1
ইশাইয়া 12:2
কিতাবুল মোকাদ্দস
BACIB
দেখ, আল্লাহ্ আমার উদ্ধার; আমি সাহস করবো, ভয় পাব না; কেননা মাবুদ ইয়াহ্ওয়েহ্ আমার বল ও গান; তিনি আমার উদ্ধার হয়েছেন।
Compare
Explore ইশাইয়া 12:2
2
ইশাইয়া 12:3
এজন্য তোমরা আনন্দ সহকারে উদ্ধারের সকল ফোয়ারা থেকে পানি তুলবে।
Explore ইশাইয়া 12:3
3
ইশাইয়া 12:5
মাবুদের উদ্দেশে কাওয়ালী কর; কেননা তিনি মহিমার কাজ করেছেন; সমস্ত দুনিয়াতে এই কথা জানানো হোক।
Explore ইশাইয়া 12:5
4
ইশাইয়া 12:4
আর সেদিন তোমরা বলবে, মাবুদের প্রশংসা-গজল কর, তাঁর নামে ডাক, জাতিদের মধ্যে তাঁর সমস্ত কাজের কথা জানাও, তাঁর নাম উন্নত, এই বলে ঘোষণা কর।
Explore ইশাইয়া 12:4
5
ইশাইয়া 12:1
আর সেদিন তুমি বলবে, হে মাবুদ, আমি তোমার প্রশংসা-গজল করবো; কেননা তুমি আমার প্রতি ক্রুদ্ধ ছিলে, কিন্তু তোমার ক্রোধ নিবৃত্ত হয়েছে, আর তুমি আমাকে সান্ত্বনা দিচ্ছ।
Explore ইশাইয়া 12:1
6
ইশাইয়া 12:6
অয়ি সিয়োন-নিবাসীনী! উচ্চধ্বনি কর, আনন্দগান কর; কেননা যিনি ইসরাইলের পবিত্রতম, তিনি তোমার মধ্যে মহান।
Explore ইশাইয়া 12:6
Home
Bible
Plans
Videos