এই ছয়টি বস্তু মাবুদের ঘৃণিত,
এমন কি, সাতটি বস্তু তাঁর প্রাণের ঘৃণাস্পদ;
উদ্ধত দৃষ্টি,
মিথ্যাবাদী জিহ্বা,
নির্দোষের রক্তপাতকারী হাত,
দুষ্ট সঙ্কল্পকারী অন্তর,
দুষ্কর্ম করতে দ্রুতগামী চরণ,
যে মিথ্যাসাক্ষী অসত্য কথা বলে,
ও যে ভাইদের মধ্যে বিবাদের সূত্রপাত করে।