YouVersion Logo
Search Icon

যাত্রাপুস্তক 31

31
সম্মিলন শিবির নির্মাণের কারিগর মনোনয়ন
1প্রভু পরমেশ্বর মোশিকে বললেন, 2দেখ, আমি যিহুদা গোষ্ঠীকে হুরের পৌত্র এবং উরির পুত্র বৎসলেলকে বিশেষ ভাবে মনোনীত করেছি। 3আমি তাকে আমার আত্মার দ্বারা সর্বপ্রকার শিল্পকর্মে বিজ্ঞ, বিচক্ষণ ও পারদর্শী করেছি। 4বিভিন্ন ধরণের কারুকার্যের পরিকল্পনা, সোনা, রূপো পিতলের কাজ, 5মণিকারের কাজ, কাঠ খোদাইয়ের কাজ ইত্যাদি সর্বপ্রকার শিল্পকর্মে সে নিপুণ। 6আমি দান বংশের অহিষামকের পুত্র অহলিয়াবকে তার সহকারীরূপে নিযুক্ত করেছি। এ ছাড়াও আমি সক্ষম কারিগরদের সকলকেই নৈপুণ্য দান করেছি। আমি তোমাকে যে সব জিনিষ তৈরী করার নির্দেশ দিয়েছি, সবই তারা করবে। 7সম্মিলন শিবির, চুক্তিসিন্দুক, তার উপরকার আবরণ, সম্মিলন শিবিরের যাবতীয় সরঞ্জাম, 8টেবিল ও তার সব আসবাবপত্র, পবিত্র দীপাধার ও তার সরঞ্জাম, ধূপ বেদী, 9হোম বেদী ও তার সমস্ত আসবাবপত্র, প্রক্ষালন পাত্র ও তার পায়াগুলি, 10পুরোহিত হারোণের শিল্পকর্ম শোভিত পবিত্র পোষাক, মন্দিরের পরিচর্যার কাজের জন্য তার পুত্রদের পরিধেয় বসন, 11অভিষেকের তেল ও পবিত্র স্থানের জন্য সুগন্ধি ধূপ ইত্যাদি সব কিছু আমার নির্দেশ অনুযায়ী তুমি তৈরী করবে।
বিশ্রাম দিবস সংক্রান্ত নির্দেশ
12প্রভু পরমেশ্বর মোশিকে বললেন, 13ইসরায়েলীদের তুমি বল, তারা যেন আমার নির্দেশিত বিশ্রাম দিবস পালন করে। বংশপরম্পরায় তাদের সঙ্গে আমার সম্বন্ধের নিদর্শন হবে এই বিশ্রাম দিবস। তারা জানবে যে আমি প্রভু পরমেশ্বরই তাদের পবিত্র ও পৃথক করেছি। 14তোমরা বিশ্রাম দিবস পালন করবে। তোমাদের পক্ষে এই দিন পবিত্র। কেউ যদি বিশ্রাম দিবস অশুচি করে তবে অবশ্যই তার প্রাণদণ্ড হবে। এই দিনে যে কাজ করবে সে সমাজচ্যুত হবে। 15ছয় দিন তোমরা কাজ করবে, কিন্তু সপ্তম দিন হবে প্রভু পরমেশ্বরের উদ্দেশে পালনীয় পবিত্র বিশ্রাম দিবস—সাব্বাথ দিবস। বিশ্রাম দিবসে কেউ কাজে ব্যাপৃত হলে তার অবশ্যই প্রাণদণ্ড হবে।#যাত্রা 20:8-11; 23:12; 34:21; 35:2; লেবীয় 23:3; দ্বি.বি. 5:12-14 16ইসরায়েলীরা এই বিশ্রাম দিবস পালন করবে। চিরস্থায়ী নিয়ম রূপে পুরুষানুক্রমে তারা এই দিবস উদ্‌যাপন করবে। 17এ হবে আমার সঙ্গে ইসরায়েলীদের সম্বন্ধের চিরকালীন নিদর্শন। কারণ ছয় দিনে প্রভু পরমেশ্বর আকাশমণ্ডল ও পৃথিবী সৃষ্টি করেছিলেন এবং সপ্তম দিনে তিনি কর্ম থেকে বিরত হয়ে বিশ্রাম করেছিলেন।#যাত্রা 20:11 18সিনাই পাহাড়ে মোশির সঙ্গে কথাবার্তা শেষ করে প্রভু পরমেশ্বর মোশিকে দশ অনুশাসন খোদিত দুটি প্রস্তর ফলক দিলেন। ঈশ্বর স্বয়ং প্রস্তর ফলক দুটিতে দশ অনুশাসন খোদিত করে দিয়েছিলেন।

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in