YouVersion Logo
Search Icon

যোয়েল 1

1
শস্যহানিতে প্রজাদের হাহাকার
1পথুয়েলের পুত্র যোয়েলের কাছে প্রভু পরমেশ্বরের দৈববাণী হল। সেই বাণী নবী যোয়েল ঘোষণা করলেনঃ
2হে প্রবীণেরা শোন, মন দিয়ে শোন যিহুদীয়ার সর্বজন,
তোমাদের কালে কিম্বা
তোমাদের পিতৃপুরুষদের আমলে
কখনও কি ঘটেছে এমন ঘটনা?
3তোমরা নিজেদের সন্তানদের বলো এ কথা,
তারা বলবে তাদের সন্তানদের কাছে,
আর সেই সন্তানেরা পুরুষানুক্রমে
বলবে তাদের বংশধরদের কাছে।
4ঝাঁকে ঝাঁকে পঙ্গপাল সব শস্য গ্রাস করেছে! এক ঝাঁক যদি বা কিছু ফেলে গেল,
পরের ঝাঁক সেটুকুও খেয়ে ফেলেছে, কিছুই বাকী রাখেনি।
5হে প্রমত্তের দল, জাগো, বিলাপ কর,
সুস্বাদু মদিরার জন্য হাহাকার কর হে সুরাপায়ীর দল,
ধ্বংস হয়ে গেছে দ্রাক্ষাকুঞ্জ,সুরা আর পাওয়া যাবে না।
6ঝাঁকে ঝাঁকে পঙ্গপাল আমাদের দেশ আক্রমণ করেছে!
ভয়ঙ্কর তাদের তেজ, সংখ্যায় তারা অগণিত,
ক্ষুরধার তাদের দাঁত।#প্রকা 9:8
7তারা ধ্বংস করেছে আমাদের দ্রাক্ষাক্ষেত্র,
ডুমুরগাছগুলি খেয়ে শেষ করে দিয়েছে,
গাছের ছাল পর্যন্ত তারা খেয়ে ফেলেছে,
শাখাগুলি সাদা হয়ে গেছে।
8ভাবী স্বামীর মৃত্যুতে বাগদত্তা তরুণী যেমন শোকে আকুল হয়ে কাঁদে,
তোমরাও তেমনি আকুল হয়ে কাঁদো।
9প্রভুর মন্দিরে ভোগ ও পেয় নৈবেদ্য নিবেদন করার জন্যও কিছুই নেই!
যাজকেরা বিলাপ করছে, কারণ প্রভু পরমেশ্বরের কাছে অর্ঘ্য নিবেদন বন্ধ হয়েছে!
10শূন্যক্ষেত ধূ ধূ করছে,
দেশের মাটি কাঁদছে!
ফসল শুকিয়ে গেছে,
নতুন দ্রাক্ষারস আর তৈরী হচ্ছে না,
তেলেরও ঘটেছে নিদারুণ অভাব।
11চাষীরা, হাহাকার কর,
বিলাপ কর দ্রাক্ষাকুঞ্জের মজুরেরা,
গম, যব ক্ষেতের সব ফসলই নষ্ট হয়েছে।
12দ্রাক্ষালতা শুকিয়ে গেছে,
রসহীন হয়েছে ডুমুর গাছ, ডালিম,
খেজুর, আপেল গাছেরও সেই দশা,
শুকিয়ে গেছে বাগানের সব গাছ!
মানুষের মনে কোন আনন্দ নেই!
প্রভুর শাস্তি নেমে আসার দিন
13হে যাজকেরা, চটের বসন পর,
মন্দিরে গিয়ে বিলাপ কর সারারাত!
সেবায়েতগণ, তোমরা, যারা বেদী সাজাও বিলাপ কর,
হে ঈশ্বরের সেবকবৃন্দ, চটের বসন পরে বিলাপ কর।
প্রভুর মন্দিরে ভোগ ও পেয় নৈবেদ্যের জন্য কিছুই নেই।
14দেশবাসীকে উপবাসের নির্দেশ দাও,
ধর্মসভা আহ্বান কর।
একত্র কর যিহুদীয়ার নেতৃবৃন্দ ও জনসাধারণকে,
সকলে মিলে তাঁকে ডাক।
15প্রভুর নির্দিষ্ট দিন আসন্ন,
সেইদিন সর্বশক্তিমান প্রভু পরমেশ্বর মহাপ্রলয় ঘটাবেন,
কী ভয়ঙ্কর সেইদিন!#যিশা 13:6
16আমাদের চোখের সামনেই কীভাবে সমস্ত খাদ্যশস্য ধ্বংস হয়ে গেল,
দেখেছ তো? আমাদের ঈশ্বরের মন্দিরে আনন্দ ও উল্লাসের চিহ্নমাত্র আর নেই!
17শুকনো ক্ষেতে বীজ নষ্ট হয়ে গেছে,
শস্যের গোলা শূন্য শস্যভাণ্ডারগুলি ধ্বংস হয়ে গেছে,
কারণ কোন ফসল ফলেনি।
18পশুর দল গোঙাচ্ছে,
গরুর পাল দিশেহারা হয়ে পড়েছে,
শুকিয়ে গেছে ওদের চরাণীর ঘাস, ভেড়ার পালও ঝিমিয়ে পড়েছে।
19হে প্রভু পরমেশ্বর তোমার কাছেই জানাই আমি আর্তনিবেদন,
কারণ চরাণীর মাঠগুলো রোদে জ্বলে খাক্‌ হয়ে গেছে,
গাছপালাগুলোও ঝলসে গেছে।
20বনের পশুরাও তোমার কাছে আর্তনাদ করছে,
কারণ ঝরণা শুকিয়ে গেছে,
আগুনঝরা রোদে তাদের চরাণীও শুকিয়ে গেছে।

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in