YouVersion Logo
Search Icon

যাত্রাপুস্তক 34

34
দশ অনুশাসন সংবলিত নতুন প্রস্তরফলক
(দ্বি.বি. 10:1-5)
1প্রভু পরমেশ্বর মোশিকে বললেন, তুমি প্রথম প্রস্তর ফলক দুটির মত আবার দুটি প্রস্তর ফলক কেটে আন। প্রথম যে প্রস্তর ফলক দুটি তুমি ভেঙ্গে ফেলেছ তাতে যে অনুশাসনগুলি লেখা ছিল, সেগুলি আমি এই দুটিতে লিপিবদ্ধ করব। 2আগামীকাল ভোরে তুমি প্রস্তুত হয়ে সিনাই পাহাড়ের চূড়ায় উঠে আমার সঙ্গে সাক্ষাৎ করবে। 3তোমার সঙ্গে কেউ আসবে না। পাহাড়ের কোথাও যেন কেউ না থাকে এবং পাহাড়গুলিতে যেন গরু ভেড়ার পালও দেখা না যায়।
4মোশি প্রথম ফলক দুটির মত দুটি প্রস্তর ফলক কেটে পরের দিন ভোরে প্রভু পরমেশ্বরের নির্দেশ অনুযায়ী সে দুটি সঙ্গে নিয়ে তিনি সিনাই পাহাড়ে উঠে গেলেন। 5প্রভু পরমেশ্বর মেঘের আড়ালে সেখানে অবতীর্ণ হয়ে মোশির পাশে এসে দাঁড়ালেন এবং তিনিই যে ‘ইয়াহ্ওয়েহ্, সেই নিত্যসত্তা চিরায়ত প্রভু পরমেশ্বর’, তাঁর এই পরিচয় তাঁকে জানালেন#34:5 3:14 পদ দ্রষ্টব্য 6মোশির সামনে দিয়ে যাবার সময় তিনি বললেন, ‘আমিই প্রভু পরমেশ্বর। আমি স্নেহশীল ও করুণাময়, সহজে আমি ক্রুদ্ধ হই না, অসীম আমার প্রেম, অবিচল আমার সত্যনিষ্ঠা।#যাত্রা 20:5-6; গণনা 14:18; দ্বি.বি. 5:9-10 7সর্বমানবের জন্যই আছে আমার অনন্ত করুণা। পুরুষ পরম্পরায় আমি আমার প্রতিশ্রুতি রক্ষা করি, ক্ষমা করি পাপ অপরাধ। কিন্তু অধর্মাচারীর পাপের প্রতিফল তৃতীয় ও চতুর্থ পুরুষ পর্যন্ত বর্তাই।
8মোশি তৎক্ষণাৎ আভূমি প্রণত হয়ে প্রভুর আরাধনা করলেন। 9তিনি বললেন, হে প্রভু পরমেশ্বর, আমি যদি সত্যিই তোমার অনুগ্রহ লাভ করে থাকি তাহলে তুমি আমাদের সঙ্গে চল। এই জাতি অবাধ্য হলেও তুমি আমাদের অধর্ম ও পাপ ক্ষমা কর, তোমার নিজস্ব প্রজা করে নাও আমাদের।
10প্রভু পরমেশ্বর বললেন, আমি তোমাদের সঙ্গে এক সম্বন্ধ স্থাপন করব। তোমার জাতির দৃষ্টিগোচরে আমি এমন সব অলৌকিক কাজ করব, যা সারা পৃথিবীতে কিম্বা কোন জাতির সাক্ষাতে কখনও সাধিত হয় নি। তোমাদের চতুর্দিকে যে সব জাতি রয়েছে তারা আমার এই কীর্তি দেখবে। তোমাদের পক্ষ হয়ে আমি ভয়াবহ সব কার্য সম্পাদন করব। 11আমি আজ তোমাকে যে নির্দেশ দেব তা তুমি অবশ্যই পালন করবে। আমি তোমাদের সম্মুখ থেকে ইমোরী, কনানী, হিত্তীয়, পরিষী, হিব্বিয় ও যিরুষীয় প্রভৃতি জাতিসমূহকে বিতাড়িত করব। 12সাবধান, তোমরা যে দেশে যাচ্ছ সেখানকার অধিবাসীদের সঙ্গে কোন সম্পর্ক স্থাপন করবে না কারণ তারা তোমাদের অধঃপতন ঘটাবে। 13তোমরা তাদের বেদী ও শিলাস্তম্ভগুলি ভেঙ্গে গুঁড়িয়ে ফেলবে। তাদের কাঠের তৈরী আশেরা মূর্তিগুলি উচ্ছেদ করবে।#দ্বি.বি. 16:21 14তোমরা অন্য কোন দেবতার পূজা করবে না, কারণ আমিই তোমাদের প্রভু পরমেশ্বর, আমি চাই তোমাদের পূর্ণ আনুগত্য। 15সাবধান, তোমরা সে দেশের অধিবাসীদের সঙ্গে কোন সম্পর্ক স্থাপন করবে না। কারণ তারা যখন তাদের দেবতাদের পূজা করবে ও তাদের উদ্দেশে বলি উৎসর্গ করবে। তখন তাদের কেউ হয়তো তোমাদের এই অনাচার ও প্রসাদ গ্রহণে বাধ্য করবে। 16তোমরা তাদের কন্যাদের সঙ্গে তোমাদের পুত্রদের বিবাহ দেবে, আর সেই কন্যারা তাদের দেবতার পূজার নামে ব্যভিচার করে তোমাদের সন্তানদের ভ্রষ্ট করবে। 17তোমরা ধাতু গলিয়ে কোন দেবমূর্তি নির্মাণ করবে না।#যাত্রা 12:14-20; লেবীয় 23:6-8; গণনা 28:16-25
18তোমরা খামিরবিহীন রুটির পর্ব পালন করবে। আমার নির্দেশমত তোমরা আবিব#34:18 আবিব মাস: হিব্রু বর্ষের প্রথম মাস। এই মাসের অপর নাম নিশান। মধ্য মার্চ থেকে মধ্য এপ্রিল। মাসের নির্দিষ্ট সময়ে সাতদিন খামিরবিহীন রুটি খাবে, কারণ আবিব মাসেই তোমরা মিশর ছেড়ে বেরিয়ে এসেছিলে। 19প্রথম গর্ভজাত সমস্ত সন্তান আমার হবে। তোমাদের গো মেষাদির প্রথম গর্ভজাত প্রত্যেকটি পুংশাবক আমার। 20তবে তোমরা প্রথম গর্ভজাত গর্দভশাবককে মেষ শাবকের বিনিময়ে মুক্ত করতে পারবে। যদি তোমরা সেটি মুক্ত না কর তাহলে সেটির ঘাড় ভেঙ্গে ফেলবে। প্রথম গর্ভজাত পুত্রসন্তানদের তোমরা অবশ্যই মুক্ত করবে। তোমরা কেউ শূন্যহস্তে আমার কাছে আসবে না।
21সপ্তাহে ছয় দিন তোমরা কাজ করবে, কিন্তু সপ্তম দিনে বিশ্রাম করবে, এমন কি চাষ এবং ফসল কাটার মরশুমেও তোমরা সপ্তম দিনে কাজ করবে না
22তোমরা সাত সপ্তাহের উৎসব অর্থাৎ গমের ফসল পাকার সময় শস্যোৎসব এবং বছরের শেষে ফসল কাটার উৎসব পালন করবে।
23তোমাদের মধ্যে যারা পুরুষ তাদের সকলকেই বছরে তিনবার তোমাদের অধিপতি ইসরায়েলীদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের উপাসনার জন্য মন্দিরে উপস্থিত হতে হবে। 24তোমাদের সামনে থেকে সমস্ত জাতিকে আমি বিতাড়িত করব এবং তোমাদের দেশের সীমা প্রসারিত করব। ফলে তোমরা যখন বছরে তিনবার আমার উপাসনার জন্য মন্দিরে যাবে, তখন কেউ তোমাদের দেশ গ্রাস করতে পারবে না।
25আমার উদ্দেশে প্রদত্ত বলির রক্তের সঙ্গে তোমরা খামির মিশ্রিত কোন ভোগ নিবেদন করবে না। তারণোৎসবের বলির মাংস তোমরা পরের দিন সকাল পর্যন্ত অবশিষ্ট রাখবে না।#যাত্রা 12:10
26তোমাদের ক্ষেতের প্রথম ফসলের সেরা অংশ তোমাদের ঈশ্বর প্রভু পরমেশ্বরের মন্দিরে নিয়ে আসবে। তোমরা ছাগশিশুর মাংস তার মায়ের দুধে পাক করবে না।#দ্বি.বি. 24:21; 26:2
27প্রভু পরমেশ্বর মোশিকে বললেন, তুমি এই নির্দেশগুলি লিপিবদ্ধ করে রাখ কারণ এই সব নির্দেশের ভিত্তিতেই আমি ইসরায়েলীদের সঙ্গে সম্বন্ধ স্থাপন করলাম।
28মোশি চল্লিশ দিন ও চল্লিশ রাত সেখানে প্রভু পরমেশ্বরের কাছে থাকলেন। এই সময়ে তিনি কোন খাদ্য বা পানীয় গ্রহণ করেন নি। তিনি ঈশ্বরের সঙ্গে সম্বন্ধ স্থাপনের শর্ত স্বরূপ তাঁর নির্দেশ সমূহ অর্থাৎ দশ অনুশাসন সেই প্রস্তর ফলক দুটিতে লিপিবদ্ধ করলেন।
29অবশেষে মোশি দশ অনুশাসন সম্বলিত ফলক দুটি হাতে নিয়ে সিনাই পাহাড় থেকে নেমে এলেন। প্রভু পরমেশ্বরের সঙ্গে কথা বলার ফলে মোশির মুখশ্রী প্রদীপ্ত হয়ে উঠেছিল। কিন্তু তিনি সেকথা জানতে পারেন নি।#২ করি 3:7-16
30হারোণ ও ইসরায়েলীরা মোশির প্রদীপ্ত মুখশ্রী দেখে তাঁর কাছে যেতে ভয় পেল। 31কিন্তু মোশি তাদের ডাকলেন, তখন হৈরোণ ও ইসরায়েলী সমাজের প্রবীণ নেতারা তাঁর কাছে গেলেন। 32মোশি তাঁদের সঙ্গে কথাবার্তা বলার পর ইসরায়েলীরা তাঁর কাছে গেল। সিনাই পাহাড়ে প্রভু পরমেশ্বর তাঁকে যে সব নির্দেশ দিয়েছিলেন, তিনি তাদের আদ্যোপান্ত সব জানালেন। 33তাদের সঙ্গে কথাবার্তা শেষ করে মোশি একটি ওড়না দিয়ে নিজের মুখ ঢাকলেন। 34প্রভু পরমেশ্বরের সঙ্গে কথা বলার জন্য মোশি যখন সম্মিলন শিবিরে যেতেন তখন তিনি ওড়নাটি খুলে ফেলতেন। শিবির থেকে বেরিয়ে না আসা পর্যন্ত তাঁর মুখ অনাবৃত থাকত। তাঁকে যে সব নির্দেশ দেওয়া হত, সেখান থেকে বেরিয়ে এসে সব কিছু তিনি ইসরায়েলীদের জানিয়ে দিতেন। 35ইসরায়েলীরা তখন মোশির উজ্জ্বল মুখশ্রী দর্শন করত। তারপর থেকে আবার প্রভু পরমেশ্বরের সঙ্গে বাক্যালাপ করতে না যাওয়া পর্যন্ত মোশি ওড়নায় মুখ ঢেকে রাখতেন।

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in