1
হেদায়েতকারী 9:10
কিতাবুল মোকাদ্দস
BACIB
তোমার হাত যে কোন কাজ করতে পারে, তোমার শক্তির সঙ্গে তা কর; কেননা তুমি যে স্থানে যাচ্ছ, সেই পাতালে কোন কাজ কি সঙ্কল্প, বা বিদ্যা বা প্রজ্ঞা, কিছুই নেই।
Compare
Explore হেদায়েতকারী 9:10
2
হেদায়েতকারী 9:11
আমি ফিরলাম ও সূর্যের নিচে দেখলাম যে, দ্রুতগামীদের দ্রুতগমন, বা বীরদের যুদ্ধ, বা জ্ঞানবানদের অন্ন, বা বুদ্ধিমানদের ধন, বা বিজ্ঞদেরই দয়া লাভ হয়, এমন নয়, কিন্তু সকলের কাছে সময় ও সুযোগ আসে।
Explore হেদায়েতকারী 9:11
3
হেদায়েতকারী 9:9
সূর্যের নিচে আল্লাহ্ তোমাকে অসার জীবনের যত দিন দিয়েছেন, তোমার সেসব অসার দিন থাকতে তুমি নিজের প্রিয়া স্ত্রীর সঙ্গে সুখে জীবন যাপন কর, কেননা জীবনের মধ্যে এবং তুমি সূর্যের নিচে যে পরিশ্রমে পরিশ্রান্ত হচ্ছো, তার মধ্যে এ-ই তোমার অধিকার।
Explore হেদায়েতকারী 9:9
4
হেদায়েতকারী 9:7
তুমি যাও, আনন্দপূর্বক তোমার খাদ্য গ্রহণ কর, হৃষ্টচিত্তে তোমার আঙ্গুর-রস পান কর, কেননা আল্লাহ্ আগে থেকেই তোমার সমস্ত কাজ গ্রাহ্য করে আসছেন।
Explore হেদায়েতকারী 9:7
5
হেদায়েতকারী 9:18
যুদ্ধাস্ত্রের চেয়েও প্রজ্ঞা উত্তম, কিন্তু এক জন গুনাহ্গার বহু মঙ্গল বিনষ্ট করে।
Explore হেদায়েতকারী 9:18
6
হেদায়েতকারী 9:17
হীনবুদ্ধিদের মধ্যে কর্তৃত্বকারীর চিৎকারের চেয়ে জ্ঞানবানদের কথা শান্তি-স্থানে বেশি শোনা হয়।
Explore হেদায়েতকারী 9:17
7
হেদায়েতকারী 9:5
কারণ জীবিত লোকেরা জানে যে, তারা মরবে; কিন্তু মৃতেরা কিছুই জানে না এবং তাদের আর কোন ফলও হয় না, কারণ লোকে তাদের বিষয় ভুলে যায়।
Explore হেদায়েতকারী 9:5
Home
Bible
Plans
Videos