1
গণনা পুস্তক 20:12
পবিএ বাইবেল CL Bible (BSI)
BENGALCL-BSI
প্রভু পরমেশ্বর মোশি ও হারোণকে বললেন, তোমরা আমাকে বিশ্বাস করলে না ইসরায়েলীদের সাক্ষাতে আমার পবিত্রতার মর্যাদা রক্ষা করলে না, এইজন্য আমি তাদের যে দেশ দিয়েছি, সেই দেশে তোমরা এই জনমণ্ডলীকে নিয়ে যেতে পারবে না।
Compare
Explore গণনা পুস্তক 20:12
2
গণনা পুস্তক 20:8
তুমি তোমার যষ্ঠি নাও এবং তোমার ভাই হারোণকে নিয়ে জনমণ্ডলীকে একত্র করে তাদের সকলের সামনে ঐ পাহাড়কে জন দান করতে বল। এইভাবে পাহাড় থেকে জল বার করে তুমি জনমণ্ডলী ও তাদের পশুপালকে জল পান করাতে পারবে।
Explore গণনা পুস্তক 20:8
3
গণনা পুস্তক 20:11
মোশি তখন তাঁর হাতের যষ্ঠি তুলে পাহাড়ের গায়ে দুবার আঘাত করলেন। সঙ্গে সঙ্গে সেখান থেকে জলস্রোত সবেগে নির্গত হল এবং জনতা ও তাদের পশুপাল সেই জল পান করল।
Explore গণনা পুস্তক 20:11
4
গণনা পুস্তক 20:10
পরে মোশি ও হারোণ সেই পাহাড়ের সম্মুখে জনতাকে একত্র করে বললেন, শোন বিদ্রোহীরা, আমরা কি তোমাদের জন্য এই পাহাড় থেকে জল বার করব?
Explore গণনা পুস্তক 20:10
Home
Bible
Plans
Videos