1
গীতসংহিতা 119:105
পবিত্র বাইবেল
BERV
প্রভু, আপনার বাক্যগুলো প্রদীপের মত আমার পথকে আলোকিত করে।
Compare
Explore গীতসংহিতা 119:105
2
গীতসংহিতা 119:11
আপনার শিক্ষামালা আমি যত্ন করে অনুধাবন করি, যাতে আমি আপনার বিরুদ্ধে পাপ না করি।
Explore গীতসংহিতা 119:11
3
গীতসংহিতা 119:9
একজন যুবক কি করে শুদ্ধ জীবনযাপন করবে? আপনার আদেশসমুহ মেনে সে এরকম করতে পারবে।
Explore গীতসংহিতা 119:9
4
গীতসংহিতা 119:2
যারা প্রভুর চুক্তি মানে তারা সুখী। তারা সর্বান্তঃকরণ দিয়ে প্রভুকে মানে।
Explore গীতসংহিতা 119:2
5
গীতসংহিতা 119:114
আমায় রক্ষা করুন, আমায় আড়াল করে রাখুন। প্রভু, আপনি যা বলেন আমি সব বিশ্বাস করি।
Explore গীতসংহিতা 119:114
6
গীতসংহিতা 119:34
আমাকে বুঝতে সাহায্য করুন, আমি আপনার শিক্ষামালাগুলো মানবো। আমি সম্পূর্ণভাবে সেগুলো পালন করবো।
Explore গীতসংহিতা 119:34
7
গীতসংহিতা 119:36
কি করে ধনী হওয়া যায় সেই চিন্তার থেকে, আপনার চুক্তি সম্পর্কে চিন্তা করতে আমায় সাহায্য করুন।
Explore গীতসংহিতা 119:36
8
গীতসংহিতা 119:71
আমি যে ভুগেছিলাম তা ভালোই হয়েছিল, কারণ আমি আপনার বিধিগুলো শিখেছিলাম।
Explore গীতসংহিতা 119:71
9
গীতসংহিতা 119:50
আমি দুর্দশাগ্রস্ত ছিলাম, আপনি আমায় স্বস্তি দিয়েছেন। আপনার বাক্য আমাকে পুর্নবার বাঁচতে দিয়েছে।
Explore গীতসংহিতা 119:50
10
গীতসংহিতা 119:35
হে প্রভু, আপনার আজ্ঞাসমুহের পথে আমায় পরিচালিত করুন। জীবনের সেই পথ আমি সত্যিই ভালোবাসি।
Explore গীতসংহিতা 119:35
11
গীতসংহিতা 119:33
প্রভু, আমাকে আপনার বিধি শিক্ষা দিন, আমি সেগুলো মেনে চলবো।
Explore গীতসংহিতা 119:33
12
গীতসংহিতা 119:28
আমি দুঃখী এবং শ্রান্ত। আপনি আজ্ঞা করুন এবং আমি আবার শক্তিশালী হয়ে উঠবো।
Explore গীতসংহিতা 119:28
13
গীতসংহিতা 119:97
হে প্রভু, আমি আপনার শিক্ষামালাগুলো ভালোবাসি। সব সময়েই আমি সে সম্পর্কে কথা বলি।
Explore গীতসংহিতা 119:97
Home
Bible
Plans
Videos