আমোস 1
1
1আমোসের দিব্যদর্শন ও বাণী। আমোস ছিলেন তেকোয়া শহরের একজন মেষপালক। যিহুদীয়ার রাজা উষিয় ও যোয়াশের পুত্র ইসরায়েলের রাজা যারবিয়ামের আমলে ভূমিকম্পের দুবছর আগে ইসরায়েল সম্পর্কে তিনি এই দিব্যদর্শন লাভ করেন।#২ রাজা 15:1-7; ২ বংশা 26:1-23; ২ রাজা 14:23-29
2তাঁর উক্তি:
সিয়োনে ধ্বনিত হচ্ছে প্রভুর সিংহনাদ,
ধ্বনিত হচ্ছে জেরুশালেমে তাঁর বজ্রকণ্ঠ,
মেষপালকদের চারণভূমি তাই শোকে ম্লান হয়েছে,
কারমেল গিরিশিখর হয়েছে বিশুষ্কপ্রায়।#যোয়েল 3:16
বিভিন্ন জাতির প্রতি ঐশ্বরিক দণ্ড ঘোষণা সিরিয়া:
3প্রভু বলছেনঃ দামাস্কাসের অগণিত অপরাধের জন্য আমি প্রত্যাহার করব না তার দণ্ড। লোহার মুষলে তারা পিষ্ট করেছে গিলিয়দ,#যিশা 17:1-3; যির 49:23-27; সখ 9:1 4তাই হসায়েলের#1:4 হসায়েল সিরিয়ার একটি রাজবংশের প্রতিষ্ঠাতা (২ রাজা 8:7-15 পদ দ্রষ্টব্য)। প্রাসাদে আমিঅগ্নি নিক্ষেপ করব সেই অগ্নি গ্রাস করবে বেন-হদদের দুর্গশ্রেণী। 5আমি ভেঙ্গে ফেলব দামাসকাসের তোরণ, আবেন উপত্যকার অধিবাসীদের, বেথ-এদনের#1:5 এই একই নামে সিরিয়ার তিনজন রাজা ছিলেন (১ রাজা 15:18; 20:1 এবং ২ রাজা 13:24 পদ দ্রষ্টব্য)। রাজদণ্ডধারীদের উচ্ছেদ করব সমূলে। সিরিয়ার অবশিষ্ট অধিবাসীরা বন্দী হয়ে নির্বাসিত হবে কীর দেশে। প্রভুই বলেছেন এ কথা।
ফিলিস্তিয়া:
6প্রভু বলছেনঃ ফিলিস্তিয়ার অগণিত অপরাধের জন্য আমি প্রত্যাহার করব না তার দণ্ড। সমগ্র একটা জাতিকে বন্দী করে এরা বিক্রী করে দিয়েছিল ইদোমের কাছে।#যিশা 14:29-31; যির 47:1-7; যিহি 25:15-17; যোয়েল 3:4-8; সফ 2:4-7; সখ 9:5-7 7তাই আমি ফিলিস্তিয়ার প্রাচীরে অগ্নি নিক্ষেপ করব,সেই অগ্নি গ্রাস করবে তার দুর্গরাজি। 8আস্দোদের#1:8 আস্দোদ, আসকোলন ও এক্রোণ এই তিনটি ফিলিস্তিয়ার নগর। নাগরিকদের ও আস্কোলনের#1:8 আস্দোদ, আসকোলন ও এক্রোণ এই তিনটি ফিলিস্তিয়ার নগর। রাজদণ্ডধারীদেরআমি সমূলে উচ্ছেদ করব,এক্রোণের#1:8 আস্দোদ, আসকোলন ও এক্রোণ এই তিনটি ফিলিস্তিয়ার নগর। বিরুদ্ধে উদ্যত হবে আমার বাহু অবশিষ্ট ফিলিস্তিনীরা হবে ধ্বংসপ্রাপ্ত। প্রভুই বলেছেন এ কথা।
টায়ার:
9প্রভু বলেছেন, টায়ারের অগণিত অপরাধের জন্য আমি প্রত্যাহার করব না তার দণ্ডসমগ্র একটা জাতিকে তারা বিক্রী করেছে ইদোমের কাছে, জ্ঞাতি সম্বন্ধও তারা স্মরণে রাখেনি।#যিশা 23:1-18; যিহি 26:1—28:19; যোয়েল 3:4-8; সখ 9:1-4; মথি 11:21-22; লুক 10:13-14 10তাই টায়ারের প্রাচীরে আমি অগ্নি নিক্ষেপ করব সেই অগ্নি গ্রাস করবে তার হর্ম্যরাজি।
ইদোম:
11প্রভু বলছেন, ইদোমের অগণিত অপরাধের জন্য আমি প্রত্যাহার করব না তার দণ্ড। মায়া মমতা বিসর্জন দিয়ে সে তরবারি হাতে তার ভাইকে#1:11 ইসরায়েলীরা যাকোবের বংশধর এবং ইদোমীরা এষৌ-এর বংশধর। যাকোব এবং এষৌ ছিলেন দুই ভাই। তাড়া করে ফিরেছে, তার ক্রোধের শেষ নেই, কখনও প্রশমিত হয়নি তার ক্রোধ।#যিশা 34:5-17; 63:1-6; যির 49:7-22; যিহি 25:12-14; 35:1-15; ওব 1:14; মালা 1:2-5 12তাই আমি তেমান নগরে অগ্নি নিক্ষেপ করব সেই অগ্নি গ্রাস করবে বসরার সকল প্রাসাদ।
আম্মোনঃ
13প্রভু বলছেন,আম্মোনীদের অগণিত অপরাধের জন্য আমি প্রত্যাহার করব না তার দণ্ড। রাজ্য বিস্তারের সময়ে তারা গিলিয়দের অন্তঃসত্ত্বা নারীদের উদর করেছে বিদীর্ণ।#যির 49:1-6; যিহি 21:28-32; 25:1-7; সফ 2:8-11 14তাই রব্বার প্রাচীরে আমি অগ্নি নিক্ষেপ করব সেই অগ্নি গ্রাস করবে তার প্রতিটি প্রাসাদ। সেই যুদ্ধের দিনে উঠবে রণহুঙ্কার,ঘূর্ণিঝড়ের মত বয়ে যাবে যুদ্ধের ধ্বংসলীলা। 15তাদের রাজা সপারিষদ যাবে নির্বাসনে। প্রভুই বলেছেন এ কথা।
Currently Selected:
আমোস 1: BENGALCL-BSI
Highlight
Share
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Bengali C.L. Bible, পবিএ বাইবেল C.L.
Copyright © 2016 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.
আমোস 1
1
1আমোসের দিব্যদর্শন ও বাণী। আমোস ছিলেন তেকোয়া শহরের একজন মেষপালক। যিহুদীয়ার রাজা উষিয় ও যোয়াশের পুত্র ইসরায়েলের রাজা যারবিয়ামের আমলে ভূমিকম্পের দুবছর আগে ইসরায়েল সম্পর্কে তিনি এই দিব্যদর্শন লাভ করেন।#২ রাজা 15:1-7; ২ বংশা 26:1-23; ২ রাজা 14:23-29
2তাঁর উক্তি:
সিয়োনে ধ্বনিত হচ্ছে প্রভুর সিংহনাদ,
ধ্বনিত হচ্ছে জেরুশালেমে তাঁর বজ্রকণ্ঠ,
মেষপালকদের চারণভূমি তাই শোকে ম্লান হয়েছে,
কারমেল গিরিশিখর হয়েছে বিশুষ্কপ্রায়।#যোয়েল 3:16
বিভিন্ন জাতির প্রতি ঐশ্বরিক দণ্ড ঘোষণা সিরিয়া:
3প্রভু বলছেনঃ দামাস্কাসের অগণিত অপরাধের জন্য আমি প্রত্যাহার করব না তার দণ্ড। লোহার মুষলে তারা পিষ্ট করেছে গিলিয়দ,#যিশা 17:1-3; যির 49:23-27; সখ 9:1 4তাই হসায়েলের#1:4 হসায়েল সিরিয়ার একটি রাজবংশের প্রতিষ্ঠাতা (২ রাজা 8:7-15 পদ দ্রষ্টব্য)। প্রাসাদে আমিঅগ্নি নিক্ষেপ করব সেই অগ্নি গ্রাস করবে বেন-হদদের দুর্গশ্রেণী। 5আমি ভেঙ্গে ফেলব দামাসকাসের তোরণ, আবেন উপত্যকার অধিবাসীদের, বেথ-এদনের#1:5 এই একই নামে সিরিয়ার তিনজন রাজা ছিলেন (১ রাজা 15:18; 20:1 এবং ২ রাজা 13:24 পদ দ্রষ্টব্য)। রাজদণ্ডধারীদের উচ্ছেদ করব সমূলে। সিরিয়ার অবশিষ্ট অধিবাসীরা বন্দী হয়ে নির্বাসিত হবে কীর দেশে। প্রভুই বলেছেন এ কথা।
ফিলিস্তিয়া:
6প্রভু বলছেনঃ ফিলিস্তিয়ার অগণিত অপরাধের জন্য আমি প্রত্যাহার করব না তার দণ্ড। সমগ্র একটা জাতিকে বন্দী করে এরা বিক্রী করে দিয়েছিল ইদোমের কাছে।#যিশা 14:29-31; যির 47:1-7; যিহি 25:15-17; যোয়েল 3:4-8; সফ 2:4-7; সখ 9:5-7 7তাই আমি ফিলিস্তিয়ার প্রাচীরে অগ্নি নিক্ষেপ করব,সেই অগ্নি গ্রাস করবে তার দুর্গরাজি। 8আস্দোদের#1:8 আস্দোদ, আসকোলন ও এক্রোণ এই তিনটি ফিলিস্তিয়ার নগর। নাগরিকদের ও আস্কোলনের#1:8 আস্দোদ, আসকোলন ও এক্রোণ এই তিনটি ফিলিস্তিয়ার নগর। রাজদণ্ডধারীদেরআমি সমূলে উচ্ছেদ করব,এক্রোণের#1:8 আস্দোদ, আসকোলন ও এক্রোণ এই তিনটি ফিলিস্তিয়ার নগর। বিরুদ্ধে উদ্যত হবে আমার বাহু অবশিষ্ট ফিলিস্তিনীরা হবে ধ্বংসপ্রাপ্ত। প্রভুই বলেছেন এ কথা।
টায়ার:
9প্রভু বলেছেন, টায়ারের অগণিত অপরাধের জন্য আমি প্রত্যাহার করব না তার দণ্ডসমগ্র একটা জাতিকে তারা বিক্রী করেছে ইদোমের কাছে, জ্ঞাতি সম্বন্ধও তারা স্মরণে রাখেনি।#যিশা 23:1-18; যিহি 26:1—28:19; যোয়েল 3:4-8; সখ 9:1-4; মথি 11:21-22; লুক 10:13-14 10তাই টায়ারের প্রাচীরে আমি অগ্নি নিক্ষেপ করব সেই অগ্নি গ্রাস করবে তার হর্ম্যরাজি।
ইদোম:
11প্রভু বলছেন, ইদোমের অগণিত অপরাধের জন্য আমি প্রত্যাহার করব না তার দণ্ড। মায়া মমতা বিসর্জন দিয়ে সে তরবারি হাতে তার ভাইকে#1:11 ইসরায়েলীরা যাকোবের বংশধর এবং ইদোমীরা এষৌ-এর বংশধর। যাকোব এবং এষৌ ছিলেন দুই ভাই। তাড়া করে ফিরেছে, তার ক্রোধের শেষ নেই, কখনও প্রশমিত হয়নি তার ক্রোধ।#যিশা 34:5-17; 63:1-6; যির 49:7-22; যিহি 25:12-14; 35:1-15; ওব 1:14; মালা 1:2-5 12তাই আমি তেমান নগরে অগ্নি নিক্ষেপ করব সেই অগ্নি গ্রাস করবে বসরার সকল প্রাসাদ।
আম্মোনঃ
13প্রভু বলছেন,আম্মোনীদের অগণিত অপরাধের জন্য আমি প্রত্যাহার করব না তার দণ্ড। রাজ্য বিস্তারের সময়ে তারা গিলিয়দের অন্তঃসত্ত্বা নারীদের উদর করেছে বিদীর্ণ।#যির 49:1-6; যিহি 21:28-32; 25:1-7; সফ 2:8-11 14তাই রব্বার প্রাচীরে আমি অগ্নি নিক্ষেপ করব সেই অগ্নি গ্রাস করবে তার প্রতিটি প্রাসাদ। সেই যুদ্ধের দিনে উঠবে রণহুঙ্কার,ঘূর্ণিঝড়ের মত বয়ে যাবে যুদ্ধের ধ্বংসলীলা। 15তাদের রাজা সপারিষদ যাবে নির্বাসনে। প্রভুই বলেছেন এ কথা।
Currently Selected:
:
Highlight
Share
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Bengali C.L. Bible, পবিএ বাইবেল C.L.
Copyright © 2016 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.