1
দ্বিতীয় বিবরণ ১৮:10-11
পবিত্র বাইবেল (কেরী ভার্সন)
বিবিএস
তোমার মধ্যে যেন এমন কোন লোক পাওয়া না যায়, যে পুত্র বা কন্যাকে অগ্নির মধ্য দিয়া গমন করায়, যে মন্ত্র ব্যবহার করে, বা গণক, বা মোহক, বা মায়াবী, বা ঐন্দ্রজালিক, বা ভূতড়িয়া, বা গুনিন বা প্রেতসাধক।
Compare
Explore দ্বিতীয় বিবরণ ১৮:10-11
2
দ্বিতীয় বিবরণ ১৮:12
কেননা সদাপ্রভু এই সকল কার্যকারীকে ঘৃণা করেন; আর সেই ঘৃণার্হ কার্য প্রযুক্ত তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার সম্মুখ হইতে তাহাদিগকে অধিকারচ্যুত করিবেন।
Explore দ্বিতীয় বিবরণ ১৮:12
3
দ্বিতীয় বিবরণ ১৮:22
[তবে শুন,] কোন ভাববাদী সদাপ্রভুর নামে কথা কহিলে যদি সেই বাক্য পরে সিদ্ধ না হয়, ও তাহার ফল উপস্থিত না হয়, তবে সেই বাক্য সদাপ্রভু বলেন নাই; ঐ ভাববাদী দুঃসাহসপূর্বক তাহা বলিয়াছে, তুমি তাহা হইতে উদ্বিগ্ন হইও না।
Explore দ্বিতীয় বিবরণ ১৮:22
4
দ্বিতীয় বিবরণ ১৮:13
তুমি আপন ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশে সিদ্ধ হও।
Explore দ্বিতীয় বিবরণ ১৮:13
Home
Bible
Plans
Videos