YouVersion Logo
Search Icon

যাত্রাপুস্তক 39

39
পুরোহিতদের পরিধেয় বসন
(যাত্রা 28:1-14)
1নীল, বেগুনী ও লাল রং-এর মিহি সুতো দিয়ে তাঁরা প্রভু পরমেশ্বরের পীঠস্থানের যাজকদের এবং হারোণের জন্য পবিত্র পোষাক তৈরী করলেন। প্রভু পরমেশ্বর মোশিকে যেমন নির্দেশ দিয়েছিলেন সেই অনুযায়ী এগুলি করা হল।
2তাঁরা সোনা এবং নীল, বেগুনী, লাল ও সাদা মিহি রেশমী সুতো দিয়ে এফোদ তৈরী করলন। 3সেটিকে শিল্পকর্মশেভিত করার জন্য তাঁরা পেটাই করা সোনার পাত কেটে সরু তার তৈরী করলেন এবং নীল, বেগুনী, লাল ও সাদা রেশমী সুতোর সঙ্গে সেগুলি বোনা হল। 4এফোদটি জোড়া লাগানোর জন্য তাঁরা দুটি কাঁধের পটি তৈরী করে দুই কাঁধে সেই দুটি জুড়ে দিলেন। 5এফোদের উপরে বাঁধার জন্য কোমরবন্ধটিও এফোদের মতই একই উপাদানে তৈরী করা হল। প্রভু পরমেশ্বর মোশিকে যেমন নির্দেশ দিয়েছিলেন সেই মতই সোনা এবং নীল, বেগুনী, লাল ও সাদা মিহি রেশমী সুতো দিয়ে এটি তৈরী করা হল।
66 মোশিকে দেওয়া প্রভু পরমেশ্বরের নির্দেশ অনুযায়ী তাঁরা সোনার খাপে দুটি গোমেদ মণি বসিয়ে তার উপরে ইসরায়েলের পুত্রদের নাম উৎকীর্ণ করলেন। 7এফোদের দুই কাঁধের পটির উপরে ইসরায়েলের পুত্রদের স্মারক স্বরূপ সেই মণি দুটি বসিয়ে দেওয়া হল।
8এর পরে তাঁরা এফোদের মত সোনা এবং নীল, বেগুনী, লাল ও সাদা রেশমী সুতো দিয়ে কারুকার্যখচিত বক্ষসংলগ্ন থলিটি তৈরী করলেন। 9এটি ছিল চৌকো, এক বিঘত লম্বা ও এক বিঘত চওড়া। তাঁরা দুভাঁজ করে এটি তৈরী করলেন। 10এর চারটি সারিতে তাঁরা বিভিন্ন মণি বসিয়ে দিলেন। প্রথম সারিতে চুণী, পোখরাজ ও মরকত। 11দ্বিতীয় সারিতে পদ্মরাগ, নীলকান্ত ও হীরা। 12তৃতীয় সারিতে ফিরোজা, অকাক ও জামিরা, 13এবং চতুর্থ সারিতে বৈদূর্য গোমেদ ও সূর্যকান্ত মণি বসানো হল। 14ইসরায়েলের বারোজন পুত্রের জন্য এই বারোটি মণি বসানো হল। প্রত্যেকটি মণির উপরে দ্বাদশ গোষ্ঠীর প্রতীক স্বরূপ তাঁদের এক একজনের নাম উৎকীর্ণ করা হল।
15বক্ষসংলগ্ন থলিটির উপরে তাঁরা খাঁটি সোনা দিয়ে দড়ির মত পাকানো দুটি শিকল তৈরী করলেন। 16তাঁরা সোনার দুটি খাপ এবং দুটি আঙটা তৈরী করে বক্ষসংলগ্ন থলিটির দুধারে আঙটা দুটি লাগিয়ে দিলেন, 17আর দুধারের আঙটার সঙ্গে সোনার শিকল দুটি জুড়ে দিলেন। 18শিকলের দুই প্রান্ত খাপ দুটির সঙ্গে জুড়ে এফোদের সম্মুখে কাঁধের পটি দুটির উপরে রাখা হল। 19সোনার দুটি আঙটা তৈরী করে তাঁরা বক্ষসংলগ্ন থলিটির ভিতরের দিকের দুই প্রান্তে এফোদের নীচে জুড়ে দিলেন। 20সোনার আরও দুটি আঙটা তৈরী করে তাঁরা এফোদের সামনের দিকে কোমরবন্ধের উপরে কাঁধের পটি দুটির নীচে জোড়ের জায়গায় লাগিয়ে দিলেন। 21বক্ষসংলগ্ন থলিটি যাতে এফোদ থেকে খুলে না যায়, কোমরবন্ধের সঙ্গে আঁটা থাকে সে জন্য তাঁরা নীল সুতো দিয়ে এফোদ ও বক্ষসংলগ্ন থলিটির আঙটাগুলি বেঁধে দিলেন। প্রভু পরমেশ্বর মোশিকে এই রকমই নির্দেশ দিয়েছিলেন।
22এর পর তিনি এফোদের উপরে পরার গাত্রাবরণটি নীল সুতোয় বোনা একখণ্ড কাপড় দিয়ে তৈরী করলেন। 23গাত্রাবরণটির মাঝখানে বর্মের গলদেশের মত একটি ছিদ্র ছিল। সেটি যাতে ছিঁড়ে না যায় সেজন্য গলদেশের ছিদ্রের চারিদিকে পটি লাগানো ছিল। 24গাত্রাবরণটির প্রান্তদেশে নীল, বেগুনী, লাল ও মিহি সাদা সুতোয় ডালিম তৈরী করে জুড়ে দেওয়া হয়েছিল। 25তারপর তাঁরা খাঁটি সোনা দিযে ঘুন্টি তৈরী করে সেগুলি গাত্রাবরণের প্রান্তে ডালিমগুলির মাঝে মাঝে বসিয়ে দিলেন। 26যজন কর্মে পরিধেয় বসনের প্রান্তে চারিদিকে তাঁরা পর্যায়ক্রমে একটি ডালিম ও একটি ঘুন্টি সারি করে জুড়ে দিলেন। প্রভু পরমেশ্বর মোশিকে এই রকমই নির্দেশ দিয়েছিলেন।
27এর পরে তাঁরা হারোণ ও তাঁর পুত্রদের জন্য মিহি সুতোয় বোনা জামা তৈরী করলেন। 28সাদা মিহি রেশমী সুতো দিয়ে তাঁরা উষ্ণীষ, টুপি ও অর্ন্তবাস তৈরী করলেন। 29আর সাদা রেশমী সুতো এবং নীল, বেগুনী ও লাল সুতো দিয়ে সূচের কাজ করা কোমরবন্ধ তৈরী করলেন। প্রভু পরমেশ্বর মোশিকে এই রকমই নির্দেশ দিয়েছিলেন। 30তারপর তাঁরা উৎসর্গীকরণের পুণ্য প্রতীক স্বরূপ খাঁটি সোনার একটি পাত তৈরী করে তার উপরে ‘প্রভু পরমেশ্বরের উদ্দেশে উৎসর্গিত’— এই কথাগুলি খোদাই করলেন 31এবং নীল সুতো দিয়ে সেটিকে পাগড়ির উপরে বেঁধে দিলেন। প্রভু পরমেশ্বর মোশিকে এই রকমই নির্দেশ দিয়েছিলেন।
32এই ভাবে সম্মিলন শিবির নির্মাণের সমস্ত কাজ সম্পন্ন হল। মোশিকে দেওয়া প্রভু পরমেশ্বরের নির্দেশে অনুযায়ী ইসরায়েলীরা সব কাজ করল। 33তারপর তারা ঐ শিবিরটি মোশির কাছে নিয়ে এল। শিবির এবং তার যাবতীয় সরঞ্জাম, ঘুন্টি, তক্তা, খিল, থাম ও খাপগুলি, 34ভেড়ার পাকানো চামড়ার তৈরী ছাদ ও উৎকৃষ্ট চামড়ার তৈরী ছাউনি, ব্যবধানসূচক পর্দা, 35চুক্তিসিন্দুক ও তার বহনদণ্ডগুলি, চুক্তিসিন্দুকের আচ্ছাদন, 36বেদী ও তার সমস্ত আসবাবপত্র, ঈশ্বরের উদ্দেশে নিবেদিত রুটি, 37নিখাদ সোনার তৈরী দীপাধার ও তার প্রদীপসমূহ, সারিবদ্ধভাবে জ্বালাবার প্রদীপমালা ও সেগুলির যাবতীয় সরঞ্জাম, প্রদীপের তেল, 38সোনার বেদী, অভিষেকের তেল, সুগন্ধি ধূপ, শিবিরদ্বারের পর্দা, 39পিতলের বেদী ও তার পিতলের ঝাঁঝরি ও তার বহনদণ্ডগুলি এবং সমস্ত আসবাবপত্র, প্রক্ষালনপাত্র ও তার পায়া, 40প্রাঙ্গণের পর্দা এ সেগুলির খুঁটি ও খাপ। প্রাঙ্গণদ্বারের পর্দা, তার দড়ি, খোঁটা ও সম্মিলন শিবিরের কাজকর্মের জন্য প্রয়োজনীয় সমস্ত পাত্র, 41পবিত্র স্থানে যজনের জন্য প্রয়োজনীয় শিল্পকর্মশোভিত পোষাক পরিচ্ছদ, পুরোহিত হারোণের পবিত্র পরিচ্ছদ ও যজনকর্মের সময় তাঁর পুত্রদের পরিধেয় পোষাক।
42মোশিকে দেওয়া প্রভু পরমেশ্বরের নির্দেশ অনুযায়ী ইসরায়েলীরা সব কিছু তৈরী করল। 43মোশি তাদের সমস্ত কাজকর্ম পর্যবেক্ষণ করে দেখলেন যে তারা প্রভুর নির্দেশ মতই সব কিছু করেছে। তিনি তখন তাদের আশীর্বাদ করলেন।

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in