কলসীয় ভূমিকা
ভূমিকা
কলোসী শহরের খ্রীষ্টীয় মণ্ডলীর কাছে প্রেরিত শিষ্য পৌল এই পত্রখানি লিখেছিলেন। ইফিসাস নগরের পূর্বদিকে অবস্থিত কলোসী এশিয়া মাইনরের একটি শহর। পৌল কলোসী নগরের খ্রীষ্টীয় মণ্ডলী প্রতিষ্ঠা করেননি কিন্তু তা সত্ত্বেও মণ্ডলীটি এমন একটি অঞ্চলে অবস্তিত ছিল, যার জন্য তিনি দায়িত্ব অনুভব করেছিলেন এবং সেইজন্য এশিয়াতে রোম সাম্রাজ্যের রাজধানী ইফিসাস থেকে সেখানে খ্রীষ্টীয় কর্মী পাঠিয়েছিলেন। পৌল জানতে পেরেছিলেন যে কলোসী নগরের মণ্ডলীতে ভ্রান্ত শিক্ষকেরা ভক্তদের ভুল শিক্ষা দিয়ে বিপথে পরিচালনা করছে। তারা বলছে, ঈশ্বরকে জানতে হলে এবং পরিত্রাণ লাভ করতে হলে ভক্তকে কতকগুলি আধিদৈবিক শক্তির উপাসনা করতেই হবে। এছাড়াও এই শিক্ষকেরা বলে যে, ভক্তদের বিশেষ আচার-অনুষ্ঠান, যেমন সু্ন্নত সংস্কার পালন করা একান্ত কর্তব্য এবং খাদ্য গ্রহণ সম্বন্ধে বিধি-নিষেধ ও অন্যান্য ব্যাপার কঠোরভাবে পালন করা উচিত।
এই সমস্ত শিক্ষার প্রতিবাদ করে প্রেরিত শিষ্য পৌল কলোসী মণ্ডলীর ভক্তদের কাছে প্রকৃত খ্রীষ্টীয় উপদেশ দিয়এ পত্রখানি লেখেন। তাঁর পত্রের মূল কথা ছিল, একমাত্র যীশু খ্রীষ্টই পূর্ণ পরিত্রাণ দান করতে সক্ষম। অপরপক্ষে ঐ সমস্ত বিশ্বাস ও সংস্কার এবং আচার-অনুষ্ঠান ভক্তকে খ্রীষ্টের কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে যায়। খ্রীষ্টের মাধ্যমে ঈশ্বর এই পৃথিবী সৃষ্টি করেছেন এবং তাঁরই মাধ্যমে ঈশ্বর তাঁর সৃষ্টিকে নিজের কাছে ফিরিয়ে আনার ব্যবস্থা করেছেন। খ্রীষ্টের সঙ্গে মিলনেই নিহিত রয়েছে পৃথিবীর পরিত্রাণের আশা। এরপর পৌল ভক্তদের কাছে এই মহান শিক্ষা নিজেদের জীবনে বাস্তবায়িত করার অনুরোধ জানিয়েছেন।
এখানে লক্ষ্যণীয় বিষয় এই যে, যিনি কলোসী মণ্ডলীর কাছে পৌলের এই পত্র নিয়ে গিয়েছিলেন, সেই তুখিকাসের সঙ্গে গিয়েছিলেন ক্রীতদাস ওনিসিমাস, যাঁর পক্ষ হয়ে পৌল ফিলীমনের কাছে পত্র লিখেছিলেন।
বিষয়বস্তুর রূপরেখা
ভূমিকা 1:1-8
প্রকৃতি এবং খ্রীষ্টের কাজ 1:9—2:19
খ্রীষ্টে নবজীবন 2:20—4:6
উপসংহার 4:7-18
Currently Selected:
কলসীয় ভূমিকা: BENGALCL-BSI
Highlight
Share
Copy

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Bengali C.L. Bible, পবিএ বাইবেল C.L.
Copyright © 2016 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.
কলসীয় ভূমিকা
ভূমিকা
কলোসী শহরের খ্রীষ্টীয় মণ্ডলীর কাছে প্রেরিত শিষ্য পৌল এই পত্রখানি লিখেছিলেন। ইফিসাস নগরের পূর্বদিকে অবস্থিত কলোসী এশিয়া মাইনরের একটি শহর। পৌল কলোসী নগরের খ্রীষ্টীয় মণ্ডলী প্রতিষ্ঠা করেননি কিন্তু তা সত্ত্বেও মণ্ডলীটি এমন একটি অঞ্চলে অবস্তিত ছিল, যার জন্য তিনি দায়িত্ব অনুভব করেছিলেন এবং সেইজন্য এশিয়াতে রোম সাম্রাজ্যের রাজধানী ইফিসাস থেকে সেখানে খ্রীষ্টীয় কর্মী পাঠিয়েছিলেন। পৌল জানতে পেরেছিলেন যে কলোসী নগরের মণ্ডলীতে ভ্রান্ত শিক্ষকেরা ভক্তদের ভুল শিক্ষা দিয়ে বিপথে পরিচালনা করছে। তারা বলছে, ঈশ্বরকে জানতে হলে এবং পরিত্রাণ লাভ করতে হলে ভক্তকে কতকগুলি আধিদৈবিক শক্তির উপাসনা করতেই হবে। এছাড়াও এই শিক্ষকেরা বলে যে, ভক্তদের বিশেষ আচার-অনুষ্ঠান, যেমন সু্ন্নত সংস্কার পালন করা একান্ত কর্তব্য এবং খাদ্য গ্রহণ সম্বন্ধে বিধি-নিষেধ ও অন্যান্য ব্যাপার কঠোরভাবে পালন করা উচিত।
এই সমস্ত শিক্ষার প্রতিবাদ করে প্রেরিত শিষ্য পৌল কলোসী মণ্ডলীর ভক্তদের কাছে প্রকৃত খ্রীষ্টীয় উপদেশ দিয়এ পত্রখানি লেখেন। তাঁর পত্রের মূল কথা ছিল, একমাত্র যীশু খ্রীষ্টই পূর্ণ পরিত্রাণ দান করতে সক্ষম। অপরপক্ষে ঐ সমস্ত বিশ্বাস ও সংস্কার এবং আচার-অনুষ্ঠান ভক্তকে খ্রীষ্টের কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে যায়। খ্রীষ্টের মাধ্যমে ঈশ্বর এই পৃথিবী সৃষ্টি করেছেন এবং তাঁরই মাধ্যমে ঈশ্বর তাঁর সৃষ্টিকে নিজের কাছে ফিরিয়ে আনার ব্যবস্থা করেছেন। খ্রীষ্টের সঙ্গে মিলনেই নিহিত রয়েছে পৃথিবীর পরিত্রাণের আশা। এরপর পৌল ভক্তদের কাছে এই মহান শিক্ষা নিজেদের জীবনে বাস্তবায়িত করার অনুরোধ জানিয়েছেন।
এখানে লক্ষ্যণীয় বিষয় এই যে, যিনি কলোসী মণ্ডলীর কাছে পৌলের এই পত্র নিয়ে গিয়েছিলেন, সেই তুখিকাসের সঙ্গে গিয়েছিলেন ক্রীতদাস ওনিসিমাস, যাঁর পক্ষ হয়ে পৌল ফিলীমনের কাছে পত্র লিখেছিলেন।
বিষয়বস্তুর রূপরেখা
ভূমিকা 1:1-8
প্রকৃতি এবং খ্রীষ্টের কাজ 1:9—2:19
খ্রীষ্টে নবজীবন 2:20—4:6
উপসংহার 4:7-18
Currently Selected:
:
Highlight
Share
Copy

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Bengali C.L. Bible, পবিএ বাইবেল C.L.
Copyright © 2016 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.