরী কর নিতান্ত দুর্বলও বীরদর্পে এগিয়ে যাক।#যিশা 2:4; মীখা 4:3
11প্রতিবেশী জাতিবৃন্দ তোমাদের সাহায্য করতে এগিয়ে আসুক,
একত্র হোক বিচার ভূমিতে।
(হে প্রভু, তোমার সেনাদলও সমাবেশকর সেখানে)।
শেষ বিচার
12রণসাজে সজ্জিত হয়ে জাতিবৃন্দ
উপস্থিত হোক বিচার ভূমিতে সেখানেই
আমি সকলের বিচার নিষ্পন্ন করব।
13ওদের পাপের ভরা পূর্ণ হয়েছে,
তোমরা অস্ত্র ধর সমূলে বিনাশ কর ওদের।#প্রকা 14:14-16,19-20; 19:15
14অগণিত জনতার সমাবেশ হয়েছে বিচার ভূমিতে
পরমেশ্বরের বিচারের দিন সমাগত,
15চন্দ্র সূর্য ঢেকে গেছে অন্ধকারে,
নক্ষত্ররাজি সংবরণ করেছে দীপ্তি।
ঈশ্বরের আশীর্বাদ
16সিয়োন থেকে প্রভু পরমেশ্বর রণহুঙ্কারে গর্জে উঠেছেন,
জেরুশালেম থেকে ধ্বনিত হচ্ছে তাঁর বজ্রনিনাদ,
আকাশ ও পৃথিবী কম্পমান,
কিন্তু প্রভু তাঁর প্রজাবৃন্দের আশ্রয়স্থল,
ইসরায়েলের দুর্গস্বরূপ।#আমোস 1:2
17এই ঘটনাতেই তোমরা জানবে যে প্রভু তোমাদের ঈশ্বর,
আমার পবিত্র শৈল সিয়োনেই আমার বসতি।
জেরুশালেম হবে পবিত্র নগরী,
আর কখনও এ নগরী হবে না বিজাতীয় পদানত।
18সেদিন পর্বতগাত্র ভরে যাবে দ্রাক্ষাকুঞ্জে পাহাড়ের বুকে চরবে পশুপাল,
যিহুদীয়ার নদী নালা হবে জলে পূর্ণ,
প্রভুর আবাস থেকে নির্গত হবে নির্ঝর,
শিটিমের উপত্যকা সিক্ত হবে তার জলে।
19মিশর হবে পরিত্যক্ত ভূমি,
ইদোম পরিণত হবে পরিত্যক্ত প্রান্তরে
কারণ তারা যিহুদীয়ার অধিবাসীদের নির্যাতন করেছে,
তাদের দেশে তারা করেছে নির্দোষের রক্তপাত
20-21কিন্তু যিহুদীয়া তথা জেরুশালেমে চিরকাল মানুষ বাস করবে বংশপরম্পরায়।
আমি তাদের রক্তের প্রতিশোধ গ্রহণ করব,
নিষ্কৃতি দেব না অপরাধীকে, কারণ আমি তোমাদের প্রভু পরমেশ্বর,
আমার বসতি সিয়োনে।

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in