1
হেদায়েতকারী 7:9
কিতাবুল মোকাদ্দস
BACIB
তোমার রূহ্কে তাড়াতাড়ি বিরক্ত হতে দিও না, কেননা হীনবুদ্ধি লোকদেরই বুক বিরক্তির আশ্রয়।
Compare
Explore হেদায়েতকারী 7:9
2
হেদায়েতকারী 7:14
সুখের দিনে সুখী হও এবং দুঃখের দিনে দেখ, আল্লাহ্ সুখ ও দুঃখ পাশাপাশি রেখেছেন, অভিপ্রায় এই, তারপর কি ঘটবে, তার কিছুই যেন মানুষ জানতে না পারে।
Explore হেদায়েতকারী 7:14
3
হেদায়েতকারী 7:8
কাজের আরম্ভ থেকে তার অন্ত ভাল এবং গর্বিত লোকের চেয়ে ধীর লোক ভাল।
Explore হেদায়েতকারী 7:8
4
হেদায়েতকারী 7:20
এমন ধার্মিক লোক দুনিয়াতে নেই, যে সৎকর্ম করে, গুনাহ্ করে না।
Explore হেদায়েতকারী 7:20
5
হেদায়েতকারী 7:12
কেননা প্রজ্ঞা আশ্রয়, ধনও আশ্রয় বটে, কিন্তু প্রজ্ঞার উৎকৃষ্টতা এই যে, প্রজ্ঞা নিজের অধিকারীর জীবন রক্ষা করে।
Explore হেদায়েতকারী 7:12
6
হেদায়েতকারী 7:1
উৎকৃষ্ট সুগন্ধি তেলের চেয়ে সুখ্যাতি ভাল এবং জন্মদিনের চেয়ে মরণদিন ভাল।
Explore হেদায়েতকারী 7:1
7
হেদায়েতকারী 7:5
হীনবুদ্ধিদের গান শোনার চেয়ে জ্ঞানবানের ভর্ৎসনা শোনা ভাল।
Explore হেদায়েতকারী 7:5
8
হেদায়েতকারী 7:2
ভোজের বাড়িতে যাওয়ার চেয়ে মাতম-গৃহে যাওয়া ভাল, কেননা তা সকল মানুষের শেষগতি এবং জীবিত লোক তাতে মনোনিবেশ করবে।
Explore হেদায়েতকারী 7:2
9
হেদায়েতকারী 7:4
জ্ঞানবানদের হৃদয় মাতম-গৃহে থাকে, কিন্তু হীনবুদ্ধিদের দিল আমোদ-গৃহে থাকে।
Explore হেদায়েতকারী 7:4
Home
Bible
Plans
Videos